২০০৩ খ্রিস্টাব্দ মেদিনীপুর
শুভ ঘোষ- মানুষের কল্যাণের জন্য বিভিন্ন রকম কাজের কারনই হয়তো ছিল রামপুর বিবেকানন্দ মিশন, হলদিয়া, যেখান থেকে শৈশব জীবনের পড়াশুনো শুরু হয়েছিল ডঃ সোমনাথ দাস মেদিনীপুর রামকৃষ্ণ মিশন এবং এখান থেকে ২০০৩ খ্রিস্টাব্দ মেদিনীপুর কলেজিয়েট বিদ্যালয়ে। নিয়ে বড়ো হয়ে ওঠা ২০১২ খ্রিস্টাব্দে স্নাতকোত্তর করার জন্য ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তার সাথে সহকারী অধ্যাপক হিসেবে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন। ২০১৮ খ্রিস্টাব্দে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং -এর উপর ডক্টরেট উপাধি অর্জন করা। পর শুরু কিভাবে গ্রামাঞ্চলের মেধাবি শিক্ষার্থীদের অত্যাধুনিক জ্ঞান প্রদান করা যায় তার গবেষণা। ঠিক সেই সময়েই কোভিড-১৯ এর মহামারীর প্রকোপে আমার কর্মরত কলেজের কিছু শিক্ষার্থী যখন আর্থিক ভাবে পিছিয়ে পড়ার কারনে কলেজের অধিকর্তা ডঃ নন্দন গুপ্ত মহাশয়ের তৎপরতায় তাদের যথাযথ ভাবে সাহায্য করে তাদের পড়াশুনো চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা। এখান থেকেই জীবনের নতুন অধ্যায়। এইভাবেই ডঃ নন্দন গুপ্ত মহাশয়ের চিন্তাধারা ও মিশনের ভাবধারাকে অবলম্বন করে ২০২১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করলাম (Edu stem Zone)। সারা ভারতের শিক্ষার্থীদের স্বল্পমূল্যে সর্বোত্তম মানের অত্যাধুনিক প্রকৌশল শিক্ষা প্রদান করাই হল (Edu stem Zone) -এর মূল মন্ত্র। Edu stem Zone প্রতিষ্ঠিত করার জন্য আমার সাথে দুইজন প্রাক্তন ছাত্রের অমূল্য পরিশ্রম জড়িয়ে রয়েছে। যাদের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সমস্ত ধরণের প্রশিক্ষণ প্রদান করা এবং শেখার কৌশল তৈরি করতে উচ্চাকাঙ্ক্ষীত করা, তার সাথে সাথে গ্রামাঞ্চলের মেধাবি শিক্ষার্থীদের অত্যাধুনিক জ্ঞান প্রদান করা যাতে তারা বিশ্বের যে কোনও জায়গায় যে কোনও সমস্যার মোকাবেলা করতে পারে। আমার এই সাফল্যের পেছনে যে আমাকে সমস্ত রকম মনোবল ও শক্তি দিয়ে চলেছে সে হল আমার সহধর্মিণী শ্রীমতী পিয়ালি দাস। আজ ২০ জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, সোনারপুর রাজপুর আমার ছেলে সাত্ত্বিক দাস ও মেয়ে সানবী দাস -এর শুভ জন্মবার্ষিকী। তাই ছেলেমেয়ের জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই দিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য Ed ustem Zone -এর উদ্বোধনী অনুষ্ঠান প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনার জন্য বিভিন্ন শিল্পের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ, জ্ঞানী ও দক্ষতাসম্পন্ন শিক্ষকদের EdustemZone -এর মধ্যে সংযুক্ত করা হয়েছে। EdustemZone শুধু পশ্চিমবঙ্গে নয় বরং সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে শিক্ষার্থীদের সমস্ত ধরণের অত্যাধুনিক শিক্ষায় প্রশিক্ষণের মাধ্যম।
Comments
Post a Comment