ভারত সেবাশ্রম সঙ্ঘে নেতাজির জন্মদিন পালন
সুপ্রকাশ চক্রবর্তীঃ ভারতের স্বাধিনতা সংগ্রামে সরাসরি অংশ নিয়েছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা। সঙ্ঘের প্রতিষ্টাতা স্বামী প্রনবানন্দ মহারাজ ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রেরনা৷ স্বাধিনতা আন্দলনের সুতিকাগৃহ ভারত সেবাশ্রম সঙ্ঘে পালিত হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস। এ উপলক্ষে কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে পতাকা উত্তলন করে নেতাজি মুর্তিতে মাল্যদান করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। নেতাজির নানা কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন সঙ্ঘের অন্যান্য সন্নাসীরা।
সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্টাতা স্বামী প্রনবানন্দ মহারাজ উদ্বুদ্ধ করেছিলেন ততকালীন বিপ্লবিদের স্বাধিনতা সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে। সঙ্ঘের বেশ কয়েকজন সন্নাসী সরাসরি বিপ্লবে অংশ নেন।সকলের প্রচেষ্টায় ও নেতাজির নেত্রিত্বে দেশ স্বাধিনতা পায়।
Comments
Post a Comment