Posts

Showing posts from March, 2024

বসিরহাটের প্রার্থী ঘোষনা সিপিআইএমের,সঙ্গে আরও দুই আসনের

সুকন্যা মজুমদার: সমস্ত রকম আসন সমঝোতার জোট কাটিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।বাম সূত্রের খবর, প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রের আসনটি সিপিএমের জন্য ছেড়ে দিতে রাজি হয়েছেন বাম শরিক সিপিআই।তারপরই সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ এবং ক্ষেতমজুর সংগঠনের নেতা নিরাপদ সর্দার কে প্রার্থী হিসেবে বেছে নেন ফ্রন্ট নেতৃত্ব।  এছাড়াও আরও দুই আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে সিপিএম।আরামবাগ ও ঝারগ্রাম লোকসভা কেন্দ্রের আসনটি তফসিলি জাতি ও জনজাতির জন্য সংরক্ষিত থাকায়,আরামবাগ কেন্দ্রের জন্য বিপ্লব কুমার মৈত্র এবং ঝাড়গ্রাম কেন্দ্রের জন্য সোনামনী মুর্মুর নাম ঠিক করা হয়েছে।   এখনও পর্যন্ত ২৩ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সিপিএম।সমঝোতার ভিত্তিতে ৮টি আসনে প্রার্থী দিয়েছেন কংগ্রেস।    বাম সূত্রে খবর আসন ভাগ নিয়ে বাম শরিক এবং কংগ্রেস ও আইএসফ এর সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত বাকি কেন্দ্রের প্রার্থীদের নাম একসঙ্গে ঘোষণা করছেন না বলে জানিয়েছেন ফ্রন্ট নেতৃত্ব। আগামী ৩১শে মার্চ রবিবার ফের বামফ্রন্টের বৈঠকে সমস্ত আসন রফা হবার আশ

১৮ তম লোকসভা নির্বাচনে

বলরাম বোস,  ১৮ তম লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টরেট সুজন চক্রবর্তীর সমর্থনে জনসংযোগ মিছিল করে মানুষের কাছে যান সি পি আই এম দক্ষিণেশ্বর আরিয়া দাও এরিয়া কমিটির পক্ষ থেকে ১১ নম্বর, ১২ নম্বর, ১৩  নম্বর, ১৪ নম্বর এবং ১৫ নম্বর  ওয়ার্ডের বিভিন্ন এলাকা মধ্যে দিয়ে সুসজ্জিত মিছিল করে জনসংযোগ করেন সুজন চক্রবর্তী শুরু হয় ফিডার রোড দক্ষিণেশ্বর আড়িয়াদহ এরিয়া কমিটির অফিস থেকে রামকৃষ্ণ পল্লী মে দিবস কলোনি রবীন্দ্র নগর লেলিন নগর মে দিবস কলোনি কিশোর পল্লী রেলের বস্তি অঞ্চল রেল কোয়ার্টার হয়ে ডোমেস্টিক এরিয়া হয়ে চাতাল মাঠে গিয়ে শেষ হয় এই প্রচার কর্মসূচিতে সুজন চক্রবর্তী সাথে ছিলেন সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মানষ মুখার্জি সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য ঝন্টু মজুমদার সুভাষ মুখার্জি গোবিন্দ গাঙ্গুলী এরিয়া কমিটির সম্পাদক বিশেশ্বর ভট্টাচার্য সহ ছাত্র যুব মহিলা সিপিআইএম কর্মী সমর্থকেরা সৃজন চক্রবর্তীকে নিয়ে এই প্রচার কর্মসূচি পালন করে সুজন চক্রবর্তী যখন মে দিবস কলোনিতে প

সল্টলেকে এইচপি ঘোষ হসপিটালে প্রথম স্মার্ট ফোনের মাধ্যমে ইন্টারসিটি কেয়ার ইউনিট চালু করলো।

Image
সল্টলেক, শুভ ঘোষ, কলকাতার সল্টলেক এইচ,পি,ঘোষ হসপিটালে এন্টেসিভ কেয়ার ইউনিট আই,সি, ইউ জোট বাঁধবে স্মার্টফোনের সঙ্গে গুরুতর অসুস্থ রোগীকে স্বচক্ষে দেখে চিকিৎসার ব্যবস্থা জেনে নিতে পারবেন রোগীর শারীরিক  অবস্থা গতিসুলতা ডাক্তারবাবু। কলকাতা পূর্ব ভারতের প্রথম স্মার্ট আই সি ইউ শুরু হল সল্টলেকের এইচপি ঘোষ হসপিটালে।ইস্টান ইন্ডিয়ার হার্ড কেয়ার এন্ড রিসার্চ ফাউন্ডেশনের অগ্রণী এইচপি ঘোষ হসপিটাল কলকাতা তথা পূর্ব ভারতের অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেরা চিকিৎসার প্রতিশ্রুত বলে জানান। হাসপাতাল চিপ এক্সিকিউটি অফিসার সোমনাথ ভট্টাচার্য, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডক্টর হীরক ভট্টাচার্য, ডক্টর তৃনাঞ্জন সারেঙ্গীর তত্ত্বাবধানে সর্বপ্রথম এন্টেসিভ কেয়ার ইউনিট স্মার্টফোনের মাধ্যমে চালু হলো।

এবারে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) জোট বাঁধবে স্মার্ট ফোনের সঙ্গে।

