ভোট প্রচারের ক্ষেত্রে দাবদাহ কেও হার মানিয়ে
সুকন্যা
মজুমদারঃ চাঁদি ফাটা রোদ্দুর কে
উপেক্ষা করেই চলছে ভোটের প্রচার। কখন পুজো দিয়ে, কখন স্বেচ্ছায় জল দান করেই জনসংযোগ
সারছেন প্রার্থীরা। মথুরাপুর পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী বাপী হালদার,ভোট প্রচারের
ক্ষেত্রে দাবদাহ কেও হার মানিয়ে এলাকাবাসীর চাহিদা, অনুযোগ শুনছেন নিয়ম করে।সকাল
৮:৩০ টায় বাড়ী থেকে বেরিয়ে স্থানীয় শিব মন্দিরে মঙ্গল কামনা করে প্রচারে বেরন। সঙ্গী
এলাকার বিধায়ক এবং দলীয় সমর্থক ভাইয়েরা।
এলাকাবাসীর সমস্ত প্রয়োজনীয় দাবি মেটানই তাঁর এক মাত্র কাজ, এমনই পোন তাঁর। এলকায় উপকারী বলেই পরিচিত বাপী হালদার। তাকে প্রচারে দেখে স্থানীয় বাসিন্দারা উল্লাসে মেতে ওঠেন তাঁকে মালা পরিয়ে আমন্ত্রণ জানান,
এলাকাবাসীর সমস্ত প্রয়োজনীয় দাবি মেটানই তাঁর এক মাত্র কাজ, এমনই পোন তাঁর। এলকায় উপকারী বলেই পরিচিত বাপী হালদার। তাকে প্রচারে দেখে স্থানীয় বাসিন্দারা উল্লাসে মেতে ওঠেন তাঁকে মালা পরিয়ে আমন্ত্রণ জানান,
Comments
Post a Comment