বসন্ত উৎসবের আয়োজন
গত ২৭ শে মার্চ
ভারতীয় চারুকলার পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন করেন, বিগত ২ বছর অতিমারির কারনে বন্ধ
থাকা জন্য আবারো অনুষ্ঠানকে ছন্দে ফেরাতে তাদের এই কর্মসূচি সমগ্র অনুষ্ঠানের
ভাবনা এবং পরিচালনায় ছিলেন শ্রী শুভজিৎ ঘোষ, অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট চিকিৎসক : ডক্টর শ্রী সমীর ঘোষ, ডাঃ মিতা ঘোষ, ডাঃ শ্রী জিডি স্বর্ণকার ,ডাক্তার ভারতী স্বর্ণকার, উপস্থিত ছিলেন ভারতীয় চারুকলা মন্দির এর
সম্পাদক:শ্রী রনজিত ঘোষ, বিমল
সাহা (পৌর প্রতিনিধি) দেবযানী মুখার্জী (পৌর প্রতিনিধি) জয়ন্ত চৌধুরী,
বিভাস দে, উপস্থিত ছিলেন : রবীন্দ্রসঙ্গীতে বিচারকমণ্ডলী
অঞ্জনা ঘোষ, দেবযানী ঘোষ,
পার্থ কুন্ডু, উপস্থিত ছিলেন : রবীন্দ্রনৃত্য বিচারকমণ্ডলী :
ব্রততী ঘোষ (রায়) ,আত্রেয়ী
মজুমদার, ঋতুপর্ণা দত্ত,
ভাষ্য পাঠে ছিলেন : শুভজিৎ ঘোষ ও
সুকন্যা পাল, সমগ্র অনুষ্ঠানটি
পরিচালনায় ছিলেন শ্রী শুভজিৎ ঘোষ, নাচ ও গানের মধ্য অনুষ্ঠানটি অপূর্ব সুন্দর মনোরম পরিবেশ গড়ে উঠেছিল। অঞ্জনা ঘোষ ,তনিমা রায়,শিখা মুখার্জী, তাপীয়া চন্দ ,সরলা রায়, অপরূপা ঘোষ, সোমদত্তা ঘোষ,
তনুশ্রী দেবনাথ,মৃন্ময়ী মুখার্জি, এ্যানিশা বণিক,সৌমিতা দাঁ, দৃশিকা মুখার্জি, উপাসনা
কর, স্নিগ্ধা মাইতি, রুপম ঘোষ, অদ্রিজা ঘোষ, শর্মিলা বিশ্বাস, অঙ্কিতা পাল,দ্যুতি পাঁজা, নাচে ছিলেন
রোমা দাস এর ছাত্রী বৃন্দ এবং ব্রততী ঘোষের ছাত্রী বৃন্দ। যন্ত্রসঙ্গীতে ছিলেন রবীন ব্যানার্জি,
অরূপ রায় চৌধুরী, মৃদুল ভট্টাচার্য।
Comments
Post a Comment