Posts

সংবাদপত্র বিক্রেতাদের করোনা যোদ্ধা সম্মান

Image
  সুপ্রকাশ   চক্রবর্তীঃ  পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য সংবাদ পত্র এই সময় ও টাইমস ওফ ইন্ডিয়ার উদ্যোগে  করোনা যোদ্ধা সংবাদপত্র বিক্রেতাদের সম্বর্ধনা দেওয়া হল  হল হুগলি জেলার একোয়া মেরিনা পার্কে।  শনিবার সকাল সাড়ে ১১ টা থেকে দিনভোর চলে এই অনুষ্ঠান। সেখানে হাওড়া ও হুগলি জেলা থেকে  ৭০ জন সংবাদপত্র ডিলার অংশগ্রহন করেন। তারা কোভিড কালে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দিয়েছেন সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এর পাশাপাশি জেলায় সংবাদপত্রের বিক্রি বাড়াতে স্থানীয় সংবাদ বেশি করে প্রকাশের দাবী জানান। এদিনের অনুষ্ঠানে সংবাদপত্র ডিলারদের করোনা যোদ্ধা হিসাবে মেডেল ও সংসাপত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয় এইসময় ও টাইমস অফ ইন্ডয়ার পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সময় সংবাদ পত্রের সম্পাদক হিরক বন্দোপাধ্যায়,ফুটবলার সত্যজিত চ্যাটার্জী,  টাইমস অফ ইন্ডিয়ার পুর্বাঞ্চলিয় সাখার ব্রাঞ্চ হেড এবং টাইমস অফ ইন্ডিয়ার জোনাল হেড অর্নব চ্যাটার্জী,  হিরক বন্দোপাধ্যায় বলেন, করোনা কালে সংবাদপত্র বিক্রেতারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তা খুবই প্রশংস...

মাত্র কদিন বাকি

Image
  শুভ ঘোষঃ ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আগামী ২৮ শে ফেব্রুয়ারি বিকেল ৩.৩০ মিনিট সেন্ট্রাল পার্ক মেলাপ্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠান।  কলকাতার নামি হোটেলে হয়ে গেলো ত্বিতীয় সাংবাদিক সম্মেলন আন্তর্জাতিক এই বইমেলার সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে নতুন বুক ফেয়ার শুভ শুভ সূচনা হবে। উপস্থিত থাকবেন বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী মাননীয় কে এম খালিদ, এম. পি. বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতি সেলিনা হোসেন এছাড়া থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীবর্গ এবং বিভিন্ন কবি সাহিত্যিক ও অন্যান্য গুণীজন  এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশেষত্ব প্রায় ৬০০ স্টল এবং ২০০ লিটিল ম্যাগাজিন ৯টি তোরণ বইমেলা দুটি হল হচ্ছে সুভাষচন্দ্র বসু ও ঋষি অরবিন্দের নামে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন হবে কবি সম্পাদক শম্ভু রক্ষিতও প্রভাত নামে  থাকছে প্রেস কর্নার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের মুক্ত মঞ্চ ।  এই মেলায় প্রতিদিন লটারি হব...

লোহা গেট থেকে

Image
বলরাম বোসঃ  কামারহাটি বামফ্রন্টের পক্ষ থেকে আজ বিকালে নির্বাচনের শেষ লগ্নে এক থেকে সাত নম্বর ওয়ার্ড সাতখানা প্রার্থী কে নিয়ে মিছিল করলেন মোহাম্মদ সেলিম সিপিআইএম পলিটব্যুরোর সদস্য এছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ও প্রাক্তন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সায়ন দ্বীপ সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও প্রাক্তন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানষ মুখার্জি কামারহাটি চারমাথা মোড় লোহা গেট থেকে মিছিল শুরু হয় সাতখানা ওয়ার্ডের বিভিন্ন জনবহুল অঞ্চল ঘুরে কামারহাটি গ্রাম রোডে পাঁচমাথা মোড়ে এই মিছিল শেষ হয়।

বরানগর রবীন্দ্রভবন সভাঘরে

Image
শুভ ঘোষঃ কলকাতা,  বরানগর রবীন্দ্রভবন সভাঘরে সম্প্রতি হয়ে গেল কে আর এ মিউজিক প্রোডাকশন এর এক সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিভিন্ন সংগিত জগতের সম্মানিয় ব্যক্তিগন। গান ও নিত্য অন্যান্য পারফরম্যান্স এর দ্বারা এক আনন্দময় সন্ধ্যা আলোকিত হয়। উপস্থিত ছিলেন কেআরএ মিউজিক প্রোকাশন এর কর্নধর কৃষ্ণেন্দু রাজ আচার্য ও ঐন্দ্রিলা সাহা। সেই সঙ্গে কিছু ছোটো বাচ্চাদের ও দুস্থ ছেলেমেয়েদের হাতে তুলে দেন বস্ত্র। 

