স্বামী গীতানন্দজী মহারাজের জন্ম শতবর্ষের সমাপ্তি উৎসব :-
বেবি চক্রবর্ত্তী, বালিগঞ্জ, রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪ স্বামী গীতানন্দ বার্থ সেন্টেনারি সোসাইটির উদ্যোগে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গীতানন্দজী মহারাজের জন্ম শতবর্ষ সমাপ্তি উৎসব অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপার্কে। এই অনুষ্ঠানের সম্পাদক ছিলেন প্রফেসর ডাঃ কল্পনা সরকার এবং সভাপতি ছিলেন ডাঃ গৌড় দাস। স্বামী গীতানন্দজীর আধ্যাত্মিক জীবন, তাঁর দীর্ঘ কর্মজীবন সাথে সাথে অধ্যাত্ম সাহিত্যে তাঁর অবদানের স্মৃতি চারণা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের বিশিষ্ট সন্ন্যাসীরা ও সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ, কাশীপুরের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমদ স্বামী দিব্যানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসম্পাদকদ্বয় পূজনীয় স্বামী বলভদ্রানন্দজী মহারাজ ও পূজনীয় স্বামী বোধসারানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের স্বামী শাস্ত্রজ্ঞানন্দজী মহারাজ, স্বামী দেবত্বানন্দজী মহারাজ, প্রাক্তন রাজ্যপাল শ্রীশ্যামল কুম...