ভোট প্রচারের ক্ষেত্রে দাবদাহ কেও হার মানিয়ে

সুকন্যা মজুমদারঃ চাঁদি ফাটা রোদ্দুর কে উপেক্ষা করেই চলছে ভোটের প্রচার। কখন পুজো দিয়ে, কখন স্বেচ্ছায় জল দান করেই জনসংযোগ সারছেন প্রার্থীরা। মথুরাপুর পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী বাপী হালদার,

ভোট প্রচারের ক্ষেত্রে দাবদাহ কেও হার মানিয়ে এলাকাবাসীর চাহিদা, অনুযোগ শুনছেন নিয়ম করে।সকাল ৮:৩০ টায় বাড়ী থেকে বেরিয়ে স্থানীয় শিব মন্দিরে মঙ্গল কামনা করে প্রচারে বেরন। সঙ্গী এলাকার বিধায়ক এবং দলীয় সমর্থক ভাইয়েরা। 



এলাকাবাসীর সমস্ত প্রয়োজনীয় দাবি মেটানই তাঁর এক মাত্র কাজ, এমনই পোন তাঁর। এলকায় উপকারী বলেই পরিচিত বাপী হালদার। তাকে প্রচারে দেখে স্থানীয় বাসিন্দারা উল্লাসে মেতে ওঠেন তাঁকে মালা পরিয়ে আমন্ত্রণ জানান,
বাপী হালদার প্রসাদি বাতাসা বিলি করেন সকলের মধ্যে। এলাকাবাসীর অভিযোগ শুনে আশ্বস্থ করেন রাস্তা, পানীয় জলের চাহিদা খুব শীঘ্রই মেটানোর ব্যাবস্থা করা হচ্ছে, 

                 সকলকে শান্তিপূর্ন ভোট দানে আমন্ত্রণ জানিয়ে তিনি প্রচার শেষ করেন প্রার্থী বাপী হালদার।

 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়