শুরু হোল বিদেশী পাখি ও রঙিন মাছের মেলা।
অনিন্দিতা চক্রবর্তীঃ কামারহাটি-বেলঘরিয়া উন্নয়ন ক্লাবের পরিচালনায় শুরু হোল বিদেশী পাখি ও রঙিন মাছের মেলা। ২৪ শে ডিসেম্বর ২০২১ থেকে শুরু হল ২৬ শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত। শিশুদের বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি মহিলাদের আল্পনা প্রতিযোগিতা দিয়ে শুরু হোল মেলার উদ্বোধন অনুষ্ঠান। কামারহাটি পৌরসভার মূখ্য প্রশাসক শ্রী গোপাল সাহা মহাশয় এই মেলায় "জাগো বাংলা"র বইয়ের স্টল উদ্বোধন করলেন। এই মেলায় শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি সমাজের সর্ব স্তরের মানুষদের সেবায় একাধিক সেবামূলক কর্মসূচি রাখা হয়েছে। এই "বিদেশী পাখির মেলা, রঙিন মাছের খেলা" মেলার আয়োজন করেছেন, বিদেশি নানান ধরনের রঙিন পাখিতে মন জিতে নিয়েছে ছোট্ট শিশু থেকে বয়োজ্যেষ্ঠ মানুষদেরও, নিয়মমাফিক প্রবেশ অর্থাত মাক্স না পড়ে প্রবেশ করা যাবে না। প্রবেশ করলেই বাইরে রয়েছে বিভিন্ন খাবারের দোকান ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের নাগরদোলা। "উন্নয়ন"ক্লাবের সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক শ্রী সন্দীপ দাস মহাশয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটি বিধানসভার বিধায়ক ও জননেতা মদন মিত্র মহাশয়।।
Comments
Post a Comment