হুগলির সিমলাগড়ে চালু হল

 


 সুপ্রকাশ চক্রবর্তীঃ আর্ত ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যে সেবা কাজ ছড়িয়ে দিতে এবার হুগলি জেলার সিমলাগড়ে চালু হল  ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত গ্রামীন সেবাকেন্দ্র।

স্থানীয় মানুষের সহযোগিতায় পাওয়া জমির উপর গড়ে ওঠা একটি গুরু মন্দির, শিব মন্দির ও জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন সঙ্ঘের সিমলাগড় শাখার প্রধান স্বামী সর্বত্মানন্দ সহ সঙ্ঘের অন্যান্য সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা। 

এ উপলক্ষে একটি গীতা পাঠ অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রায় ১৫ টি সাখা থেকে কয়েকশো মহিলা এক যোগে গীতা পাঠ অনুষ্টানে অংশ নেন।

সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, স্বামী প্রনবানন্দ মহারাজ চেয়েছিলেন গরিব ও পিছিয়ে পড়া মানুষদের সমাজের মুল স্রোতে ফিরিয়ে আনতে। স্বমীজির সেই সঙ্কল্পকে বাস্তবায়িত করতে এভাবেই সর্বত্র মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিচ্ছে সঙ্ঘ। 

তিনি জানান,খুব শীঘ্রই এখানে একটি বানপ্রস্থ আশ্রম, একটি ছাত্রাবাস, একটি বৃদ্ধাশ্রম ও একটি চিকিৎসা কেন্দ্র চালু করা হবে। 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....