ভাষা ভবনে

Image
শুভ ঘোষঃ কলকাতা,  আলিপুর ভারতীয় জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে কে.এফ.মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে (মাসেই উল মুলক হাকিম আজমল খানের ১৫৪ তম জন্ম দিবস পালন) করা হয়। অনুষ্ঠানের মূল বিষয় ছিল রাজ্যের বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসক দের (কে.এফ.মেমোরিয়াল ট্রাস্টের) বিশেষ সম্মানে সম্মানিত করা হয় অনুষ্ঠানের বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বলিউড ও টলিউডের বিশিষ্ট অভিনেতা জনাব রাজা মুরাদ মহাশয় এছাড়া  বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মুসলিম মাইনোরটি সেলের মোঃ গোলাম রব্বানী, বিধায়ক রুকবানুর রহমান চিপগেস্ট  প্রাক্তন এমপি রাজ্য সভার,আহমেদ হোসেন ইমরান, শ্রীমতি সাজদা আহমেদ, ডাক্তার এম এ কাশেম ৭কমিটির সদস্য চেয়ারম্যান,  কলকাতা কর্পোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের পৌর মাতা নিবেদিতা শর্মা এছাড়াও সমাজের অনেক গুণী জন উপস্থিত ছিলেন  এই অনুষ্ঠানে বিভিন্ন প্রোডাক্ট নিয়েও আলোচনা হয়।

যা বলছেন মিথ্যা বলছেন, নজর ঘোরাতে বলছেন।

  সঞ্জয় রায়চৌধুরীঃ কলকাতা , সাংবাদিক সম্মেলন করে জানালেন কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বামেদের সাথে আমাদের নীতিগত লড়াই আছে। এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য টিএমসির জন্ম। বিভিন্ন ইস্যুতে মত পার্থক্য থাকলেও বিজেপি ধর্মের নামে যে ভেদাভেদ করছে সেটাকে আমরা মানিনা। বামেদের হাতে রাজ্য নিরাপদ নয়৷ কিন্তু যারা ধর্মের ভিত্তিতে সামাজিক ভাগ করে তাদের হাতে শাসক-বিরোধী কেউ সুরক্ষিত নয়। বিজেপি চতুর্থ হলে আমরা আরও খুশি হব। বাংলার স্বার্থে, দেশের স্বার্থে বিজেপির চতুর্থ হওয়া ভালো। বাংলার মানুষকে ধন্যবাদ। তারা বিপুল সমর্থন জানিয়েছেন। পাশাপাশি এটা প্রমাণ করে দিয়েছেন বাংলার মানুষ রাজ্যের যে কাজ চলছে যে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে তাতে পূর্ণ আস্থা রেখেছেন। বিজেপিকে বিভ্রান্ত হয়ে কিছু মানুষ ভোট দিয়েছিলেন। তারাও আজ বুঝতে পারছেন। পুরোদস্তুর টিএমসির ওপর আস্থা রেখেছেন। বিজেপির অবস্থা খুব খারাপ। প্রথম ও দ্বিতীয় ফারাক অনেক৷ দ্বিতীয় ও তৃতীয় লড়াইয়ে দুই জায়গায় বামেরা এগিয়ে গেছে। আসলে মানুষের আস্থা বেড়েছে। আগামী দিনে মানুষের ভরসা থাকুক এই ধারা অব্যাহত রাখার জন্য। ১০০% মানুষ উপকার পেয়েছেন। আমরা ৯০% ভোট...

প্রতিবাদী মিছিল

Image
সঞ্জয় রায়চৌধুরীঃ কলকাতা , মধ্য কলকাতা র সেন্ট্রাল ডেপুটি কমিশনার এর অফিসের সামনে আর বিজেপির উত্তর কলকাতার বিজেপির পক্ষ থেকে ভোটের আইনশৃঙ্খলার অবনতি ও পুলিশের দল দাসে পরিণত হওয়ার  বিরুদ্ধে বিজেপির ডিসি সেন্ট্রাল অফিস ঘেরাও কল্যান চৌবে সজল ঘোষ সহ অন্যান্য নেতা নেতৃবৃন্দ এবং স্মারকলিপি জমা দিলেন সাত সদস্যের একটি দল।  কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অদূরে জমায়েত করে ওখান থেকে মিছিল নিয়ে উত্তর কলকাতার বিজেপি নেতৃত্ব কল্যান চৌবে বেশ কিছু সমর্থক নিয়ে হাজির হন সেন্ট্রাল ডেপুটি কমিশনার অফিসের সামনে পুলিশের বাধায় রাস্তায় দাঁড়িয়ে থাকে প্রতিবাদী মিছিল এরপর সাত সদস্যের দল কমিশনের অফিস এর কাছে স্মারকলিপি প্রদান করেন এরপর বিক্ষোভ মিছিল আরম্ভ হয়।