গ্যাস সিলিন্ডারে কম পর্দা ফাঁস

 

বলরাম বোসঃ মানুষের জীবনে গ্যাস সিলিন্ডার প্রতিটা বাড়িতে নিত্য সঙ্গী। সোদপুর পিয়ারলেস আবাসনে ব্লগ ৬ বিল্ডিংয়ে প্রতিদিনের মতন ০৯/১২/২০২১ সকালে সিলিন্ডার ডেলিভারি দিতে আসে একজন ডেলিভারি বয়। সেই পরিবারের একজন তিনি গ্যাসটিকে একটি ওজন কাটার মাপতে লাগলে দেখা যায় মোট পরিমাণ থেকে প্রায় কয়েক গুণ কম আছে গ্যাস। শুধু একটা সিলিন্ডার নয়, দেখা যায় আরো দশটা কম থাকে গ্যাসের সিলিন্ডারে বলে অভিযোগ করেন আবাসনের ওই মহিলার। এর পরেই তারা তাদের গ্যাস ডিস্ট্রিবিউটর কে জানালে তাদের থেকে কোন প্রতিক্রিয়া তারা পাওয়া যাইনি এবং ওই মহিলাকে বলা হয়েছে এই পুরো বিষয়ে কর্তৃপক্ষের কোনো দায়বদ্ধতা নেই । যিনি গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিতে এসেছিলেন তিনি কোনোভাবেই এই কাজের সাথে জড়িত রয়েছেন। 

এরপর যখন ওই গ্যাস ডিস্ট্রিবিউটর এর অফিসে যাওয়া হয় তাদের প্রতিক্রিয়া নেওয়ার জন্য তখন তাদের অভিযোগ এই বিষয়ে কোনভাবেই তাদের কোন দোষ নেই, এর সাথে কোন তৃতীয় অসাধু ব্যক্তির যোগাযোগ রয়েছে।

এখানেই উঠছে প্রশ্ন একটি গ্যাস সিলিন্ডার যখন ডিস্ট্রিবিউটার এর কাছ থেকে ডেলিভারির জন্য গ্রাহকদের কাছে পৌঁছাচ্ছে গ্যাস সিলিন্ডার পৌঁছানো অবদি এবং পরিষেবা সুষ্ঠুভাবে পাওয়া অবধি পুরো দায়িত্ব কিন্তু থাকে ডিস্ট্রিবিউটার এর উপর। একই গ্যাসের দাম প্রায় হাজার ছুঁই ছুঁই তারমধ্যে এই ধরনের অসাধু ব্যক্তি দের অসাধু আচরণের চিন্তার ভাঁজ পড়েছে গ্রাহকদের কাপালে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....