Posts

নবান্ন অভিযানে উত্তাল ছাত্র সমাজ রক্তাক্ত একাধিক আন্দোলনকারী :-( আগামীকাল ১২ ঘন্টা বনধে্র ডাক বিজেপির)

বেবি চক্রবর্ত্তী:- একাধিকবার ছাত্র আন্দোলন রুখতে পুলিশের জলকামান এবং মারাত্মক টিয়ার গ্যাস। এই টিয়ার গ্যাস জ্বলছে চোখ আন্দোলনকারীদের।নবান্ন অভিযানে তুলকালাম ছাত্র আন্দোলন। নবান্ন অভিযানে রণক্ষেত্র হাওড়া - সাঁতরাগাছি। ছাত্র সমাজ। হাওড়া ব্রিজে ব্যারিকেড উপরে উঠিয়ে চলেছে প্রতিবাদ। পুলিশের লাঠিচার্জ। পুলিশ সাথে চলেছিল ধস্তাধস্তি ছাত্রদের । স্লোগান তুলে আবারও এগিয়ে চলল ছাত্র আন্দোলন পুলিশের জল কামান ছাত্র আন্দোলন রুখতে চলেছিল পুলিশের জল কামান। চলেছিল টিয়ার গ্যাস। পুলিশের ওপর চলেছিল ছাত্রদের ইট বৃষ্টি । ছাত্র আন্দোলন রুখতে পুলিশের লাঠিচার্জ। ব্যারিকেড ভেঙে। জাতীয় পতাকা হাতে অনড় ছাত্র আন্দোলন। ঢালাই করা ব্যারিকেড ভেঙে চলছিল ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনকারীদের ওপর চলেছিল কাঁদানো গ্রাস। এই আন্দোলন ভাঙতে পর পর টিয়ার গ্যাস। দফায় দফায় পুলিশের জল কামান কাঁদানে গ্রাস। ফোরশোর রোডে পুলিশ কে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। মহিলাদের সুরক্ষা দিতে ব্যার্থ পুলিশ। হাওড়া ব্রিজে জমায়েত আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দমানো যাচ্ছে না। সাঁতরাগাছি তে আন্দোলন রুখতে বাড়তি ফোর্স। সাঁতরাগাছি তে আন্দোলন রুখতে ...

আগামীকাল ১২ ঘন্টা বাংলা বন্ধের ডাক দিলেন শুভেন্দু অধিকারী

Image
বেবি চক্রবর্ত্তী: কলকাতা:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামীকাল পশ্চিমবঙ্গ জুড়ে বনধের ডাক দিলেন। আজ নবান্ন অভিযানের প্রেক্ষিতে হাওড়া ব্রিজ, কলেজ স্ট্রিটসহ একাধিক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীদের উপর পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাসের সেল প্রয়োগ করছে, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।শুভেন্দু অধিকারী আজ এক ঘোষণায় জানিয়েছেন, "পুলিশি আক্রমণ বন্ধ না হলে আগামীকাল গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে।" এই ঘোষণার পর, রাজ্যের বিভিন্ন স্থানে বনধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তিনি অভিযোগ করেছেন যে, পুলিশের এই পদক্ষেপ আন্দোলনকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদকে রুখতে এবং ন্যায়সঙ্গত দাবি-দাওয়াগুলিকে দমন করতে ব্যবহার করা হয়েছে। আজকের নবান্ন অভিযানে আন্দোলনকারীরা পুলিশের তৈরি ব্যারিকেড ভাঙতে গেলে, পুলিশের তরফে পাল্টা আক্রমণ শুরু হয়। জলকামান এবং কাঁদানে গ্যাসের সেল প্রয়োগ করা হয়, যা আন্দোলনকারীদের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করেছে। এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী বনধের ডাক দিয়েছেন, ওই দিন তৃণমূল ছাত্র দলের প্রতিষ্ঠা দিবস। এই বনধ্ মানা হবে ন...