সল্টলেক, শুভ ঘোষের , গুরুতর অসুস্থ রোগীকে স্বচক্ষে দেখে চিকিৎসার ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে প্রয়োজনে চিকিৎসক মুঠোফোনে নিখুঁত ভাবে জেনে নিতে পারবেন রোগীর শরীর গতিক।তৎক্ষণাৎ ব্যবস্থা নিলে রোগীকে স্থিতিশীল করা অনেক সহজ হবে।কলকাতা তথা পূর্ব ভারতে প্রথম স্মার্ট আইসিইউ শুরু হল সল্টলেকের এইচপি ঘোষ হাসপাতালে। ইস্টার্ণ ইন্ডিয়া হার্ট কেয়ার অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের অগ্রণী এইচপি ঘোষ হাসপাতাল কলকাতা তথা পূর্ব ভারতে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে সেরা চিকিৎসা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানালেন হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার সোমনাথ ভট্টাচার্য।ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা হীরক ভট্টাচার্য এবং ডা তৃণাঞ্জন সারেঙ্গীর তত্ত্ববধানে এই স্মার্ট আইসিইউ এর কাজ শুরু হল।গুরুতর অসুস্থ ও সংকটজনক রোগীর প্রাণ বাঁচাতে ক্রিটিকাল কেয়ারই ডাক্তারদের তুরুপের তাস।গুরুতর অসুস্থ রোগীকে ইনটেনসিভ কেয়ারে সবরকমের সাপোর্ট দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এই ব্যবস্থার মূল লক্ষ্য তা সবারই জানা।আর নাগাড়ে বিশেষজ্ঞ চিকিৎসকের নজরে থাকায় জটিল রোগীদের মৃত্যুর ঝুঁকি কমবে প্রায় ৪০%।  ডা হীরক ভট্টাচার্য জানালেন মারাত্মক

ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে :-

বেবি চক্রবর্ত্তী, শনিবার,৩০,মার্চ ২০২৪,বৃহস্পতিবার সাত সকালে মুর্শিদাবাদের হাসানপুর ভাঙ্গাপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন প্রীতেন্দু বাগ এর বাড়ির পিছনের জঙ্গলে একটি ব্যাগ ভর্তি বোমা চোখে পড়ে প্রীতেন্দু বাগের । দেখার পর আতঙ্কিত হয়ে পড়ে এবং তড়িঘড়ি খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ। তারপর পুলিশ প্রশাসন খবর দেয় বোম স্কাউট টিমকে। পুলিশ প্রশাসন বৃহস্পতিবার সারাদিন রাত ঘটনাস্থল পাহারা দেওয়ার পর ঘটনাস্থলে শুক্রবার দুপুরে বোম স্কাউট টিম এসে পৌঁছায় । তারপর স্কাউট টিম ডাঙ্গাপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফাঁকা মাঠে চারটি তাজা বোমা নিষ্ক্রিয় করে বলে জানা যায়। এদিকে লোকসভা ভোটের আগে তাজা বোমা উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। কে বা কারা, কি কারণে তাজা বোমা মজুত করে রেখেছিল তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।

স্বামী যোগানন্দজীর পুণ্য জন্মতিথিতে

Image
  স্বামী যোগানন্দজীর পুণ্য জন্মতিথিতে কথামৃতের ব্যক্তি পরিচয় থেকে:- যোগীন্দ্র [যোগীন্দ্রনাথ রায়চৌধুরী - স্বামী যোগানন্দ] (১৮৬১ - ১৮৯৯) :- দক্ষিণেশ্বরের প্রসিদ্ধ সাবর্ণ চৌধুরীর বংশে জন্ম। পিতা নবীনচন্দ্র নিষ্ঠাবান ব্রাহ্মণ। দক্ষিণেশ্বরে বাস করিয়াও শ্রীরামকৃষ্ণের সহিত সাক্ষাৎ পরিচয় ছিল না। যোগীন্দ্রনাথও প্রথম দর্শনে তাঁহাকে কালীবাড়ির বাগানের মালী মনে করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু প্রথম দিনেই যোগীন্দ্রকে ‘ঈশ্বরকোটী’ বলিয়া চিনিয়াছিলেন। পরবর্তী কালে একদা নিরঞ্জনানন্দ বলিয়াছিলেন - “যোগীন আমাদের মাথার মণি।” কেশবচন্দ্রের প্রবন্ধাদি পড়িয়া যোগীন শ্রীরামকৃষ্ণের দর্শনে উৎসুক হইয়াছিলেন। প্রথম পরিচয়েই শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন “মহদ্বংশে জন্ম - তোমার লক্ষণ বেশ সব আছে। বেশ আধার - খুব (ভগবদ্ভক্তি) হবে।” তদবধি যোগীন ঘন ঘন ঠাকুরের সঙ্গগুণে তাঁহার মনে বৈরাগ্যের সঞ্চার হইল। পরে চাকুরির চেষ্টায় থাকাকালীন নিতান্ত অনিচ্ছায় বিশেষতঃ মাতার বিশেষ পীড়াপীড়িতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এইজন্য অপরাধীর মতো ঠাকুরের কাছে গেলে তাঁহাকে অভয় দিয়া ঠাকুর বলিয়াছিলেন, এখানকার কৃপা থাকিলে লাখটা বিবাহ করিলেও ক্ষতি নাই। সাংসারিক দৃষ্ট

মথুরাপুর লোকসভা কেন্দ্রে

Image
সুকন্যা মজুমদারঃ বুধবার, ২৮, মার্চ ২০২৪, কখনো পায়ে হেঁটে, কখনো বাইক চেপে জনসংযোগ চালাচ্ছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার। সঙ্গী সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার।   সুন্দরবনের প্রত্যন্ত ও বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারা,যার মোট আয়তন মাত্র ২৫ বর্গ কিলোমিটার।ভোটার সংখ্যা ৩৩০০, যোগাযোগের এক মাত্র মাধ্যম জলপথ।এদিন লট এইট থেকে লঞ্চে করে ঘোড়ামারার উদ্দেশ্যে রওনা হন এবারের মথুরাপুর পুর লোকসভা কেন্দ্রের টি এম সি প্রার্থী বাপি হালদার।   ঘোড়ামারা পৌঁছানোর পর মানুষের উল্লাসের সাথে স্বাগত জানান প্রার্থী কে।এই এলাকার মানুষের সব থেকে বড় সমস্যা নদী বাঁধ।কোনো কংক্রিটের বাঁধ না থাকায় জীবিকার এক টুকরো চাষ জমি নদী গর্ভে তলিয়ে গেছে। এ বিষয়ে সাধারণ মানুষের অভিযোগ মন দিয়ে শুনলেন প্রার্থী বাপি হালদার।   গত ১০ই মার্চ জন গর্জন সভা থেকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রচারের হিড়িক সবার মধ্যে, সেই মতো মানুষের কাছে পৌঁছে নানান না পাওয়ার কথা শুনছেন সকল

অভিমানী রুদ্রনীল!

