বাংলাদেশ মহেশখালিতে ইসলোক এর উদ্যোগে

নিজস্ব সংবাদ দাতাঃ ঢাকা, শুক্রবার, ৩০শে, জুন, ২০২৩’ ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ (ইসলোক) কর্তৃক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার নামাঙ্কিত মঠ- মন্দির, মিশন, আশ্রম- সেবাশ্রম ও লোকনাথগত প্রাণ ভক্তদের সাথে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আদর্শ, কর্ম, বাবার মহাবানী ও বাবার মহানাম প্রচারের কার্যক্রমের অংশ স্বরূপ মতবিনিময় সভার আয়োজন কল্পে গতকাল ২৩ জুন ২০২৩ শুক্রবার সকসল ১১ ঘটিকায় দেবাদি দেব মহাদেবের মহাতীর্থ "আদিনাথ" মন্দিরের পাদদেশে অবস্থিত ""কেন্দ্রীয় শ্রীশ্রী লোকনাথ ধাম, আদিনাথ ঠাকুরতলা, মহেশখালী, কক্সবাজারস্থ"" লোকনাথ মন্দিরে ইসলোকের সাথে এক মত বিনিময় সভা অনুস্টিত হয়। কেন্দ্রীয় শ্রীশ্রী লোকনাথ ধাম, আদিনাথ ঠাকুরতলা, মহেশখালী, কক্সবাজার এর পরিচালনা পরিষদের সভাপতি শ্রী পবন কান্তি দে'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ কুমার দে'র পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলোক কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব লায়ন প্রকৌশলী দীপংকর দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২০০ বছর পুর্তি উ...