Posts

Showing posts from December, 2021

এই প্রথম দক্ষিণ দমদমে

Image
  প্রতিবেদন  দীপ মিস্ত্রী, ছবি- অরূপ বেলেল - পশ্চিমবঙ্গ সরকার শিক্ষামন্ত্রী পার্থ বসু অনুপ্রেরণায়,  শ্রী দেবাশীষ বন্দোপাধ্যায় পৌর প্রশাসক মন্ডলীর সদস্য,  তার উদ্যোগে এই প্রথম দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডয়ে   নালেঝোলে মাঠে একদিনের পিঠে পুলি উৎসব হয়ে গেল গতকাল। দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় জানান দেবাশীষের অসাধারন প্রচেষ্টা, ১৪ জানুয়ারি আমাদের পৌষ পাবন     তার আগে হচ্ছে রানা পিঠে পুলি উৎসব। পিঠে পুলি উৎসব ঘুরে দেখেন ও পাটিসাপটা পিঠে খান এবং জানান খুব সুন্দার হয়েছে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান নালেঝোলে প্রতিবছরই হয়,   প্যানডেমিক সিচুয়েশন কোভিক-১৯ এর জন্য নালেঝোলে বন্ধ ছিল এবারও করার ইচ্ছে ছিল  আমরা কোভিক-১৯ থেকে এখনো পুরোপুরি মুক্ত হতে পারেনি তারমধ্যে আরও একটি নতুন সংক্রমণ এসে গেছে আমাদের ভারতে ওমিক্রণ। তাই   নালেঝোলে নামকরনে করা হলো একদিনে পিঠে পুলি উৎসব। ১৫ নম্বর ওয়ার্ডয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্যই করা, মোট পাঁচ হাজার মানুষকে বিনা...

হুগলির সিমলাগড়ে চালু হল

Image
    সুপ্রকাশ   চক্রবর্তীঃ  আর্ত ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যে সেবা কাজ ছড়িয়ে দিতে এবার হুগলি জেলার সিমলাগড়ে চালু হল  ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত গ্রামীন সেবাকেন্দ্র। স্থানীয় মানুষের সহযোগিতায় পাওয়া জমির উপর গড়ে ওঠা একটি গুরু মন্দির, শিব মন্দির ও জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন সঙ্ঘের সিমলাগড় শাখার প্রধান স্বামী সর্বত্মানন্দ সহ সঙ্ঘের অন্যান্য সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা।  এ উপলক্ষে একটি গীতা পাঠ অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রায় ১৫ টি সাখা থেকে কয়েকশো মহিলা এক যোগে গীতা পাঠ অনুষ্টানে অংশ নেন। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, স্বামী প্রনবানন্দ মহারাজ চেয়েছিলেন গরিব ও পিছিয়ে পড়া মানুষদের সমাজের মুল স্রোতে ফিরিয়ে আনতে। স্বমীজির সেই সঙ্কল্পকে বাস্তবায়িত করতে এভাবেই সর্বত্র মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিচ্ছে সঙ্ঘ।  তিনি জানান,খুব শীঘ্রই এখানে একটি বানপ্রস্থ আশ্রম, একটি ছাত্রাবাস, একটি বৃদ্ধাশ্রম ও একটি চিকিৎসা কেন্দ্র চালু করা হবে। 