সুকন্যা মজুমদারঃ  টিকিট না পাওয়ায় অভিমানী হয়ে একাধিক হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন সেলিব্রিটি বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। দোলের দিন একাধিক গুরুত্বপূর্ণ হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে লেফট হবার পরেই জল্পনা শুরু হয়,প্রার্থী হওয়ার টিকিট না পাওয়ায় অভিমানী হয়ে বিজেপি ছাড়ছেন রুদ্রনীল ঘোষ। সূত্রের খবর ছিল প্রায় ষাটেরও বেশি দলীয় গ্রুপ থেকে বেড়িয়ে এসেছেন তিনি। এবিষয়ে তাঁর সাথে কথা বলা হলে  সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে স্বীকার করেন এখনই দল ছাড়ছেন না। দু দফার পশ্চিমবঙ্গে বিজেপি প্রায় ৩৮ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে,তাতে জায়গা পাননি অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি জানান -" প্রায় ৭০ টা গ্রুপে অ্যাড ছিলাম ফোনে অনেক ভিডিও তে ভর্তি হয়ে যাওয়ায় বেশ কিছু গ্রুপ থেকে বেড়িয়ে এসেছি,দোলের দিন ছুটিতে ছিলাম তাই পেন্ডিং কাজ সেরেছি।টিকিট না পাওয়ায় দুঃখ পাই নি বললে মিথ্যা বলা হবে,দোলের কর্মী হিসেবে একটা আশা তো ছিলোই।তবে টিকিট না পেলেও বিজেপির ঝান্ডা কাঁধে নিয়েই ঘুরবো।" তিনি আরো বলেন -" ২০২১ সালে বিধানসভা  ভোটের আগে আমি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি,২০১৭-১৮ সাল থেকে যারা চুরি জোচ্চ

ভালবাসা দিয়ে জয় করো

Image
                                                                       স্বামীস্মরণানন্দ  প্রশ্ন হলো আমরা ভালবাসা দিয়ে জয় করব কীভাবে? 'জয় করা' এই শব্দটি সাধারণত মনের মধ্যে সৈন্যবাহিনী, যুদ্ধ, অধিনতা এই ভাবগুলির সৃষ্টি করে। এগুলিই হলো জয় করার সাধারণ অর্থ। কিন্তু ভালবাসা দিয়ে জয় করার সঙ্গে যুদ্ধ, ঘৃণা বা শত্রুতার কোন সম্পর্ক নেই। কারণ, প্রকৃত ভালবাসায় একজন অপরজনের কাছে নিজেকে সম্পূর্ণ নিবেদন করে। ভালবাসার পাত্রের সঙ্গে সমত্ববুদ্ধি সমস্ত ব্যবধানে মুছে দেয়।  এমনকী ঈশ্বরকে ভালবাসার দ্বারা পাওয়া যায়। ভগবান শ্রীমদ্ভাগবতে বলেছেন — "অহং ভক্তাপরাধীনো হ্যস্বতন্ত্র ইব দ্বিজ।" — অর্থাৎ, আমি আমার ভক্তদের অধীন, আমার সব স্বাধীনতা সেখানে হারিয়ে যায়। একটি সুফি গল্পে বর্ণিত হয়েছে একজন প্রেমিক তার দয়িতার বাড়ি গিয়ে দরজায় করাঘাত করলেন। ভিতর থেকে প্রশ্ন ভেসে এল —'তুমি কে?' প্রেমিক তাঁর পরিচয় দিলেন, কিন্তু দরজা খুলল না। আবার সেই একই প্রশ্ন ভেসে এল। প্রেমিক উত্তর দিলেন — 'আমি তোমার নিজের ।' এবারও দরজা খুলল না। তৃতীয়বারও সেই একই প্রশ্ন ভেসে এল। এবার প্রেমিক উত্

ব্রিটিশ শাসক বিরোধী স্বাধীনতা আন্দোলনে সাহসী বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু

বেবি চক্রবর্তীঃ  ১৯০৬ সালের মার্চে মেদিনীপুরের এক কৃষি ও শিল্পমেলায় রাজদ্রোহমূলক ইস্তেহার বণ্টনকালে ক্ষুদিরাম প্রথম পুলিশের হাতে ধরা পড়লেও পালিয়ে যেতে সক্ষম হন। পরে অনুরূপ এক দুঃসাহসী কর্মের জন্য তিনি পুলিশের হাতে ধরা পড়েন এবং আদালতে বিচারের সম্মুখীন হন। কিন্তু অল্প বয়সের বিবেচনায় তিনি মুক্তি পান। ১৯০৭ সালে হাটগাছায় ডাকের থলি লুট করা এবং ১৯০৭ সালের ৬ ডিসেম্বর নারায়ণগড় রেল স্টেশনের কাছে বঙ্গের ছোটলাটের বিশেষ রেলগাড়িতে বোমা আক্রমণের ঘটনার সাথে তিনি জড়িত ছিলেন। একই বছরে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত এক রাজনৈতিক সভায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মধ্যপন্থি রাজনীতির বিরুদ্ধে তিনি বিক্ষোভ প্রদর্শন করেন। বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের কর্মীদের প্রয়োজনভিত্তিক কঠোর সাজা ও দমননীতির কারণে কলকাতার প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড বাঙালিদের অত্যন্ত ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন। যুগান্তর বিপ্লবীদল ১৯০৮ সালে তাঁকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে এবং  প্রফুল্ল চাকী ও ক্ষুদিরামের উপর এ দায়িত্ব পড়ে। কর্তৃপক্ষ কিংসফোর্ডকে কলকাতা থেকে দূরে মুজাফ্ফরপুরে সেশন জাজ হিসেবে বদলি করে দিয়েছি

শিক্ষায় গতি আনতে শিক্ষকদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সির পাঠ

