দক্ষিণ দমদম পৌরসভা

 

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল থেকে দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চলে এলাকায় সপ্তাহে তিন দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।  প্রত্যহ পৌরসভা এলাকায় যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বাজার বন্ধ থাকবে। শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে ওষুধের দোকান ও জরুরি পরিষেবার ক্ষেত্রে। শুক্রবার এই মর্মে একটি নোটিশ জারি করা হয়েছে দক্ষিণ দমদম পুরসভার তরফে। মাক্স পরা বাধ্যতামূলক। এই ধরনের আদেশের কোনো লঙ্ঘন আইনের অধীনে অনুমোদিত অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নিতে পারে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে, সংশ্লিষ্ট সকলকে এতদ্বারা সেই অনুযায়ী অবহিত করা হচ্ছে।

গঙ্গাসাগর মেলায় করোনা থাবা। সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১১২ জনের টেস্ট হয়েছে। তার মধ্যে ৪ জন করোনা পজিটিভ ধরা পড়েছে। তাদের কে আইসোলেশণে রাখা হয়েছে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....