দীপ মিস্ত্রী: শনিবার, ১১-ডিসেম্বের-২০২১, চারু ও শিল্পকলার জন্য কাঁচামালের চাহিদা মেটাতে ITSY BITSY কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে মোট আটটি কারখানা গড়ে তুলতে চলেছে । জানালেন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা
হরিষ ক্লজপেট ও সহ-প্রতিষ্ঠাতা এম.রেশমি
ক্লজপেট। উৎপাদিত কাঁচামালের গুণগত মান ও নুন্যতম মূল্যের দিকে বিশেষ নজর রাখা হবে। এও জানান তাঁরা।
এরফলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ৩০০০ গ্রামীণ মহিলার কর্মসংস্থান হবে। পাশাপাশি নিযুক্ত হবেন বহু শ্রমিকও। চারু ও গৃহ শিল্পকলার সৃজনশীল কাজে যুক্ত শিশু থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই পরিষেবা গ্রহণ করতে পারবে। একইসঙ্গে বছরে দেশে সাত লক্ষ ক্রেতাকে এই পরিষেবার আওতায় নিয়ে আসা সম্ভব হবে। ধীরে ধীরে বিশ্ববাজারে উৎপাদিত কাঁচামালের বাণিজ্যও বিস্তারিত হবে বলে জানালেন এই দুই কর্ণধার। প্রাথমিকভাবে দেশজুড়ে ক্রেতা ও বিক্রেতাদের আদান-প্রদানের জন্য মোট ৪০ টি ষ্টোর খোলা হবে দেশের অন্যতম শহর কলকাতা সহ মুম্বাই,
বেঙ্গালুরু,
দিল্লী, হায়দ্রাবাদ ,চেন্নাই গোয়া
,জয়পুর প্রভৃতি। বর্তমানে কর্নাটকে প্রথম কারখানা টি গড়ে তোলা হয়েছে।
কলকাতার
বিধাননগরে
(সল্টলেক) BF Block, BF-147,Sector-1, একটি স্টোর
খোলা হয়েছে। যোগাযোগ নাম্বার- ৮৯৫১৯-৫০৭৭৫.
Comments
Post a Comment