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ  এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির  মাধ্যমে প্রায় সব ক্ষেত্রেই কাজের অগ্রগতি অতি দ্রুত হচ্ছে । একইভাবে সমস্ত কাজকে নিখুঁত করা সম্ভব হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে যাতে শিক্ষা ব্যবস্থার আরো উন্নতি ঘটানো যায় এ বিষয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও প্রিন্সিপালদের নিয়ে একটি অভিনব কর্মশালা অনুষ্ঠিত হলো সল্টলেকের হরিয়ানা বিদ্যামন্দিরে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির বিভিন্ন প্রয়োগ তুলে ধরেন আইআইটি খড়্গপুরের প্রাক্তনীরা। এডুডাইম,স্টেমপাওয়ার্ড, মেন্টর্স-ফার্স্ট-এর মাধ্যমে শিক্ষায় ইতিবাচক পরিবর্তনের  আনার জন্য এ আই এর ব্যবহারে তারা বিশ্বাসী বলে জানালেন কোম্পানিগুলির সি ই ও রাজীব আগরওয়াল। সংস্থাগুলির কো ফাউন্ডার ও সিওও  শুভময় বক্সী বলেন, শিক্ষার জগতকে এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যে  পুনর্নির্মাণ করা হচ্ছে সেটি এদিনের প্রশিক্ষনে তুলে ধরা হয়। আমরা আশাবাদী শিক্ষায় এই কৃত্রিম বুদ্ধিমত্তার  ব্যবহার  শিক্ষকদের আরও নতুন রকম ভাবে প্রশিক্ষিত করবে এবং শিক্ষার্থীদের একটি মজাদার  নতুন  উপায়ে শিক্ষা গ্রহণ করতে উদ্বুদ্ধ করবে। শিক্ষক-শিক্ষিকারা এই কর্মশালা থেকে প্র

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাউন্ড্রিম্যান এবং প্রগ্রেসিভ ইনোভেটর প্রাইভেট লিমিটেড আইএসও 9001 সার্টিফিকেশন অর্জন করেছে

Image
শুভ ঘোষ: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাউন্ড্রিম্যান (IIF)গর্বিতভাবে প্রগ্রেসিভ ইনোভেটর প্রাইভেট লিমিটেডের সাথে সংযুক্ত ভাবে আইএসও 9001সার্টিফিকেশন অর্জনের কথা ঘোষণা করেছে। এটি গুণগত নিশ্চয়তা এবং অ-আর্থিক কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডে বিশেষজ্ঞ একটি নেতৃস্থানীয় পরামর্শদাতা সংস্থা।এই মাইলফলক অর্জনটি ফাউন্ড্রি শিল্পের মধ্যে প্রক্রিয়া-অভিযোজন এবং গুণমান ব্যবস্থাপনার প্রতিশ্রুতি নির্দেশ করে। প্রগ্রেসিভ ইনোভেটর প্রাইভেট লিমিটেড,পরামর্শমূলক পরিষেবাগুলিতে দক্ষতার জন্য এবং 3000 টিরও বেশি কোম্পানিকে তাদের মানককরণের প্রয়োজন মেটাতে সহায়তা করার ট্র্যাক রেকর্ডের জন্য বিখ্যাত,ISO 9001:2015 মানগুলি বাস্তবায়নের মাধ্যমে প্রক্রিয়াগুলিকে স্ট্রিমলাইন করতে এবং সাংগঠনিক দক্ষতা বাড়াতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাউন্ড্রিম্যান-এর সাথে অংশীদারিত্ব করেছে৷ অনুষ্ঠানটির সাক্ষী ছিলেন বিজয় বেরিওয়াল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাউন্ড্রিম্যান (IIF) এর চেয়ারম্যান এবং প্রগ্রেসিভ ইনোভেটরস প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুবীর রায় চৌধুরী।

কলকাতা CMRI Hospital সি.এম.আর,আই.হসপিটাল এর উদ্যোগে নতুন *স্লিপ ল্যাব শুভ সূচনা.

শুভ ঘোষের: ১৫ ই মার্চ ২০২৪-এ বিশ্বনিদ্রা দিবস উপলক্ষে কলকাতা CMRI Hospital সি.এম.আর.আই.হাসপাতালে  ডাক্তারদের নিয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।শুধু তাই নয় এই বৈঠকে সি,এম,আর,আই ডিপার্টমেন্ট অফ পামনোলজির ডক্টর রাজা ধর,এবং সি.এম.আর.আই ডিপার্টমেন্ট অফ পামোন্টলজির কনসাল্টেন্ট অরূপ হালদার,হার্ট স্পেশালিস্ট ডক্টর ধীমান কাহালি এবং ডক্টর সৌমব্রত রায় ইউনিট হেট,সিএম,আর,আই হাসপাতা উপস্থিত ছিলেন।বর্তমানে যে কোন মানুষের সঠিক সময় যদি ঘুম না হয় তাহলে কিন্তু দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে কিন্তু কলকাতা সি,এম,আর,আই হাসপাতালে দীর্ঘ ৫৪ বছরের ঐতিহ্যপূর্ণ সেবা সুশ্রূষা জোড়ে কত মানুষের সুস্থতা সম্ভবপর হয়েছে।

ভোটের থাবা এবার পঠন পাঠনে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ুয়াদের শিক্ষার অধিকার।

সুকন্যা মজুমদারঃ  বৃহস্পাতিবার,  ২ ১   মার্চ,২০২৪,   এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম লোকসভা ভোট নিয়ে।সেই ভোটের বলি রাজ্যের পড়ুয়ারা। লোকসভা ভোটের নির্ঘণ্টা এখনও পর্যন্ত ঘোষণা না হলেও মার্চের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করেছে বিভিন্ন জেলায়।তাদের থাকার জায়গা হিসেবে সরকারি স্কুল গুলি ঠিক হওয়ায় পড়ুয়ারা পড়েছে বিপাকে। সেনা বাহিনীর থাকার ফলে ক্লাস রুম গুলি এখন সেনা দের দখলে। কাজেই লেখাপড়া শিকে উঠেছে। এই নিয়ে অভিভাবকের এক অংশ প্রতিবাদ ও করেছেন। স্কুল কর্তিপক্ষ বলছেন তাদের কাছে কোনো রকম নোটিশ ছাড়াই সেনা বাহিনীর থাকার ব্যাবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশন ও শিক্ষা দফতরকে এ নিয়ে চিঠিও দিয়েছে শিক্ষক সংগঠন,মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা জানাচ্ছেন স্কুল গুলি তে ক্লাস রুম পরিষ্কারের কাজ হওয়ায় পড়াশোনা আপাততো বন্ধ।কিন্তু এভাবে আর কতদিন ? প্রতিবার ভোটের আগে সেনা বাহিনীর থাকার জায়গা হিসেবে সরকারি স্কুল বেছে নেওয়ার ফলে ছাত্রছাত্রীরা বিপাকে পড়ছে।  পঞ্চম থেকে নবম শ্রেণীর প্রথম ক্রমিক মূল্যায়ন এপ্রিলের প্রথমেই হওয়ার কথা।তার আগে মাধ্

