Posts

Showing posts from April, 2024

স্বামী গীতানন্দজী মহারাজের জন্ম শতবর্ষের সমাপ্তি উৎসব :-

Image
বেবি চক্রবর্ত্তী, বালিগঞ্জ, রবিবার, ১৪  এপ্রিল,  ২০২৪ স্বামী গীতানন্দ বার্থ সেন্টেনারি সোসাইটির উদ্যোগে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের  সহাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গীতানন্দজী মহারাজের জন্ম শতবর্ষ সমাপ্তি উৎসব অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপার্কে। এই অনুষ্ঠানের সম্পাদক ছিলেন প্রফেসর ডাঃ কল্পনা সরকার এবং সভাপতি ছিলেন ডাঃ গৌড় দাস।  স্বামী গীতানন্দজীর আধ্যাত্মিক জীবন, তাঁর দীর্ঘ কর্মজীবন সাথে সাথে অধ্যাত্ম সাহিত্যে তাঁর অবদানের স্মৃতি চারণা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের বিশিষ্ট সন্ন্যাসীরা ও সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ, কাশীপুরের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমদ স্বামী দিব্যানন্দজী মহারাজ,  রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসম্পাদকদ্বয় পূজনীয় স্বামী বলভদ্রানন্দজী মহারাজ ও পূজনীয় স্বামী বোধসারানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের  স্বামী শাস্ত্রজ্ঞানন্দজী মহারাজ, স্বামী দেবত্বানন্দজী মহারাজ, প্রাক্তন রাজ্যপাল শ্রীশ্যামল কুমার সেন ও বিশ্বভারতীর প্রাক্তন

১৩২৭ সালে চৈত্র মাসে

Image
নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা আশ্রী অনুদা ঠাকুর কর্তৃক আদ্যামা প্রাপ্তির ১১০ তম বর্ষ উপলক্ষে   রবিবার, ১৭ই এপ্রিল ২০২৪ রামনবমী শুভ সন্ধিক্ষণ কলকাতার দক্ষিণেশ্বর আদ্যাপীঠে তিথি নক্ষত্র মেনে নটমন্দির মিলনায়তনে দেবী আদ্যামার পবিত্র আবির্ভাব উপলক্ষে।  অনুযায়ী বাসন্তী পূজা ও রামনবমীর দিনে আদ্যামায়ের ছোট্ট কন্যারূপের পূজো হেতু প্রতিবছরের মত এ বছরও কুমারী পূজার আয়োজন করা হয়। আদ্যাপীঠের এই বিশেষ অনুষ্ঠানটি জনসম্মুখে তুলে ধরার উদ্দেশ্যে একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এখানে প্রায় ২০০০ এর মত শিশু কন্যা অংশগ্রহণ করে। এই দিনে প্রায় ২০০০ ছোট মেয়েকে কুমারী আদ্যামা রূপে পূজা করা বঙ্গদেশের চট্টগ্রাম জেলার গুজরা গ্রামে ১৩২৭ সালে চৈত্র মাসে অন্নদাচরণ ঠাকুরের সৌজন্যে এই কুমারী পুজো প্রথম শুরু হয়। তিনি ২৮ টি আসন ২৮টি পুজোর থালা ২৮টি কুমারীকে পুজো করেন।

ভোট প্রচারের ক্ষেত্রে দাবদাহ কেও হার মানিয়ে

Image
সুকন্যা মজুমদারঃ  চাঁদি ফাটা রোদ্দুর কে উপেক্ষা করেই চলছে ভোটের প্রচার। কখন পুজো দিয়ে, কখন স্বেচ্ছায় জল দান করেই জনসংযোগ সারছেন প্রার্থীরা। মথুরাপুর পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী বাপী হালদার, ভোট প্রচারের ক্ষেত্রে দাবদাহ কেও হার মানিয়ে এলাকাবাসীর চাহিদা, অনুযোগ শুনছেন নিয়ম করে।সকাল ৮:৩০ টায় বাড়ী থেকে বেরিয়ে স্থানীয় শিব মন্দিরে মঙ্গল কামনা করে প্রচারে বেরন। সঙ্গী এলাকার বিধায়ক এবং দলীয় সমর্থক ভাইয়েরা।  এলাকাবাসীর সমস্ত প্রয়োজনীয় দাবি মেটানই তাঁর এক মাত্র কাজ, এমনই পোন তাঁর। এলকায় উপকারী বলেই পরিচিত বাপী হালদার।  তাকে প্রচারে দেখে স্থানীয় বাসিন্দারা উল্লাসে মেতে ওঠেন তাঁকে মালা পরিয়ে আমন্ত্রণ জানান, বাপী হালদার প্রসাদি বাতাসা বিলি করেন সকলের মধ্যে। এলাকাবাসীর অভিযোগ শুনে আশ্বস্থ করেন রাস্তা, পানীয় জলের চাহিদা খুব শীঘ্রই মেটানোর ব্যাবস্থা করা হচ্ছে,                   সকলকে শান্তিপূর্ন ভোট দানে আমন্ত্রণ জানিয়ে তিনি প্রচার শেষ করেন প্রার্থী বাপী হালদার।  

