বসিরহাটের প্রার্থী ঘোষনা সিপিআইএমের,সঙ্গে আরও দুই আসনের
সুকন্যা মজুমদার: সমস্ত রকম আসন সমঝোতার জোট কাটিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।বাম সূত্রের খবর, প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রের আসনটি সিপিএমের জন্য ছেড়ে দিতে রাজি হয়েছেন বাম শরিক সিপিআই।তারপরই সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ এবং ক্ষেতমজুর সংগঠনের নেতা নিরাপদ সর্দার কে প্রার্থী হিসেবে বেছে নেন ফ্রন্ট নেতৃত্ব। এছাড়াও আরও দুই আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে সিপিএম।আরামবাগ ও ঝারগ্রাম লোকসভা কেন্দ্রের আসনটি তফসিলি জাতি ও জনজাতির জন্য সংরক্ষিত থাকায়,আরামবাগ কেন্দ্রের জন্য বিপ্লব কুমার মৈত্র এবং ঝাড়গ্রাম কেন্দ্রের জন্য সোনামনী মুর্মুর নাম ঠিক করা হয়েছে। এখনও পর্যন্ত ২৩ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সিপিএম।সমঝোতার ভিত্তিতে ৮টি আসনে প্রার্থী দিয়েছেন কংগ্রেস। বাম সূত্রে খবর আসন ভাগ নিয়ে বাম শরিক এবং কংগ্রেস ও আইএসফ এর সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত বাকি কেন্দ্রের প্রার্থীদের নাম একসঙ্গে ঘোষণা করছেন না বলে জানিয়েছেন ফ্রন্ট নেতৃত্ব। আগামী ৩১শে মার্চ রবিবার ফের বামফ্রন্টের বৈঠকে সম...