নিজের মৃত্যু কি আগেই বুঝতে পেরেছিলেন বিবেকানন্দ!

Image
বেবি চক্রবর্ত্তী: ১৯০২ সালের ৪ জুলাই। স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস। সেদিন রাত ৯টার একটু পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন স্বামীজি। অথচ সারা দিন ছিলেন অন্যদিনের মতোই কর্মব্যস্ত। ভক্তদের কারও মনে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও রকম আশঙ্কা ছিল না। কেমন ছিল তাঁর শেষ দিনটা? আর পাঁচটা দিনের মতোই সেদিন সকালেও খুব ভোরে ঘুম থেকে ওঠেন বিবেকানন্দ। আকাশ ছিল মেঘে ভরা। বৃষ্টি পড়ছিল। সেই ছায়াচ্ছন্ন সকালে মন্দিরে দীর্ঘ সময় উপাসনায় মগ্ন ছিলেন স্বামীজি। শরীরে অসুস্থতার কোনও লক্ষণই ছিল না। পরে প্রাতঃরাশে দুধ,ফল খেতে খেতে সকলের সঙ্গে হাসিঠাট্টাও করেন। চা- কফিও খান। খানিক পরে গঙ্গা থেকে ইলিশও কেনেন। স্বামী প্রেমানন্দের সঙ্গে খানিকক্ষণ বেড়ান গঙ্গাপাড়ে। এর পর সাড়ে আটটা নাগাদ বসলেন ধ্যানে। তা চলল এগারোটা পর্যন্ত। গান গেয়ে উঠলেন, 'শ্যামা মা কি আমার কালো...' দুপুরের খাওয়ায় ছিল ইলিশের আধিক্য। ঝোল থেকে ভাজা, বছরের প্রথম ইলিশ মাছ বেশ তৃপ্তি করে খেলেন। এর পর দুপুর সাড়ে বষ্টা নাগাদ ঘুমিয়ে পড়েন স্বামীজি। অল্প সময় পরে জেগেও ওঠেন। সেই প্রথম সামান্য শরীর খারাপের কথা জানালেন। মাথা ব্যথা করছিল তাঁর। কিন্তু পরে ফ

Inspiring Women Achievers Awards 2024 .

Image
Araley Abdaleye News,   The 5th Edition of the Inspiring Women Achievers Awards (IWAA) 2024, hosted by Shagufta Hanaphie Events (SHE) in association with Universal Education Equity Foundation ( UEEF)  unfolded at Rotary Sadan, Kolkata felicitating 11 awardees from   190 applications submitted accros the world .. This event, dedicated to honoring exceptional women across various domains, as a testament to the outstanding contributions of women to society. Spearheaded by Shagufta Hanaphie, communication specialist and event designer, IWAA served  as a non-commercial platform solely focused on recognizing the achievements of women since its inception in 2020 .  IWAA prides itself on its impartiality and transparency in selecting awardees, ensuring that deserving individuals are duly acknowledged.  consistently celebrated women who have made significant strides in their respective fields, fostering positive change.  Inspiring Women Achievers Awards ( IWAA) has gone global and has received

পার্থী তালিকা নিয়ে ধোঁয়াশা কাস্তে হাতে

Image
সুকন্যা মজুমদারঃ  রাবিবার, ১০   মার্চ ২০২৪  ,  বাংলায় লোকসভা নির্বাচনে সিপিআইএম ও কংগ্রেস জোট নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। বিজেপি ইতিমধ্যে বাংলায় লোকসভা ভোটের পার্থী তালিকার অর্ধেক ঘোষণা করে দিয়েছে। তৃণমূল ও আজ ব্রিগেডের মঞ্চ থেকে প্রথম দফার পার্থী তালিকার প্রকাশ করেন।কিন্তু সিপিআইএম ও কংগ্রেস জোট থেকে এখনও পার্থী তালিকার প্রসঙ্গ শোনা যায় নি।যা বাংলায় কাস্তে হাতের জোট নিয়ে সংশয় প্রকাশ করছে। এই বিষয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন "কংগ্রেসের সঙ্গে আলোচনা হবে কি না,আমি বারবার বলেছি তা কংগ্রেস ঠিক করবে।প্রাথমিক কিছু আলোচনা হয়েছিল,তবে আমরা বলেছি ,বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান নিলেই, আমরা আলোচনা করবো।' প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন ' দিল্লীর নেতৃত্ব যখন আলোচনা করবেন তাঁদের সঙ্গে,তখন সেটা জানিয়ে দেওয়া হবে।কারণ অনেক গুলো রাজ্য নিয়ে নির্বাচন করতে হয় দল কে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেয়া সময় সাপেক্ষ'। লোকসভা নির্বাচন যেকোনো দিন ঘোষণা হতে পারে,সেই পরিস্থিতিতে সিপিআইএম কংগ্রেস জোটের বন্ধন পরিষ্কার নয়।বিজেপির ২০ টি এবং তৃণমূলের ৪২টি আসনের প্রার