অনুবাদ পত্রিকার 'জীবনকৃতি সারস্বত সম্মান' ও 'সোনালী ঘোষাল সারস্বত সম্মান'

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ  বাংলা সাহিত্যের এক অনন্য ধারার নাম অনুবাদ সাহিত্য। বিশ্বের বিভিন্ন ভাষায় রচিত গল্প, কবিতা ও প্রবন্ধ নিজের ভাষায় অনুবাদ করে যে সাহিত্য সৃষ্টি হয় সেই ‘অনুবাদ সাহিত্যের’ কদর আজও সমান গুরুত্বের।  এই ভিন্নধারার সাহিত্য সৃষ্টির জন্য এবার এ রাজ্যের অনুবাদকদের সম্মানিত করল ১৯৭৫ সাল থেকে প্রকাশিত বাংলা ভাষায় রচিত একমাত্র পত্রিকা ‘অনুবাদ পত্রিকা’৷ এই পত্রিকার পথ চলা শুরু হয়েছিল বৈশম্পায়ন ঘোষাল ও তাঁর স্ত্রী সোনালী ঘোষালের হাত ধরে। সম্প্রতি প্রয়াত হয়েছেন তাঁরা। এখন কন্যা বিতস্তা ঘোষাল এই পত্রিকার সম্পাদনা করে চলেছেন। পত্রিকার ৫০ বছর উপলক্ষে বিধাননগরের   'ঐকতান' অডিটোরিয়ামে  অনুষ্ঠিত হল ভাষা সংসদ ও অনুবাদ পত্রিকা আয়োজিত 'জীবনকৃতি সারস্বত সম্মান' ও 'সোনালী ঘোষাল স্মৃতি সারস্বত সম্মান' প্রদান অনুষ্ঠান।    ‘জীবনকৃতি সারস্বত সম্মান’ প্রদান করা হয় বিশিষ্ট অনুবাদক   নীলাঞ্জন চট্টোপাধ্যায়, বিপ্লব বিশ্বাস ও অনুরাধা মহাপাত্রকে। ‘সোনালী ঘোষাল স্মৃতি সারস্বত সম্মান’ পান শ্যামল ভট্টাচার্য, নন্দিতা ভট্টাচার্য, সুদীপ্ত চট্টোপাধ্যায়, মায়া সিদ্ধান্ত(পত্রিকা সম্পা

ঘটা করে মোদী পুজো কলকাতায়,পুজো করলেন মহিলা মডেলরা

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ  মেয়েদের নানা ফ্যাশনেবল পোশাক বা মিনিস্কার্ট নিয়ে  আজকাল অনেকেই সমালোচনা করে থাকেন। অথচ কয়েক হাজার বছর আগে তৈরি কোনারকের মূর্তিতেও এই মিনিস্কার্ট পরিহিতা নারীমূর্তির নিদর্শন পাওয়া যায়। অর্থাৎ কয়েক হাজার বছর আগেও ফ্যাশন সম্পর্কে মূর্তিকারদের মধ্যেও যথেষ্ট জ্ঞান ছিল। আজ ভারত সারা বিশ্বের ফ্যাশনের দুনিয়ায় এগিয়ে যাচ্ছে। সম্প্রতি এক  অনুষ্ঠানে এই মন্তব্য করে ভারতীয় ফ্যাশন কে স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  আর তাতেই খুশি ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত ছেলেমেয়েরা। তারা অনেকেই প্রধানমন্ত্রীকে শুধু ধন্যবাদ দিয়েই ক্ষান্ত থেকেছেন তা নয়, কেউ কেউ প্রধানমন্ত্রীকে ফ্যাশন দুনিয়ার গুরু মেনে তাঁর পুজো শুরু করে দিয়েছেন তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে। রীতিমতো মতো ষোড়শোপচারে  প্রধানমন্ত্রীর ছবি সামনে রেখে ফ্যাশানের পোশাকে ফুল, ফল,মিষ্টি ও নৈবেদ্য সাজিয়ে ‘গুরু’ হিসাবে প্রধানমন্ত্রীকে পুজো ও আরতি করলেন কলকাতার দুই মডেল হেমশ্রী ভদ্র ও সন্নতি মিত্র। কলকাতায় মডেলদের উদোগে এই ‘মোদী পুজো’ দেখতে উপস্থিত ছিলেন অন্য উঠতি মডেলরাও। হেমশ্রী জানান, তার কাছে এটা শুধু নরেন্দ্র মোদীর জয়