আয়ুর্বেদ দিবস

Image
  সুপ্রকাশ চক্রবর্তীঃ   কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে ষষ্ঠ আয়ুর্বেদ দিবস সমাপন সমারোহ অনুষ্ঠান হল বুধবার। এ উপলক্ষে নিউটাউনের রবীন্দ্র তীর্থ সভাঘরে সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার অধিকর্তা ডক্টর   পি ভি ভি প্রসাদ।উপস্থিত ছিলেন , নেশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথ এর অধিকর্তা ডক্টর   সুবাস সিং , আয়ুর্বেদ পোষ্ট গ্রাজুয়েট এর অধ্যক্ষ প্রফেসর মৃদু গুপ্তা , নেশানাল কাউন্সিল ফর সাইন্স মিউজিয়াম এর অধিকর্তা সমরেন্দ্র কুমার ,  আয়ুর্বেদ রিসার্চ অফিসার ডক্টর   অচিন্ত্য মিত্র প্রমুখ। ডক্টর পি ভি বি প্রসাদ বলেন , করোনা মহামারী কালে আয়ুর্বেদ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আয়ুশ ৬৪ নামে প্রথম ক্লিনিক্যালি টেস্টেড আয়ুর্বেদিক মেডিসিন যা কলকাতার এই ইনস্টিটিউটে আবিষ্কৃত হয়েছিল মালারিয়ার জন্য। সেটি কোভিড মোকাবিলায় অনেক সুফল এনেছে।   আয়ুর্বেদ দিবস নানা অনুষ্ঠানে   ঔষধী ও ফলের গাছের চারা বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতা , পোস্টার প্রতিযোগিতা , প্রবন্ধ রচনা , আয়ুর্বেদিক রেসিপি প্রতিযোগিতার বিজয়ী দের পুরস্কার প্রদান করা হয় এদিন ন...

হেলমেট ছাড়া বাইক আরোহীদের.......

Image
বলরাম বোসঃ-  ডানলপ সাব ট্রাফিক গার্ডের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে হেলমেট ছাড়া বাইক আরোহীদের আটকে গোলাপ ফুল উপহার। সাধারণ চাকরিজীবী মানুষ থেকে শুরু করে বিনা হেলমেটে আরোহী পুলিশের গাড়ি ও আটক করল ডানলপ সাব ট্রাফিক গার্ড এর পুলিশ কর্মীরা। বেলঘড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রতন চক্রবর্তী, জেলা ট্রাফিক ইনস্পেক্টর সারোদা শংকর মুখোপাধ্যায় সহ ট্রাফিক গার্ডে কর্মীরা ও বেলঘড়িয়া জতিন দাস হাইস্কুলের এমসিসি ছাত্ররা। যেসব মানুষ হেলমেট ছাড়া বাইক নিয়ে রাস্তায় চলাচল করে তাদের গোলাপ ফুল ও লিফলেট দিয়ে ব্যঙ্গাত্মকভাবে সচেতন মূলক বার্তা সমাজের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা এইটা সেভ ড্রাইভ সেভ লাইফ এর। কোথাও দেখা যাচ্ছে একটি বাইকে ৩ জন তার মধ্যে একজন শিশু যার মাথায় হেলমেট নেই আবার কোথাও দেখা যাচ্ছে হেলমেট ছাড়া কানে হেডফোন দিয়ে ঘুরে বেড়াচ্ছে।

সেভ ড্রাইভ সেভ লাইফ

Image
    বলরাম   বোসঃ-  সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে ডানলপ সাব ট্রাফিক গার্ড ওসি জানান। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ডানলপ ট্রাফিক গার্ড এর উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ। বরানগর বিটি রোড বনহুগলির মরে ডানলপ সাব ট্রাফিকের তরফ থেকে লিফলেট বিলি করে বিনা হেলমেটে বাইক চালকদের সতর্ক ও সচেতন বার্তা দিলেন। সেভ ড্রাইভ সেভ লাইফে আটক বাইক আরোহীদের লিফলেট পড়ার আবেদন জানায় ডানলপ সাপ ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত ওসি রামপ্রসাদ মন্ডল। আবার দেখা গেল সেভ লাইফ সেভ ড্রাইভ প্রচার দেখে অনেকেই হেলমেট না পরার পালিয়ে যাচ্ছেন। আবার কখনো সাংবাদিকদের ক্যামেরা দেখে হেলমেট পড়ে নিচ্ছে। তবে এসবের মাঝখানে একটি প্রশ্ন থেকেই যায়, আইন ভঙ্গ দণ্ডনীয়, তবে হেলমেট না পরার আইন ভাঙ্গা কোনভাবে কি নিজের বেপরোয়া জীবনের দৃষ্টান্ত দেখাচ্ছে না?

