জোট নিয়ে বেজায় চাপে সিপিএম
সুকন্যা মজুমদারঃ কোনো ভাবেই আসন সমঝোতায় আইএসএফ ও সিপিএম এর নমনীয় ভাব গড়ে উঠছে না। সমঝোতা প্রক্রিয়া চলাকালীনই রাজ্যের ৮ টি লোকসভায় প্রার্থী ঘোষনা করেছিল আইএসএফ।তার মধ্যে সিপিএম ও কংগ্রেসের প্রার্থী আছে এমন আসনও ছিল। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে আইএসএফ র চেয়ারম্যান নওসাদ সিদ্দিকীর প্রার্থী হবার প্রস্তাবে সমর্থন করার সত্ত্বেও তাঁর তরফে স্পষ্ট জবাব মিলছে না। এ রকম অবস্থায় আইএসএফ কে ছাড়াই নিজেদের ভোটের আসন বুঝতে চাইছে সিপিএম। সিপিএমের রাজ্য কমিটির সদস্য ও আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য দফায় দফায় বৈঠক করে আইএসএফ কে বুঝিয়েছেন তাঁদের শরিক দল ও কংগ্রেসের আসন ছেড়ে ৩ টির বেশি আসন তাঁদের দেওয়া সম্ভব নয়,কাজেই শ্রীরামপুর, উলুবেড়িয়া,মালদা দক্ষিণ সহ বেশ কিছু আসনে প্রার্থী তুলে নিতে,কিন্তু এ প্রস্তাবে নওসাদের সম্মতি না থাকায় আইএসএফ কে ছাড়াই নিজেদের আসন বুঝতে চাইছেন সিপিএম,এমনটাই সূত্রের খবর।
বাম কংগ্রেস মিলিয়ে এখনও পর্যন্ত ৩১ টি আসনে প্রার্থী ঘোষনা হয়েছে।তবে যেটা জানা যাচ্ছে এই পরিস্থিতি থাকলে এসএফাই এর প্রাক্তন সভাপতি প্রতীক - উর রহমানকে ডায়মন্ড হারবারের সিপিএমের প্রার্থী হিসেবে দাঁড় করাতে চান ফ্রন্ট নেতৃত্ব।
এ বিষয়ে নওসাদ জানান "আমরা ৮ টি আসনে প্রার্থী দিয়েছি।জোটের স্বার্থে ৮ টি তেই সীমাবদ্ধ থাকতে চাইছি।দুটি বড় দল যদি আমাদের সাইড লাইন করার চেষ্টা করে,আমাদের ৩-৪ টে তেই সীমাবদ্ধ রাখে তখন আমরা আটের জায়গায় দ্বিগুণ বা তারও বেশি জায়গায় প্রার্থী দেব!"
বাম শরিক ফরওয়ার্ড ব্লকের সাথেও আসন সমঝোতায় পাকাপাকি সিদ্ধান্ত নিতে পারেনি সিপিএম ফরওয়ার্ড ব্লকের সম্পাদক নরেন চট্টোপাধ্যায় দলীয় বৈঠকে উপস্থিত থাকলেও পুরুলিয়ার আসন ছাড়তে রাজি নন তিনি।
দোরগোড়ায় নির্বাচন এখনও জোট সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারছেন না সিপিএম। সেক্ষেত্রে শেষ পর্যন্ত সঠিক প্রার্থীদের জন্য নির্দিষ্ট আসন সম্মনয় নিয়ে কতটা এগিয়ে বাম শিবির সে দিকেই নজর থাকবে।
Comments
Post a Comment