বিশাল র্যালি ও রক্তদান শিবির
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, ৬ ফেব্রুয়ারি রবিবার পানিহাটিতে মিলন সংঘ আয়োজিত সরস্বতীপুজো উপলক্ষে সম্পন্ন হল মশাল প্রজ্জ্বলন সহযোগে বিশাল র্যালি ও রক্তদান শিবির।ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদরাও। মশাল প্রজ্জ্বলিত করেন পানিহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর তাপস দে এবং পানিহাটি পুরসভার সহকারী প্রশাসক সোমনাথ দে।
এদিন মোট ৫১ জন রক্তদাতা রক্তদান করেন।এই রক্তদান শিবির উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন দমদম লোকসভা সাংসদ সৌগত রায়। সাংসদ সৌগত রায় তার বক্তব্যে সদ্য প্রয়াত সংগীত শিল্পী লতা মংগেশকরের স্মৃতিচারণ
করেন। নীরবতা পালনও করা হয়। তাছাড়া তিনি বলেন লতামঙ্গেসকার সবথেকে জনপ্রিয়
শিল্পী ছিলেন, আমাদের আনেক বড়ো
খতি হয়ে গেলো, লতা মঙ্গেশকরের চলে
যাওয়া তার যায়গা আর পূরণ হবে না, আরেকটা লতা মঙ্গেশকর তৈরি হবে না।
লতা মঙ্গেশকরের মেরে বাতান কি লোগো গানটি নেহেরু শুনে কেঁদে ফেলেছিলেন।
তিনি আরও বলেন স্কুলের ছুটি কমিয়ে ক্লাস আরো বাড়াতে হবে এ ছাড়া আর কোন উপায়
নেই স্কুলের করোনার পরিস্থিতির জন্য সবরকম বিধি-নিষেধ মেনে স্কুল খোলা হচ্ছে, সবরকম
ব্যবস্থা করেই যেমন স্যানিটাইজার করা, সোশ্যাল ডিসটেন্স মেনটেন করা, পশ্চিমবঙ্গ
সরকারের শিক্ষা পরিষদ আরও বিস্তারিত ভাবে সব ইস্কুলকে নিরদেশ দিয়েছেন, শুভেচ্ছাবার্তা
দেন ছাত্র ছাত্রীদের প্রতিও।
প্রতিবছর স্বরসতী পূজাকে ঘিরে দু-তিন দিন অনুষ্ঠান পর্ব চলে বসে আঁকো
প্রতিযোগিতা খেলাধুলা ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু করোনার
পরিস্থিতির জন্য এবার মিলন সংঘ ক্লাবের সম্পাদক তুহিন চক্রবর্তী এবং পুজো কমিটির সভাপতি রাজেশ দে উদ্যোগে এবার আমরা
রক্ত দানের ব্যবস্থা করেছি। করোনার পরিস্থিতি জন্য ব্লাড ব্যাংক এর রক্তশূন্যতার
জন্য তাই এলাকার মানুষের যাতে তাদের প্রয়োজনে কিছুটা রক্তের চাহিদা মেটে তার
জন্যই এই উদ্যোগ।
Comments
Post a Comment