মানুষ জীবনে ভুল করে

দীপ মিস্ত্রী: বৃহস্পাতিবার, ৭ই মার্চ, ২০২৪, মানুষ জীবনে ভুল করে ঠিক সেরকম  সুরজিৎ মন্ডল জীবনে উনি একটু ভুল বসত একটি কাজ করে ফেলেন এবং একটি মামলায় জড়িয়ে যান। যার জন্য সুরজিৎ মন্ডলকে আলিপুর সংশোধনাগার  ছয় বছর কারাদণ্ড থাকতে হয়ে । তারপর সুরজিৎ মন্ডল বেরিয়ে কোন জায়গায় কাজ না পেয়ে কি করবে না বুঝতে পারছিলেন না 

কারন তার সাথে তার পরিবারের অনেকে থাকেন ভাই, বোন, বাবা ও মাকে নিয়ে সুরজিৎ মন্ডল দিশাহারা হয়ে গিয়েছিলেন। ঠিক সেই সময়ে সুরজিৎ মন্ডলের পাশে মনোজ কুমার রায় এসে দারান যার কথা না বললেই নয়। তিনি বলেন সংশোধন প্রশাসন বিভাগের মূল উদ্দেশ্য হচ্ছে, সংশোধনাগার থেকে সংশোধিত মানুষদের সমাজের মূল স্রোতে

ফিরিয়ে নিয়ে আসা আমাদের লক্ষ্য। সুরজিৎ মন্ডলের নিজের পায়ে দারাতে পারে তার জন্যা মনোজ কুমার রায় সুরজিৎ মন্ডলকে নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাথে যোগাযোগ করেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গিয়ে একটা প্রজেক্ট সাবমিট করা হয়েছিল। আর্থিক সহযোগিতায় হাত বারিয়ে দেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বাখরাহাট শাখা, দক্ষিণ ২৪ পরগণা এবং

সহযোগিতার হাত বারিয়ে দেন প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্প (পি.এম.ই.জি.পি.) অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রণালয়, ভারত সরকার ও পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রাম শিল্প বোর্ডের একটি ইউনিট এবং বি আই আন্ডারে, সুরজিৎ মন্ডলকে প্রথমে দুই লাখ ষাট হাজার টাকা দেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপর আবারো লোণ দেবেন এস.বি.ই, এইভাবে মোট চার লক্ষ

টাকা লোন দেবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সুরজিৎ মন্ডল তার মধ্যে এক লক্ষ টাকা ভর্তুকি হিসেবে তাকে দেওয়া হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাখরাহাট শাখা দক্ষিণ ২৪ পরগানা, যে এত বড় সহজগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্যা এটা সম্ভব না হলে সম্ভব হতো না। সুরজিৎ মন্ডল, রানিয়ার, পোষ্ট অফিস- রানিয়া গোবিন্দপুর, বাখরাহাট  দক্ষিণ ২৪ পরগনা।

সুরজিৎ মন্ডল, প্রথমে দুই লাখ ষাট হাজার টাকা নিয়ে সেখানে একটি দোকান দেন মা লক্ষী কফি হাউস নামে তার শুভ আরম্ভ করেন। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যে.জগন্নাথ (রিজনাল ম্যানেজার),             

মনোজ কুমার রায় (ডিস্ট্রিক্ট প্রবেশন-কাম আফটার কেয়ার অফিসার) দক্ষিণ ২৪ পরগনা, আলিপুর,  শুভ্রজিৎ রায় (পশ্চিমবঙ্গ সরকারের জেল বিভাগের প্রেস ম্যানেজার) ও ভাস্কর চ্যাটার্জি জেল প্রেস। বর্তামানে  সুরজিৎ মন্ডল, বাবা, মা এবং তার এক ভাই বোনকে নিয়ে বসবাস করেন।

 

 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়