'আন্তর্জাতিক মানবাধিকার দিবস '

 অনিন্দিতা চক্রবর্তীঃ ১০ই ডিসেম্বর ছিল 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস '। সেই দিন All India Human Rights এক অনুষ্ঠানের আয়োজন করে তোপসিয়ায় 'মঙ্গলম ব্যাঙ্কুয়েটে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন All India Human Rights-এর Founder Chairperson শ্রী বুম্বা মুখার্জী, রাজ্য সভাপতি শ্রী সুভাশিষ গুহ সহ বিভিন্ন ব্যক্তি যাঁরা এই সংস্থার সঙ্গে যুক্ত আছেন। The Legend of Bengal Award প্রদান করা হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষদের যাঁরা সমাজকে চলার নতুন এক দিশা দেখিয়েছেন All India Human Rights থেকে। পুরস্কার পান ক্যাকটাস ব্যান্ডের বিখ্যাত গায়ক সিধু , চলচ্চিত্র জগতের বিশিষ্ট কমেডিয়ান বিশ্বনাথ বসু, অভিনেত্রী সন্দিপা ও অভিনেতা রাজীব এবং উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী জয়ন্ত নারায়ন চ্যাটার্জী,

      

 ন্দিনী ভট্টাচার্য্য (সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক),মহেশ্বেতা মুখার্জি এছাড়াও পুরস্কার পান কলকাতার প্রথম মহিলা বাসচালিকা প্রতিমা পোদ্দার । পুরস্কার প্রদান করা হয় আরও অনেকজনকে যাঁদের দ্বারা সমাজের শিক্ষা লাভ হয়েছে নতুন  আলোর দিকে এক কদম হলেও এগিয়েছে।  উক্ত অনুষ্ঠানে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্রীযুক্ত শিব প্রসাদ রায় আমন্ত্রিত ছিলেন।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....