প্রায় ৩০,০০০ গাড়ি ক্যাব সংস্থাগুলোতে
সাথে ক্যাব গাড়ি মেইনলি ওলা ওবের ইনড্রাইভে চলা গাড়ি গুলো সমস্যা ও অনেক , সেইগুলো নিয়েও সরকার কোন দৃষ্টি আকর্ষণ করছে না প্রায় ৩০,০০০ গাড়ি ক্যাব সংস্থাগুলোতে চলছে তাতে সারা বাংলায় সমস্ত কমার্শিয়াল প্যাসেঞ্জার গাড়ি মিলিয়ে সংখ্যাটা প্রায় দ্বিগুণ
ওলাওবের কোম্পানি ভাড়া র থেকে 30% কমিশন কেটে নিচ্ছে ক্যাব আগ্রিকেটর রুলস অনুযায়ী ভাড়া দিচ্ছে না যেকোনো মুহূর্তে আইডি ব্লক করে দিচ্ছে ভাড়া সঠিকভাবে না পাওয়ার জন্য প্রচুর গাড়ি বসে গেছে তার জন্য এখন দেখবে ওলা উবের এ অনেক wait করার গাড়ি পাওয়া যায় সরকার কোন ভাবেই এই সমস্যার সমাধান করছে না আমাদের নিয়ে এক বছর আগে মিটিং এ বসেছিল । সরকার বলেছিল ক্যাব কোম্পানিগুলোর কলকাতায় অফিস রাখতে হবে কিন্তু কারোরই অফিস নেই কলকাতায় এই সরকার এইভাবে চলতে থাকে , গাড়ির মালিকদের তাদের পরিবারদেরকে যদি সরকার না দেখে তাহলে পরে ভোট বয়কট অব্দি করতে হতে পারে আমাদের ,, পরিবহন দপ্তর থেকে সরকারের সবথেকে বেশি টাকা রেভিনিউ ইনকাম হয় তা সত্ত্বেও আমরা অবহেলিত । গাড়ির ড্রাইভারদের মালিকদের দেখার কেউ নেই এক একটা ড্রাইভারকে ১৬ থেকে ১৭ ঘন্টা ডিউটি করতে হচ্ছে ইনকামের জন্য তাকে যেকোনো সময় বড়সড় । দুর্ঘটনা ঘটতে পারে ।
VLTD - বা VEHICLE LOCATION TRACKING DEVICE। লাগানো হলো গাড়িগুলো তো কিন্তু কোন প্যাসেঞ্জার বা ড্রাইভার বিপদে পড়লে VLTD র প্যানিক বোতাম প্রেস করলে ভিএলটিডি কোন কাজ করছে না ।। অভিযোগ প্রচুর আছে ।
Comments
Post a Comment