মাটির টানে

Image
  শুভ ঘোষঃ কলকাতা-  কোভিড অতিমারীকে পরাজিত করে হস্তশিল্পীদের পাশে দাঁড়ানোর এক অনন্য উদ্যোগে শুরু হল ১০ দিনব্যাপী এক অভিনব মেলা, যেখানে শতাধিক হস্তশিল্পীর সৃজনশীল প্রতিভার সাক্ষর ছড়িয়ে থাকবে মেলা জুড়ে; সঙ্গে মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ দ্বিতীয় বর্ষ মাটির মেলার উদ্বোধন হয়ে গেল বারাসাতে খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ও বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী তীর্থ ভট্টাচার্যের উপস্থিতিতে। সারা বাংলা থেকে হস্তশিল্পীরা তাঁদের পসরা নিয়ে উপস্থিত হয়েছেন বারাসাতের মেলায়। মাটির মেলায় মাটির তৈরি বিভিন্ন শিল্পকর্ম যেমন থাকছে, তেমনি পাটের তৈরি সামগ্রী, হ্যান্ডমেড পেপারের পণ্য, গাছ, শীতল পাটি, হাতে তৈরি সুগন্ধী, খাদির পোশাক, শাড়ি, হাতে তৈরি গয়না ইত্যাদি বিভিন্ন পণ্য সাজানো রয়েছে। এই শীতে মেলার পিঠে-পুলির স্টলও খাদ্যরসিকদের নজর কেড়েছে। বাংলার হস্তশিল্পের পাশাপাশি এই দশ দিনের মেলায় থাকছে সাংস্কৃতিক আয়োজন। বাংলার মাটির সুর গুঞ্জরিত হবে মেলা প্রাঙ্গনে বাউল ও ছৌ শিল্পীদের উপস্থাপনায়। বারাসাতের অভিনব গানের দল 'গাছের জন্য গান' থাকছে এই মেলায়। যারা গান গেয়ে উপার্জিত অর্থ দিয়ে সুন্দরব...

১০ বছরের নাবালিকাকে......

Image
  বলরাম বোসঃ  বরানগর নোয়াপাড়া পুলিশ কোয়ার্টারে ১০ বছরের নাবালিকাকে শ্লীলতাহানি ও নিগ্রহের অভিযোগ উঠল।পরিবারের অভিযোগ বিকেলে পুলিশ কোয়ার্টারে কিছুসংখ্যক বাচ্চারা খেলতে বেরিয়েছিল, সন্ধ্যে হয়ে যাওয়ার পরও ঘরে ফিরছিল না এই দশ বছরের নাবালিকা, সেই সময় ঘরে উপস্থিত ছিলেন নাবালিকার দিদা। হঠাৎ করেই কানতে কানতে বাড়ি এসে জানায়। পুলিশ কোয়ার্টারে নতুন কোয়াটার তৈরীর কাজে এক রাজমিস্ত্রি সন্তূ মল্লিক তার সাথে অসভ্য আচরণ করে। সমাজ সুরক্ষায় পুলিশ সর্বদা এগিয়ে কিন্তু এই ঘটনায় প্রশ্ন থেকেই যাচ্ছে খোদ পুলিশ কোয়ার্টারে এরূপ অসামাজিক অমানবিক ঘটনা কোন ভাবে কাম্য? পরবর্তীতে কোয়াটারের বাসিন্দারা ও নাবালিকার মা-বাবা অভিযোগ দায়ের করেন বরানগর থানায়।

'আন্তর্জাতিক মানবাধিকার দিবস '