মানুষকে সুস্থভাবে বাঁচার পথ

Image
হাওড়া, সমীর পাত্র: ১১ই আগস্ট ২০২৪, রবিবার, সকালে হাওড়ার সাঁকরাইলের  পোদরা জাহাজ কারখানার কাছে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনমাস ধরে চলা  এক লক্ষ  গাছ বিতরণের সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হল।  এদিন এখানে বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। শুধু তাই নয় গঙ্গা দূষন রোধে নিয়মিত কাজ করছেন তিনি।  অমাবস্যা ও পূর্নিমার সময় বিশেষ যন্ত্র দিয়ে গঙ্গার আর্বরজনা পরিস্কার করছেন তিনি ।  পরিবেশেপ্রমী হরেন পাত্র জানান, যেভাবে গরম বাড়ছে তাতে মানুষ বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীরা অতিষ্ঠ । তাই তিনি গাছ বসাচ্ছেন , এক লক্ষ বহু মূল‍্যের গাছ বিতরণ করেছেন বিনা মূল‍্যে। আগামী দিনে দু লক্ষ গাছ বিতরণ করার চিন্তা ভাবনা আছে বলে তিনি শনিবার অনুষ্ঠান শেষে জানান। রবিবার গাড়ি করে তিনি আমতা, ডোমজুর, শলপ, কোনা সহ একাধিক জায়গার বিনা মূল‍্যে গাছ বিতরণ করেন। সাল, সেগুন মেহগনি. শিশু, আম, জাম, চন্দন প্রভৃতি মূল‍্যবান গাছ তিনি বিনা মুল‍্যে বিলি করেন।

রাজ্যের বিখ্যাত বাক ও শ্রবণ বিশেষজ্ঞ হিসেবে পুরস্কৃত মো: শাহীদুল আরেফিন

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ  জন্মের পর উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষা বা সময়মতো চিকিৎসা শুরু করলে বেশিরভাগ ক্ষেত্রেই  কানে শোনা বা কথা বলার সমস্যার সমাধান সহজেই সম্ভব ।  সরকারি স্তরেও কানে শোনার বা কথা বলার সমস্যার উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। অথচ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে বলে মনে করেন চিকিৎসকরা আর এ ব্যাপারে বিনামূল্যে দীর্ঘদিন ধরে মানুষকে সচেতন করার কাজ এবং  চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে কথা বলা বা কানে শোনার  সমস্যার সমাধান  করছেন  কলকাতার এসএসকেএম হাসপাতালের  বাক ও শ্রবণ বিশেষজ্ঞ মো: শাহীদুল আরেফিন ।   তার এই কাজের জন্য এবং  সমাজের প্রতি তার এই অবাধ অবদানের জন্য "মোস্ট রিনাউন্ড অডিওলজিস্ট এন্ড স্পিচ প্যাথলজিস্ট  ইন ওয়েস্ট বেঙ্গল" সম্মানে ভূষিত করল রেসেল মিডিয়া সংস্থা।  কলকাতায় এক অনুষ্ঠানে এই  সম্মান  তুলে দেওয়া হয় তার হাতে।  এই সম্মান পেয়ে অভিভূত মো: শাহীদুল আরেফিন বলেন, প্রাথমিক পর্যায়ে এই ধরনের সমস্যা ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই সমাধান খুব সহজেই করে  তোলা যায়,  তাই মানুষের...