মালদার ঘাকশোলে ভারত সেবাশ্রম সঙ্ঘের নতুন মন্দির

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ  ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা শিবাবতার যুগাচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ ১৯৪০সালে উত্তরবঙ্গে বিশাল হিন্দু মহাসভা করেন। তাতে কয়েক হাজার নরনারী গুরুমহারাজের কৃপাশীর্বাদ লাভ পেয়ে ধন্য হন। ধীরে ধীরে সঙ্ঘের অকুন্ঠ আশীর্বাদে এখানকার বিভিন্ন নিম্ন শ্রেণীর গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়ান ভারত সেবাশ্রম সঙ্ঘ। তার মধ্যে অন্যতম ছিলেন পূজনীয় স্বামী প্রজ্ঞানন্দজী মহারাজ, শ্রদ্ধেয় স্বামী হিরন্ময়ানন্দজী মহারাজ। এনাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ জনগণের সেবার্থে আজ সারা উত্তরবঙ্গে কয়েক শত সঙ্ঘের শাখা প্রশাখা নির্মিত হয়েছে। মালদা জেলার ঘাকশোলে  সঙ্ঘের বিশাল কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয়। তখনকার সময় এটি ছিল মুখ্য আদিবাসী কল্যাণকেন্দ্র। এখানে বসে সারা উত্তরবঙ্গের সেবামূলক কার্য সুসম্পন্ন হতো। সেখানেই  নবনির্মিত মন্দিরের দ্বারোদঘাটন করলেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ।  এই অনুষ্ঠানে ভারতের বিভিন্ন শাখা প্রশাখা থেকে আগত সন্ন্যাসী ব্রহ্মচারী ও প্রচুর ধর্মপ্রেমী নরনারী উপস্থিত ছিলেন।  সমগ্র অনুষ্ঠানটি ঘাকশোল আশ্রম সঞ্চালক স্বামী বৈবস্বতানন্দজী মহারাজ সুন্দর ও সুষ্ঠুভাবে পর

বিশ্বের নামি স্বাস্থ্য বিশেষজ্ঞরা,

  শুভ ঘোষঃ   ৬ই এপ্রিল ২০২৪ কলকাতা নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার কাহকানের পক্ষ থেকে একটি হেল্থকেয়ারের অনুষ্ঠানের আয়োজন করা হয়,অনুষ্ঠানটি জনসম্মুখে তুলে ধরার উদ্দেশ্যে একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়,এই অনুষ্ঠানে বিশ্বের নামি স্বাস্থ্য বিশেষজ্ঞরা, গবেষকরা,শিক্ষিত ব্যক্তিরা একই তোলায় উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল মাননীয় ডক্টর সি,ভি,আনন্দ বোস,কাহোর প্রেসিডেন্ট ডঃ বিজয় আগরওয়াল,লালু জোসেফ সেক্রেটারি জেনারেল,চার্নক্ক্য হসপিটাল ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত শর্মা, সি কে বিড়লা হসপিটাল সি,ই,ও মিস্টার সমোব্রত রায়,সি,এম,সি ভেলোর ম্যানেজার রূপক বড়ুয়াউপস্থিত ছিলেন। 

প্রায় ৩০,০০০ গাড়ি ক্যাব সংস্থাগুলোতে

Image
নিজস্ব সংবাদ দাতাঃ ২০০৮ সালের পর থেকে সরকারি অফিসে চলা গাড়ি গুলোর কোন ভাড়া সরকার বাড়ায়নি , ২০১১ সালে  তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে তারপর আজকে প্রায় ১৩ বছর হয়ে গেল এখনো কোনো ভাড়া বাড়াইনি  সাথে ক্যাব গাড়ি মেইনলি ওলা ওবের ইনড্রাইভে চলা গাড়ি গুলো সমস্যা ও অনেক ,  সেইগুলো নিয়েও সরকার কোন দৃষ্টি আকর্ষণ করছে না প্রায় ৩০,০০০ গাড়ি ক্যাব  সংস্থাগুলোতে চলছে তাতে সারা বাংলায় সমস্ত কমার্শিয়াল প্যাসেঞ্জার  গাড়ি মিলিয়ে সংখ্যাটা প্রায় দ্বিগুণ  ওলাওবের কোম্পানি ভাড়া র থেকে 30% কমিশন কেটে নিচ্ছে  ক্যাব আগ্রিকেটর  রুলস অনুযায়ী ভাড়া দিচ্ছে না  যেকোনো মুহূর্তে আইডি ব্লক করে দিচ্ছে ভাড়া সঠিকভাবে না পাওয়ার জন্য প্রচুর গাড়ি বসে গেছে তার জন্য এখন দেখবে ওলা উবের এ অনেক wait করার  গাড়ি পাওয়া যায়  সরকার কোন ভাবেই এই সমস্যার সমাধান করছে না আমাদের নিয়ে এক বছর আগে মিটিং এ বসেছিল । সরকার বলেছিল ক্যাব  কোম্পানিগুলোর কলকাতায় অফিস রাখতে হবে  কিন্তু কারোরই অফিস নেই কলকাতায়  এই সরকার এইভাবে চলতে থাকে ,  গাড়ির মালিকদের তাদের পরিবারদেরকে যদি সরকার না দেখে তাহলে পরে ভোট বয়কট অব্দি করতে হতে পারে

