এই প্রথম দক্ষিণ দমদমে
প্রতিবেদন দীপ মিস্ত্রী, ছবি- অরূপ বেলেল - পশ্চিমবঙ্গ সরকার শিক্ষামন্ত্রী পার্থ বসু অনুপ্রেরণায়, শ্রী দেবাশীষ বন্দোপাধ্যায় পৌর প্রশাসক মন্ডলীর সদস্য, তার উদ্যোগে এই প্রথম দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডয়ে নালেঝোলে মাঠে একদিনের পিঠে পুলি উৎসব হয়ে গেল গতকাল। দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় জানান দেবাশীষের অসাধারন প্রচেষ্টা, ১৪ জানুয়ারি আমাদের পৌষ পাবন তার আগে হচ্ছে রানা পিঠে পুলি উৎসব। পিঠে পুলি উৎসব ঘুরে দেখেন ও পাটিসাপটা পিঠে খান এবং জানান খুব সুন্দার হয়েছে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান নালেঝোলে প্রতিবছরই হয়, প্যানডেমিক সিচুয়েশন কোভিক-১৯ এর জন্য নালেঝোলে বন্ধ ছিল এবারও করার ইচ্ছে ছিল আমরা কোভিক-১৯ থেকে এখনো পুরোপুরি মুক্ত হতে পারেনি তারমধ্যে আরও একটি নতুন সংক্রমণ এসে গেছে আমাদের ভারতে ওমিক্রণ। তাই নালেঝোলে নামকরনে করা হলো একদিনে পিঠে পুলি উৎসব। ১৫ নম্বর ওয়ার্ডয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্যই করা, মোট পাঁচ হাজার মানুষকে বিনা...