আলাদা স্বীকৃতির দাবিতে ফের সরব বায়োকেমিক চিকিৎসকরা

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ  বায়োকেমিক চিকিৎসাকে আলাদা ভাবে স্বীকৃতির দাবীতে দীর্ঘদিন ধরে আন্দলন করে চলেছেন সারা দেশের কয়েক লক্ষ্য চিকিৎসক।  বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি বায়োকেমিক বিশ্বের উন্নত দেশগুলিতে স্বীকৃত। ভারতবর্ষেও বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিতে চিকিতসা হলেও এটিকে আলাদাভাবে স্বীকৃতি দেয়নি কেন্দ্রীয় সরকার। বায়োকেমিক চিকিৎসাকে আলাদা ভাবে স্বীকৃতির দাবীতে কয়েকদিন আগে কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করেন কয়েক হাজার চিকিৎসক।  এবার অল ইন্ডিয়া বায়োকেমিক  মেডিকেল কনফারেন্সে ফের একবার এই দাবীতে সোচ্চার হলেন বায়োকেমিক চিকিৎসকরা। সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক এন্ড মেডিসিন ইউথ রিসার্চ ইন ইন্ডিয়ার উদ্যোগে পঞ্চম অল ইন্ডিয়া বায়োকেমিক মেডিকেল কনফারেন্স অনুষ্ঠিত হলো কলকাতার ভারত সভা হলে। প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। যেখানে সারা দেশ থেকে কয়েক হাজার বায়োকেমিক চিকিৎসক উপস্থিত হন। চিকিৎসকরা জানান, বায়োকেমিক এর আবিষ্কারক এবং চিকিৎসা পদ্ধতি আলাদা হলেও এটিকে পৃথক কাউন্সিলে অন্তর্ভুক্ত করেনি কেন্দ্রীয় সরকার। তাই তারা বায়োকেমিক চিকিৎসাকে আলাদা করে স্বী

Jitbo Jani Thik, Thakbo na j Aar Nirbikar” 

Image
Araley Abdaleye News, 06.04.2024: Today, Amra Padatik has brought a musical treat for the residents of Sonagachi, the largest red light district in Asia. It was a milestone for Amra Padatik to bring together the legendry artist Usha Uthup and classical musician Pandit Debojyoti Bose for the release of the theme song of the upcoming Youth Festival of Amra Padatik which will start from 11th March 2024. The event took place at Sonagachi near Shitola Mandir.  The inaugural program was started by ribbon cutting ceremony followed by a dance performance of Komal Gandhar titled ‘Our Rights, our Demands’.  The veteran singer Usha Uthup is still making waves with her contribution to the music scene. In this special occasion she sung from her heart the famous ‘ Kolkata Kolkata, Don’t worry Kolkata’ and ‘Nakabandi Nakabandi’.  Other members who graced the occasion were Subrata Ganguli, a pioneering and eminent artist of Kolkata; Mr. Mohan Gupta, 17 no. Ward Councilor; Ms. Sunanda Sarkar, 18 no. Wa

স্বনির্ভর নারীদের নিয়ে বসন্ত উৎসব শোভাবাজার রাজবাড়িতে

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ  নারী দিবস উপলক্ষে স্বনির্ভর নারীদের নিয়ে শোভাবাজার রাজবাড়ির পুত্রবধূ সুস্মিতা দেব বৌরানীর উদ্যোগে তিনদিন ব্যাপী বসন্ত উৎসব শুরু হলো শোভাবাজার রাজবাড়ীর গোপীনাথ বাড়িতে। স্বনির্ভর মহিলা গোষ্ঠীদের নিয়ে প্রদর্শনী প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।  এছাড়া বিকেল ৫টা থেকে থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বসন্ত উৎসবের প্রথম দিনেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহীয়সী নারীদের সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠিত হয়  ‘মেয়েলি কাজ’ শীর্ষক এক আলোচনা সভা।  আলোচনায় অংশ নেন সংগীতশিল্পী ইন্দ্রানী ভট্টাচার্য, প্রথম মহিলা পর্বতারোহী দিপালী সিনহা, চিত্রনাট্যকার দীপান্বিতা ঘোষ মুখোপাধ্যায়, ডাক্তার শর্মিষ্ঠা দাস, পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী ও সাংবাদিক মহুয়া সাঁতরা। বিশেষ সম্মাননা জানানো হয় কাঁথাশিল্পী পদ্মশ্রী প্রীতিকণা গোস্বামীকে। বৌরানী সুস্মিতা দেব জানান, ১০ মার্চ পর্যন্ত চলবে এই বসন্ত উৎসব ও স্বনির্ভর নারীদের হাতে তৈরি নানা হস্তশিল্পের প্রদর্শনী। সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বনির্ভর হতে উৎসাহিত করতে এই উদ্যোগ বলে তিনি জানান। ১৬ই মার্চ বিশিষ্ট রবীন্দ্রসঙ্গী

শিশুদের বাক প্রতিবন্ধকতা রুখতে পথ দেখাচ্ছে অল্টারনেটিভ স্টিমুলেশান

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ  অটিজম,সেরিব্রাল পালসি বা অন্যান্য প্রতিবন্ধকতাযুক্ত শিশুরা অনেক সময় কথা বলতে বা নিজেদের ভাবের আদান-প্রদান করতে পারে না। কি বলতে চাইছে তা বুঝতে পারলেও বোঝাতে পারে না। যারা হয়তো কোনদিনই কথা বলতে পারছে না বা পারবে না, এই ধরনের শিশু বা যুবদের কিভাবে অল্টারনেটিভ বা অগমেনটেটিভ কমিউনিকেশনের মাধ্যমে তারা তাদের ভাব প্রকাশ করতে পারে তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হলো কলকাতার লেকটাউনে।  যেখানে কথা বলতে না পারা এবং স্পিচ ও ল্যাঙ্গুয়েজ ডিসওর্ডারে আক্রান্ত শিশু এবং তাদের বাবা-মায়েরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিশিষ্ট বাক ও শ্রবণ বিশেষজ্ঞ ও কলকাতার এস এস কে এম হাসপাতালের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট ম. শাহিদুল আরেফিন বলেন, অল্টারনেটিভ বা অগমেনটেটিভ কমিউনিকেশনের মাধ্যমে যদি একটি শিশুর স্পিচ ও ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশন সঠিকভাবে করা যায় তাহলে কথা বলা বা কমিউনিকেশনের  সমস্যা খুব দ্রুত মিটে যাবে। তিনি বলেন,আমাদের দেশে অনেক অটিস্টিক শিশু রয়েছেন যারা এই ধরনের সমস্যা নিয়ে চিকিৎসকদের কাছে আসেন। তাদের মধ্যে এখনো অনেক সচেতনতার অভাব রয়েছে। এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এরকম কর্মশালা

