শিশুদের মুখে হাসি ফোটাল



নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, স্মাইল ওয়ার্ল্ড সেবা মিশন একটি সামাজিক সংস্থা। অতিমারির  সময় থেকে শুরু করে সারা বছরই কোনো না কোনো সামাজিক এবং মানবতার কাজে সদাব্যস্ত । 'স্মাইল ওয়ার্ল্ড সেবা মিশন ৬ ফেব্রুয়ারী, রবিবার দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে (কালীঘাট, যোধপুর গার্ডেন, বোড়াল জৈনপুর, প্রভৃতি) এলাকায় দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে প্রায় পাঁচ শতাধিক শিশুর হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে  । 

স্মাইল ওয়ার্ল্ডের তরফে জানানো হয়েছে কর্মকান্ডের  সূচনা হল দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী (রাসবিহারী এভিনিউ) ক্লাবের সামনে থেকে। যেখানে উপস্থিত ছিলেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার স্মাইল ওয়ার্ল্ড সেবা মিশনের সম্পাদক  পিনাকী চক্রবর্তী সহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।সংস্থার কর্ণধার পিনাকী চক্রবর্তীর কথায়, "কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায় স্মাইল ওয়ার্ল্ডের সেবামূলক কাজে আমরা খুশি ঠিকই। কিন্তু আগামীতে বৃহত্তর পরিসরে বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে আমরা মানুষের পাশে থাকতে চাইছি।"

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....