বই প্রকাশ অনুষ্ঠান:-

Image
  বেবি চক্রবর্ত্তী, কলকাতা, শনিবার:- সাহিত্যকে হল সমাজের একটা আয়না। যেখানে সমাজের বিভিন্ন প্রতিবিম্ব ফুটে উঠে এই সাহিত্যের মাধ্যমে। সাহিত্য সমাজের বিভিন্ন রূপ চোখের সামনে তুলে ধরা হয়। সেই সময়কার এবং বর্তমান সমাজের পরিস্থিতি, ন্যায়-অন্যায়। Genation Archiver এর পক্ষ থেকে শনিবার সাহিত্যের অনুষ্ঠানের আয়োজিত হয়। বই থেকে বিরত নব প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে এবং অক্লান্ত পরিশ্রমে সামাজিক কল্যাণমুখী কাজের অগ্রসর হয়। এছাড়াও অনুষ্ঠানে তিনটি বই প্রকাশিত হয় রোমন্থনে জেলা প্রথম খন্ড, যোগাসনে বিশ্বখেতাব (ঝন্টু রায়), লেখক মানব মুখোপাধ্যায় । এদিন অনুষ্ঠানে ছিলেন সাহিত্যক ড. সমীর শীল, সঞ্জয় বসু,‌সঞয় সরকার, মুস্তাক আহমেদ,  হিমেন্দু দাস, রমেন ভদ্র, ঝন্টু রায়, অনিল চন্দ্র সিকদার, বানীব্রত, শিব শংকর বক্সী, অনুরাধা চক্রবর্তী, সীমা রায়, সুতপা চক্রবর্তী, জয়দেব চক্রবর্তী, সঞ্চালিকা মধুমিতা বসু, অজয় ভট্টাচার্য, অর্নব দত্ত, মৌসুমী বীর, শেখ মনিরুদ্দিন, মুস্তাক আহমেদ, অপূর্ব কুমার গাঙ্গুলী, বেবী চক্রবর্তী, রাজকুমার দাস, সৌরভ দত্ত, সায়ন্তনী পাল, মেহেবুব আলম, সৌপর্ন পাল, গোপাল চক্রবর্তী, তনুশ্রী রায

জোট নিয়ে বেজায় চাপে সিপিএম

সুকন্যা মজুমদারঃ  কোনো ভাবেই আসন সমঝোতায় আইএসএফ ও সিপিএম এর নমনীয় ভাব গড়ে উঠছে না। সমঝোতা প্রক্রিয়া চলাকালীনই রাজ্যের ৮ টি লোকসভায় প্রার্থী ঘোষনা করেছিল আইএসএফ।তার মধ্যে সিপিএম ও কংগ্রেসের প্রার্থী আছে এমন আসনও ছিল। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে আইএসএফ র চেয়ারম্যান নওসাদ সিদ্দিকীর প্রার্থী হবার প্রস্তাবে সমর্থন করার সত্ত্বেও তাঁর তরফে স্পষ্ট জবাব মিলছে না। এ রকম অবস্থায় আইএসএফ কে ছাড়াই নিজেদের ভোটের আসন বুঝতে চাইছে সিপিএম। সিপিএমের রাজ্য কমিটির সদস্য ও আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য দফায় দফায় বৈঠক করে আইএসএফ কে বুঝিয়েছেন তাঁদের শরিক দল ও কংগ্রেসের আসন ছেড়ে ৩ টির বেশি আসন তাঁদের দেওয়া সম্ভব নয়,কাজেই শ্রীরামপুর, উলুবেড়িয়া,মালদা দক্ষিণ সহ বেশ কিছু আসনে প্রার্থী তুলে নিতে,কিন্তু এ প্রস্তাবে নওসাদের সম্মতি না থাকায় আইএসএফ কে ছাড়াই নিজেদের আসন বুঝতে চাইছেন সিপিএম,এমনটাই সূত্রের খবর।    বাম কংগ্রেস মিলিয়ে এখনও পর্যন্ত ৩১ টি আসনে প্রার্থী ঘোষনা হয়েছে।তবে যেটা জানা যাচ্ছে এই পরিস্থিতি থাকলে এসএফাই এর প্রাক্