হীরের কেক কেটে জন্মদিন পালন কলকাতার মডেল হেমশ্রীর

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ  মঙ্গলবার ২৪ বছরে পা দিলেন বাংলার মডেল মিস ক্যালকাটা(২০১৬) হেমশ্রী ভদ্র। নিজের ২৪ বছরে জন্মদিন পালন করলেন হীরের কেক কেটে। কয়েকদিন আগেই জন্মদিনে হানি সিং এর দেওয়া ২৪ ক্যারেট সোনার কেক কেটে নজির গড়েছিলেন মডেল অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। তারপর কলকাতার মডেল হেমশ্রী হীরে খচিত কেক কেটে জন্মদিনের আনন্দ উপভোগ করে নিলেন সকলের সঙ্গে। কলকাতার এক পাঁচ তারা হোটেলে জন্মদিনে আগত বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী ও নেটিজেনদের  হাতে তুলে দিলেন এক টুকরো হীরে বসানো কেক।  হেমশ্রী জানায়, সব সময় নতুন কিছু করার ইচ্ছে থাকে। তা থেকেই এই ভাবনা। তিনি বলেন, বলিউড থেকে আমরা নানা ভাবে উৎসাহিত হই ভালো কিছু করার। নতুনত্ব মসলাদার খবরও আসে। তাই ভাবলাম কলকাতা কেন পিছিয়ে থাকবে।  টেবিলের উপর সাজানো দু থাকের হীরে খচিত পিনাটা কেক। পাশে রাখা তিনটি সোনার বাট। মেক্সিকান শব্দ থেকে আগত ‘পিনাটা’ শক্ত মিষ্টি জাতীয় কিছু দিয়ে ভরা একটি মিষ্টির তাল বা কেক। যেটি হাতুড়ি দিয়ে ভেঙে উৎসব উদযাপনের রেওয়াজ আছে মেক্সিকোয়। হীরে গুলি যাতে ক্রিমের মধ্যে মিশে না যায় তাই সিলভার কালারের ক্রিম কেকের উপর বসানো হীরে খচিত ‘পিনাটা’।  টকটক

পেন ম্যনেজমেন্টের মতো চিকিৎসা শাস্ত্রের একটি নতুন কিন্তু

Image
শুভ ঘোষের-  পেন ম্যনেজমেন্টের মতো চিকিৎসা শাস্ত্রের একটি নতুন কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় শাখার আন্তর্জাতিক সম্মেলনে কোলকাতায়  ৮ই-৯ই মার্চ ২০২৪ শুক্রবার ও শনিবার  দুইদিন রবিবার ১০ই মার্চ পর্যন্ত কলকাতা নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।এই সম্মেলনে দেশ বিদেশের প্রায় আড়াইশ ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানীরা যোগ দেন।কলকাতায় এই ইন্টারন্যাশানাল কনফারেন্স 8th ‘International Conference on Recent Advances in Pain (ICRA Pain-2024)’উদ্যোক্তা এই শহরেরই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যথার চিকিৎসা কেন্দ্র দরদিয়া পেন ফাউন্ডাশন।  এই সম্মেলনের মঞ্চে সম্বলপুর ডঃ স্মৃতিরেখা হোতা,নেপালের ডাঃ. শিরিশ অমাত্য,বাংলাদেশের ডাঃ কাওসার সর্দার,ডাঃ.এ এইচ মিল্টন,মালেশিয়ার ডাঃ.সি জে তোহা ও ডাঃ গোপীনাথ রাজু, সিঙ্গাপুরের ডাঃ.ম্যাথু টাং বা ইরাকের ডাঃ সাবা আহমেদ এর মতো পেন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞদের।সম্মেলনের বিভিন্ন আলোচনায় এবং সংবাদ মাধ্যমের সামনে ব্যথার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি তুলে ধরেন। ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট সম্পর্কে সাধারণ অনেক চিকিৎসকদের মধ্যেও সঠিক ধারণা নেই।পেন ম্যানেজমেন্টকে জনপ্

সার্বিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য

Image
শুভ ঘোষ, ৯ই মার্চ ২০২৪, কলকাতা প্রেসক্লাবে বিশ্ব ঘুম দিবস উপলক্ষে ক্যালকাটা স্লিপ সোসাইটি ও ওয়ার্ল্ড স্লিপ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয়।স্লিপ ইক্যুইটি ফর গ্লোবাল হেলথ'বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশ্ব ঘুম দিবসের আঞ্চলিক সমন্বয়কারী, ওয়ার্ল্ড স্লিপ সোসাইটি ও ক্যালকাটা স্লিপ সোসাইটির সম্পাদক ডঃ সৌরভ দাস এবং ক্যালকাটা স্লিপ সোসাইটির প্রেসিডেণ্ট ডাঃ উত্তম আগরওয়াল বিশেষ অধিবেশন আয়োজন করে।সাধারণ মানুষের মধ্যে ঘুমের প্রয়োজনীয়তা ও ঘুমের অভাব জনিত অসুস্থতার বিষয় সচেতনতা বৃদ্ধিই এই মঞ্চের অন্যতম উদ্দেশ্য।ঘুমের বৈষম্যের প্রভাবগুলি শারীরিক স্বাস্থ্যের বাইরেও মানসিক সুস্থতা এবং সামগ্রিক জীবনের মানের মধ্যেও প্রভাব বিস্তার করে। কনফারেন্সে উপস্থিতদের সম্বধোন করে অরেঞ্জ স্লিপ অ্যাপনিয়া ক্লিনিক ও বেলভিউ ক্লিনিক স্লিপ অ্যাপনিয়া ও ইএনটি সার্জন,ডাঃ উত্তম আগরওয়াল যেমন উপযুক্ত ডায়েট ও নিয়মিত এক্সারসাইজ করা সুস্থ থাকার জন্য আবশ্যক তেমনি পর্যাপ্ত ঘুমও মানুষের সুস্থ থাকার জন্য অত্যন্ত প্রয়োজন।এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া বা OSA ঘুমের সময় বারবার শ্বাস বন