এই চুক্তির ফলে ভারতীয় শিশু

Image
নিজস্ব সংবাদ দাতাঃ  আমাদের দেশের প্রায় ৪৫ হাজার শিশুরোগ বিশেষজ্ঞদের সংগঠন ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স (IAP)ও কলকাতা মেট্রোপলিস অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্সের যৌথ উদ্যোগে ৩ - ৪ অগস্ট ASTHMACON 2024 অনুষ্ঠিত হল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।   শিশুদের হাঁপানি বা অ্যাজমা প্রতিরোধের পাশাপাশি এই অসুখের অত্যাধুনিক চিকিৎসা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিজ্ঞতার আদান প্রদান এই সম্মেলনের লক্ষ্য। তবে  সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হলো এই প্রথম এই সম্মেলনে ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে IAP-র একটি MOU (মেমরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষর হলো। এই চুক্তির ফলে ভারতীয় শিশু বিশেষজ্ঞরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ NHS হাসপাতালগুলিতে ৩ বছরের জন্য প্রশিক্ষণ নিতে পারবেন।  আমাদের দেশের শিশুদের আরও উন্নত মানের অত্যাধুনিক চিকিৎসা দেওয়া যাবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও NHS এর পক্ষ থেকে ডা.অমিত গুপ্তা কলকাতা মেডিক্যাল কলেজে এই চুক্তিতে স্বাক্ষর করেন. IAP-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন এই সংগঠনের প্রেসিডেন্ট ডা.জি ভি বাসব রাজা,সেক্রেটারি জেনারেল ডা. যোগেশ পারিখ এবং ট্রেজ...

কলকাতায় এমএএসি ক্রিয়েটরস উৎসব আয়োজন করেন।

Image
 শুভ ঘোষ,  কলকাতা ৩ আগস্ট ২০২৪ এমএএসি, হাই-এন্ড ৩ডি অ্যানিমেশন,গেমিং এবং ভিএফএক্স প্রশিক্ষণের একটি প্রিমিয়ার ইনস্টিটিউট একটি অনুষ্ঠান "এমএএসি ক্রিয়েটরস উৎসব"-এরএই ক্ষমতায়নের লক্ষ্যে এবং এভিজিসি (অ্যানিমেশন,ভিএফএক্স,গেমিং এবং কমিক্স) শিল্পের মধ্যে প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি এবং প্রতিশ্রুতিশীল কর্মজীবনের পথ সম্পর্কে শিক্ষার্থীদের আলোকিত করা।এমএএসি ক্রিয়েটরস উৎসব সকাল ১১:০০ টায় শুরু হয় এবং কলকাতার মহাজাতি সদনে অডিটোরিয়ামে হয়৷ "আমরা এমএএসি ক্রিয়েটরস উৎসব আয়োজন একটি ইভেন্ট যা পরবর্তী প্রজন্মের সৃজনশীল মনকে ক্ষমতায়ন ও অনুপ্রাণিত করার জন্য ডিজাইন করা হয়েছে,এমএএসি গিরিশ পার্ক, কলকাতার পরিচালক শ্রী সন্দীপ সাহা উৎসাহিত৷উপলক্ষটি শুধুমাত্র এমএএসি-এর অত্যাধুনিক শিক্ষা “এই প্রথমবার আমরা সহযোগিতা এমএএসি ছাত্রদের জন্য MAACXimise শেখার সুযোগের জন্য তিনটি কেন্দ্রকে একত্রিত করেছি,কলকাতার এমএএসি বেহালা এবং ডানলপের পরিচালক শচীন সিং বলেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সম্মানিত অতিথি বক্তা রজত ওঝা, গ্যামিট্রনিক্সের সিইও, শ্রী কবির ভার্মা, TWDS/লুকাসফিল্ম- ILM প্রোডাকশন-এর CG সুপারভাই...

প্রথম ক্রিক ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ চলার পথে

Image
কোলকাতার, শুভ ঘোষ- ২রা অগাস্ট ২০২৪ তারিখে কলকাতা প্রেসক্লাবে পশ্চিমবঙ্গের ইকো ক্রিক ও পৈলান স্পোর্টস সৌজন্যে প্রথম ক্রিক ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ চলার পথে সিসিএফসি শুরু করে।৬৪ জনের টিম নিয়ে শুরু হবে ১৫ ই আগস্ট থেকে ৮ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মোহনবাগান রত্ন মাননীয় গৌতম সরকার,ভারতীয় ফুটবল টিমের প্রাক্তন ক্যাপ্টেন ভাস্কর গাঙ্গুলী, মিহির বোস,বিকাশ পাঞ্জি,বিশেষ অতিথি পৈলান গ্রুপের কর্ণধার অপূর্ব সাহা,বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী ।