Posts

সাধারণ ও দাবিদারহীন শবদেহের দাহোত্তর আত্মার শান্তি কামনায় তর্পণ করল হিন্দু সৎকার সমিতি

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,  কোলকাতা (১৪ অক্টোবর '২৩):- মহালয়ার পবিত্র তিথিতে কোলকাতার নিমতলা শ্মশান সংলগ্ন শ্রী শ্রী ভূতনাথ মন্দির প্রাঙ্গণে দরিদ্র, নির্ব্বান্ধব, নিরাশ্রয়, নিরাত্মীয় দাবীদারহীন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বিদেহী আত্মার শান্তি কামনায় যথাবিহিত শাস্ত্রানুযায়ী 'পিতৃতর্পণ' করল 'হিন্দু সৎকার সমিতি'। প্রসঙ্গত বলে রাখা ভালো, কোলকাতার বুকে 'হিন্দু সৎকার সমিতি'-ই একমাত্র প্রতিষ্ঠান যারা বেওয়ারিশ শবদেহ আইন সম্মত ভাবে সৎকার করার অধিকার অর্জন করেছে। 'তর্পণ' অনুষ্ঠানকে উপলক্ষ্য করে হিন্দু সৎকার সমিতির সাধারণ সম্পাদক সন্দীপ মুখার্জি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "অন্যান্য বছরের মতো এই বছরেও শ্রী শ্রী ভূতনাথ মন্দির প্রাঙ্গণে দাবিদারহীন শবদেহের আত্মার শান্তি কামনায় 'পিতৃতর্পণ' করল "হিন্দু সৎকার সমিতি।" অপরদিকে 'হিন্দু সৎকার সমিতি'-র অছি পরিষদের অন্যতম সদস্য সঞ্জয় রায় বলেছেন, "১৯৩২ সাল থেকেই জনহিতার্থে কাজ করে আসছে হিন্দু সৎকার সমিতি। কোরোনা মহামারির সময় ১৪০০ কোরোনা আক্রান্ত শবদেহ সহ অগণিত দাবিদারহীন শবদেহের সৎকার করেছিল ...

অন্য কারো জন্য

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,   দুর্গাপূজা উপলক্ষে সংকল্প টুডে কলকাতার রেড লাইট এরিয়া সোনাগাছির দরবার মহিলা সমন্বয় কমিটির কার্যালয়ে দুই থেকে ষোল বছর বয়সী ছেলে-মেয়েদের নতুন জামা-কাপড় দিয়ে দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। এই কর্মসূচিতে সংগঠনের সেক্রেটারি ইমতিয়াজ ভারতীয় বলেন যে আমাদের সংস্থার সহায়তায় দরবার মহিলা সমন্বয় কমিটিতে একটি লিগ্যাল এইড ক্লিনিক পরিচালিত হয়, যার অধীনে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সভাপতি ডাঃ সিপি ভার্মা। মহেন্দ্র সিংহানিয়া।সুজিত জয়সওয়াল, সরফরাজ আহমেদ, বান্টি খান, ছোটু প্রমুখ।      

ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে হয়ে গেল ডাব্লু বি এস সি এস টি ই এ-র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

  নিজস্ব প্রতিনিধিঃ কোলকাতা, সুক্রাবার,  ৬ অক্টোবর '২০২৩):- 'পশ্চিমবঙ্গ তফশীলি জাতি ও উপজাতি কর্মচারী সমিতি (বাণিজ্যকর বিভাগ)' -র দ্বাদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হল 'কোলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল'-এ।  সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব (প্রশাসন) বিভাগের বিশেষ আয়োগ শর্মিষ্ঠা রায়। পরে 'ডাব্লু বি এস সি এস টি ই এ'-র শারদীয়া সংখ্যা 'নির্ণয়'-এর উন্মোচন করেন কবি অরুণকুমার চক্রবর্তী। ডাব্লু বি এস সি এস টি ই এ'-এর সভাপতি অরুণকুমার মণ্ডল এবং সম্পাদক পিন্টু মণ্ডল সাংবাদিকদের জানিয়েছেন, "সান্ধ্য অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠসঙ্গীত শিল্পী পৌষালী ব্যানার্জি, অপরদিকে বিমল বন্দ্যোপাধ্যায়-এর কাহিনী অবলম্বনে বাণিজ্য কর বিভাগের কর্মচারীদের পরিবেশনায় এবং বিশ্বনাথ বসুর নির্দেশনায় আজ মঞ্চস্থ হবে নাটক 'একটি অবাস্তব নাটক'।"

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অংশগ্রহণকারী- ছাত্ররা

আমাদের তরুণ বিজ্ঞানীদের কৌতূহল এবং চতুরতা আবরণে আমাদের সাথে যোগ দিন কারণ তারা তাদের প্রকল্প এবং পরীক্ষাগুলি উপস্থাপন করে। এই প্রদর্শনী আমাদের ছাত্রদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের সাক্ষ্য, যারা পদার্থবিজ্ঞানের আকর্ষণীয় বিশ্বের বিভিন্ন দিক অন্বেষণ করেছে। ভারতে এবং বিশ্বব্যাপী STEM শিক্ষার ক্রমবর্ধমান চাহিদা স্বীকার করা অপরিহার্য। কম্পিউটার বিজ্ঞান এবং রোবোটিক্সের সাথে পদার্থবিদ্যার অধ্যয়ন বৈজ্ঞানিক আবিষ্কার এবং প্রযুক্তিগত অগ্রগতির কেন্দ্রবিন্দুতে। সামনের বছরগুলিতে, পদার্থবিজ্ঞানের ক্যারিয়ারগুলি উচ্চ চাহিদার মধ্যে থাকবে, কোয়ান্টাম কম্পিউটিং, পুনর্নবীকরণযোগ্য শক্তি, মহাকাশ অনুসন্ধান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে বিভিন্ন সুযোগ প্রদান করবে। মহাকাশ অনুসন্ধানের কথা বললে, চাঁদে ভারতের মিশন, চন্দ্রযান-3, বৈজ্ঞানিক উৎকর্ষের প্রতি আমাদের দেশের প্রতিশ্রুতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। ISRO- এর নেতৃত্বে এই মিশনটি কেবল আমাদের প্রযুক্তিগত দক্ষতাই প্রদর্শন করেনি বরং মহাকাশ বিজ্ঞান এবং অন্বেষণে অগণিত তরুণ মনের আগ্রহকেও জাগিয়ে তুলেছে। Exoergic 2023 শুধুমাত্র একটি প্রদর্শনী নয়; এট...

কোভিডের পর বাড়ছে মানসিক অবসাদ,সমাধান দিলেন চিকিৎসকরা

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ কলকাতা, শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক রোগ সম্পর্কে সচেতনতার অভাব ও পারিবারিক অবহেলার কারণে প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয়। তাই মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১০ অক্টোবর পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। ১৯৯২ সাল থেকে কিছু দেশ এই দিন থেকেই মানসিক রোগ সচেতনতা সপ্তাহ পালন করে। এবছর মানসিক স্বাস্থ্য দিবসের মূল বিষয় হলো 'মানসিক স্বাস্থ্য হল সার্বজনীন মানবিক অধিকার । । সারা বিশ্বের মতো এ রাজ্যও দিনটি পালিত হচ্ছে সরকারি ও বেসরকারি উদ্যোগে। কলকাতার যোধপুর পার্কের মিরাকেল ইনস্টিটিউট অফ সাইক্রিয়াটিতে পালিত হয় 'কলকাতা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস সিম্পোজিয়াম।' যেখানে রাজ্য স্বাস্থ্য দপ্তরের মানসিক স্বাস্থ্য বিষয়ের উপদেষ্টা ও এস এস কে এম হাসপাতালের ইন্সটিটিউট অফ সাইকিয়াট্রির প্রাক্তন অধিকর্তা ডাক্তার  প্রদীপ কুমার সাহা বলেন, 'করোনা পরবর্তী সময়ে সারা বিশ্ব জুড়ে মানসিক অবসাদে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। আগে যেখানে ৪০ সেকেন্ডে একজন করে আত্মহত্যা করত ,কোভিড পরবর্তী সময়ে ৩৪ সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্...

কালনাগিনী নদীতে মহিলাদের তর্পণ

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ কলকাতা,  ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত দক্ষিণ ২৪ পরগনার মন্মথপুর প্রণব  মন্দিরের উদ্যোগে মহালয়ার দিন মহিলাদের নিয়ে বিশেষ তর্পণ অনুষ্ঠিত হলো কালনাগিনী নদীবক্ষে। দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রামপঞ্চায়েতের কুমারপুর গ্রামের শক্তি শংকর জিউর মন্দিরের সন্নিকটে এই অভিনব তর্পণ অনুষ্ঠানে অংশ নেন স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের কয়েকশো মহিলা। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৮তম আবির্ভাব বর্ষ উপলক্ষ্যে ১২৮টি সধবা মায়ের হাতে আলতা ও সিঁদুর তুলে দেওয়া হয় মন্মথপুর প্রণব মন্দিরের পক্ষ থেকে। ছোট ছেলেমেয়েরা মহিষাসুরও মর্দিনী অনুষ্ঠান পরিবেশন করে।

বাসমতী চালের ন্যুনতম রপ্তানী মুল্য বাড়ায় বিপাকে চাষীরা

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ কলকাতা,  সম্পতি কেন্দ্রীয় সরকার বাসমতি চাল বিদেশে রপ্তানীর ক্ষেত্রে ন্যুনতম রপ্তানী মুল্য বাড়িয়েছে। পাশাপাশি নন বাসমতি সিদ্ধ চালের উপর ২০ শতাংশ রপ্তানী কর বাড়ানো হয়েছে এবং আতপ চাল রপ্তানীর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে প্রায় আশি শতাংশ চাল রপ্তানী বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন  চাল রপ্তানীকারক সংস্থাগুলি। এ উপলক্ষে ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার ফেডারেশনের উদ্যোগে কলকাতায় চাল রপ্তানীকারক সংস্থার প্রতিনীধিদের নিয়ে এক আলোচনা সভায় আয়োজন করা হয়।   আলোচনার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি এই সুগন্ধী চাল বিদেশে রপ্তানীর ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।  ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার ফেডারেশানের  জাতীয় সভাপতি ডঃ প্রেম গর্গ বলেন, তিনি কয়েকদিন আগেই কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েলের কাছে বাসমতি চালের ন্যুনতম রপ্তানী মুল্য প্রতি কুইন্টাল ১২০০ মার্কিন ডলার থেকে কমিয়ে আনার আবেদন করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন তা কমিয়ে ৮৫০ করা হবে। কিন্তু তা করা হয়নি। এর ফলে   চাল রপ্তানীর ক্ষেত্রে তারা নানা স...