আন্তর্জাতিক নারী দিবসে

Image
  শুভ ঘোষ-  কোলকাতা (৮ মার্চ '২০২৪) 'আন্তর্জাতিক নারী দিবস' উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রের ৬ জন সফল মহিলাকে আজ সম্মানিত করল মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট - কলাঙ্গন'।  কোলকাতার বীরেন্দ্র মঞ্চ-এ 'হ্যাপি ওমেনস ডে' নামাঙ্কিত অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হয় গুণীজনদের।অনুষ্ঠান সম্পর্কে সংক্ষেপে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে 'কলাঙ্গন'-এর প্রতিষ্ঠাতা তথা শাস্ত্রীয় কত্থক নৃত্যশিল্পী মেঘমিতা মিত্র বলেছেন,নারী পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদ।প্রাণ প্রাচুর্যে ভরা কপর্দকহীন পথের ভিখারিনী থেকে রাজমহলের রাজরাণী সবার ভেতরেই রয়েছে অপার শক্তি।তাই সমাজ কী বলছে,কী ভাবছে সেই কথার ফাঁদে না পড়ে নারীদের নিজেদেরকেই আগে তাঁদের আত্মসমীক্ষা করতে হবে, তাঁদের ভিতরের শক্তিকে উপলব্ধি করতে হবে,সেই শক্তিকে বিকশিত করার সুযোগ করে দিতে হবে, তবেই নারী ব্যক্তি জীবনে প্রশংসিত হবে আর সামগ্রিক ভাবে নারীর উৎকর্ষতা বিশ্ব দরবারে সমাদৃত হবে। ' হ্যাপি ওমেনস ডে' নামাঙ্কিত অনুষ্ঠান মঞ্চে আজ সংবর্ধিত হলেন অভিনেত্রী পায়েল সরকার, সমাজকর্মী মহাশ্বেতা মুখার্জি, ক্রিয়েটিভ কিউ-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারি

অখন্ড ভারতের স্বাধীনতা ঘোষণা

কলমে:-  বেবি চক্রবর্ত্তী-- ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে বর্তমান অতীতের সাথে জড়িত জাতীয়তাবাদ। অখন্ড ভারতের উত্তরে ছিল তিব্বত, নেপাল ভুটান, দক্ষিণে শ্রীলঙ্কা, পূর্বে বাংলাদেশ, মিয়ানমার ( ব্রম্ভ্রদেশ) পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান । , “এটা প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে ভারতের ভাবমূর্তি একেবারেই উজ্জ্বল হবে না। চারপাশে যতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকের সার্বভৌমত্ব স্বীকার করে ভারত। এখন যদি অখণ্ড ভারতের মানচিত্র সংসদ ভবনে রাখা হয়, তার ঐতিহাসিক যৌক্তিকতা কতটা?” “১৯৪৭ সালে ঐতিহাসিকভাবে আমরা যে ভূখণ্ড পেয়েছি, ভারতবর্ষ সেই ভূখণ্ডের ওপরেই প্রতিষ্ঠিত। রাজনৈতিকগত ভাবে দেশের সীমানা নির্ধারণ করা আবার সেখানে নিজস্ব সেনা মোতায়েন করা ২৪ ঘন্টা। ফলে অখন্ড ভারতের অলীক স্বপ্ন বর্তমান। এর দর্শন, এর ধারণা অনেক গভীর। দেশ পরিচালিত হয় সংবিধান মেনে, ধর্মনিরপেক্ষতার আদর্শ মেনে। তাই এধরনের পদক্ষেপ প্রতিবেশীদের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে অবনতি হবে । বর্তমানে অখন্ড ভারতের কল্পনা অবাস্তব। শহরের চারিদিকে জাতীয় পতাকা সাথে দেশভক্তি সঙ্গীত বন্দেমাতরম্ -  বন্দেমাতরম্ - ১৫

মানুষ জীবনে ভুল করে

Image
দীপ মিস্ত্রী:  বৃহস্পাতিবার,  ৭ই  মার্চ,   ২০২৪,   মানুষ জীবনে ভুল করে ঠিক সেরকম   সুরজিৎ মন্ডল জীবনে উনি একটু ভুল বসত একটি কাজ করে ফেলেন এবং একটি মামলায় জড়িয়ে যান। যার জন্য সুরজিৎ মন্ডলকে আলিপুর সংশোধনাগার   ছয় বছর কারাদণ্ড থাকতে হয়ে । তারপর সুরজিৎ মন্ডল বেরিয়ে কোন জায়গায় কাজ না পেয়ে কি করবে না বুঝতে পারছিলেন  না  কারন তার সাথে তার পরিবারের অনেকে থাকেন ভাই, বোন, বাবা ও মাকে নিয়ে সুরজিৎ মন্ডল দিশাহারা হয়ে গিয়েছিলেন। ঠিক সেই সময়ে সুরজিৎ মন্ডলের পাশে মনোজ কুমার রায় এসে দারান যার কথা না বললেই নয়। তিনি বলেন সংশোধন প্রশাসন বিভাগের মূল উদ্দেশ্য হচ্ছে, সংশোধনাগার থেকে সংশোধিত মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা আমাদের লক্ষ্য। সুরজিৎ মন্ডলের নিজের পায়ে দারাতে পারে তার জন্যা মনোজ কুমার রায় সুরজিৎ মন্ডলকে নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাথে যোগাযোগ করেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গিয়ে একটা প্রজেক্ট সাবমিট করা হয়েছিল। আর্থিক সহযোগিতায় হাত বারিয়ে দেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বাখরাহাট শাখা, দক্ষিণ ২৪ পরগণা এবং সহযোগিতার হাত বারিয়ে দেন প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্প (পি.এম.ই.