Image
  অনিন্দিতা চক্রবর্তীঃ  ১০ই ডিসেম্বর ছিল 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস '। সেই দিন All India Human Rights এক অনুষ্ঠানের আয়োজন করে তোপসিয়ায় 'মঙ্গলম ব্যাঙ্কুয়েটে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন All India Human Rights-এর Founder Chairperson শ্রী বুম্বা মুখার্জী, রাজ্য সভাপতি শ্রী সুভাশিষ গুহ সহ বিভিন্ন ব্যক্তি যাঁরা এই সংস্থার সঙ্গে যুক্ত আছেন। The Legend of Bengal Award প্রদান করা হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষদের যাঁরা সমাজকে চলার নতুন এক দিশা দেখিয়েছেন All India Human Rights থেকে। পুরস্কার পান ক্যাকটাস ব্যান্ডের বিখ্যাত গায়ক সিধু , চলচ্চিত্র জগতের বিশিষ্ট কমেডিয়ান বিশ্বনাথ বসু, অভিনেত্রী সন্দিপা ও অভিনেতা রাজীব এবং উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী জয়ন্ত নারায়ন চ্যাটার্জী,         ন্দিনী ভট্টাচার্য্য (সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক),মহেশ্বেতা মুখার্জি এছাড়াও পুরস্কার পান কলকাতার প্রথম মহিলা বাসচালিকা প্রতিমা পোদ্দার । পুরস্কার প্রদান করা হয় আরও অনেকজনকে যাঁদের দ্বারা সমাজের শিক্ষা লাভ হয়েছে নতুন  আলোর দিকে এক কদম হলেও এগিয়েছে।...

শুরু হোল বিদেশী পাখি ও রঙিন মাছের মেলা।

Image
অনিন্দিতা চক্রবর্তীঃ কামারহাটি- বেলঘরিয়া উন্নয়ন ক্লাবের পরিচালনায় শুরু হোল বিদেশী পাখি ও রঙিন মাছের মেলা।  ২৪ শে ডিসেম্বর ২০২১ থেকে শুরু হল ২৬ শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত ।   শিশুদের বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি মহিলাদের আল্পনা প্রতিযোগিতা দিয়ে শুরু হোল মেলার উদ্বোধন অনুষ্ঠান। কামারহাটি পৌরসভার মূখ্য প্রশাসক শ্রী গোপাল সাহা মহাশয় এই মেলায় "জাগো বাংলা"র বইয়ের  স্টল উদ্বোধন করলেন। এই মেলায় শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি সমাজের সর্ব স্তরের মানুষদের সেবায় একাধিক সেবামূলক কর্মসূচি রাখা হয়েছে। এই "বিদেশী পাখির মেলা, রঙিন মাছের খেলা" মেলার আয়োজন করেছেন,  বিদেশি নানান ধরনের রঙিন পাখিতে মন জিতে নিয়েছে ছোট্ট শিশু থেকে বয়োজ্যেষ্ঠ মানুষদেরও , নিয়মমাফিক প্রবেশ অর্থাত    মাক্স না পড়ে প্রবেশ করা যাবে না । প্রবেশ করলেই বাইরে রয়েছে বিভিন্ন খাবারের দোকান ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের নাগরদোলা ।  "উন্নয়ন"ক্লাবের সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক শ্রী সন্দীপ দাস মহাশয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটি বিধানসভার বিধ...

গঙ্গাসাগর নিয়ে বেশ কিছু নতুন পরিকল্পনা.......

Image
  মৃণাল কান্তিসরকার-  কথায় আছে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার। প্রতিবছর গঙ্গাসাগর কে ঘিরে একটা অন্যরকম উন্মাদনা থাকে তীর্থ যাত্রীদের মনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু তীর্থযাত্রীরা আসেন সাগরদ্বীপের কপিল মুনির আশ্রমে।  দিন দিন ভির  যেভাবে বেড়ে যাচ্ছে এবং সমগ্র ব্যবস্থা পরিচালনার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা আধিকারিক নিপুণতা সাথে কাজ করে চলেছেন অনবরত।   এবছরের গঙ্গাসাগর যাত্রা যেহেতু করোনা মহামারীর   ছায়া রয়েছে তাই ভিড় কিছুটা এড়াতে নতুন ব্যবস্থা পরীক্ষামূলক ভাবে গ্রহন করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক। আজ এক সাংবাদিক সম্মেলনে  তিনি একথা জানান।  ড্রোনের মাধ্যমে পণ্য স্নান করানোর ব্যবস্থা থাকছে এবারে। তার জন্য অত্যাধুনিক কুড়িটি ড্রোনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। জানা যায় বেশ কিছু পয়েন্ট নির্ধারণ করা হয়েছে গঙ্গাসাগরের পবিত্র গঙ্গাজল ড্রোনের মাধ্যমে নিয়ে আসা হবে সেই সমস্ত জায়গায় পুণ্যার্থীদের জন্য। যেহেতু এই সম্পূর্ণ বিষয়টি প্রযুক্তির মাধ্যমে হবে তাই এবার এটি প্রথম পরীক্ষামূলক ভাবে করা হবে।  এছাড়াও থাকছে ই স্নান , ই প...

ITSY BITSY

Image
  দীপ মিস্ত্রী : শনিবার, ১১-ডিসেম্বের-২০২১, চারু ও   শিল্পকলার জন্য কাঁচামালের চাহিদা মেটাতে   ITSY BITSY   কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে মোট আটটি কারখানা গড়ে তুলতে চলেছে । জানালেন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা হরিষ ক্লজপেট ও   সহ - প্রতিষ্ঠাতা এম . রেশমি ক্লজপেট । উৎপাদিত কাঁচামালের গুণগত মান ও নুন্যতম মূল্যের দিকে বিশেষ নজর রাখা হবে । এও জানান তাঁরা । এরফলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ৩০০০ গ্রামীণ মহিলার কর্মসংস্থান হবে । পাশাপাশি নিযুক্ত হবেন বহু শ্রমিকও । চারু ও গৃহ শিল্পকলার সৃজনশীল কাজে যুক্ত শিশু থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই পরিষেবা গ্রহণ করতে পারবে । একইসঙ্গে বছরে দেশে সাত লক্ষ ক্রেতাকে এই পরিষেবার আওতায় নিয়ে আসা সম্ভব হবে । ধীরে ধীরে বিশ্ববাজারে উৎপাদিত কাঁচামালের বাণিজ্যও বিস্তারিত হবে বলে জানালেন এই দুই কর্ণধার । প্রাথমিকভাবে দেশজুড়ে ক্রেতা ও বিক্রেতাদের আদান - প্রদানের জন্য মোট ৪০ টি ষ্টোর   খোলা হবে   দেশের   অন্যতম   ...

গ্যাস সিলিন্ডারে কম পর্দা ফাঁস

Image
  বলরাম বোসঃ  মানুষের জীবনে গ্যাস সিলিন্ডার প্রতিটা বাড়িতে নিত্য সঙ্গী। সোদপুর পিয়ারলেস আবাসনে ব্লগ ৬ বিল্ডিংয়ে প্রতিদিনের মতন ০৯/১২/২০২১ সকালে সিলিন্ডার ডেলিভারি দিতে আসে একজন ডেলিভারি বয়। সেই পরিবারের একজন তিনি গ্যাসটিকে একটি ওজন কাটার মাপতে লাগলে দেখা যায় মোট পরিমাণ থেকে প্রায় কয়েক গুণ কম আছে গ্যাস। শুধু একটা সিলিন্ডার নয়, দেখা যায় আরো দশটা কম থাকে গ্যাসের সিলিন্ডারে বলে অভিযোগ করেন আবাসনের ওই মহিলার। এর পরেই তারা তাদের গ্যাস ডিস্ট্রিবিউটর কে জানালে তাদের থেকে কোন প্রতিক্রিয়া তারা পাওয়া যাইনি এবং ওই মহিলাকে বলা হয়েছে এই পুরো বিষয়ে কর্তৃপক্ষের কোনো দায়বদ্ধতা নেই । যিনি গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিতে এসেছিলেন তিনি কোনোভাবেই এই কাজের সাথে জড়িত রয়েছেন।  এরপর যখন ওই গ্যাস ডিস্ট্রিবিউটর এর অফিসে যাওয়া হয় তাদের প্রতিক্রিয়া নেওয়ার জন্য তখন তাদের অভিযোগ এই বিষয়ে কোনভাবেই তাদের কোন দোষ নেই , এর সাথে কোন তৃতীয় অসাধু ব্যক্তির যোগা যোগ রয়েছে। এখানেই উঠছে প্রশ্ন একটি গ্যাস সিলিন্ডার যখন ডিস্ট্রিবিউটার এর কাছ থেকে ডেলিভারির জন্য গ্রাহকদের কাছে পৌঁছাচ্ছে গ্যাস ...