অভিমানী রুদ্রনীল!
সুকন্যা মজুমদারঃ টিকিট না পাওয়ায় অভিমানী হয়ে একাধিক হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন সেলিব্রিটি বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। দোলের দিন একাধিক গুরুত্বপূর্ণ হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে লেফট হবার পরেই জল্পনা শুরু হয়,প্রার্থী হওয়ার টিকিট না পাওয়ায় অভিমানী হয়ে বিজেপি ছাড়ছেন রুদ্রনীল ঘোষ। সূত্রের খবর ছিল প্রায় ষাটেরও বেশি দলীয় গ্রুপ থেকে বেড়িয়ে এসেছেন তিনি। এবিষয়ে তাঁর সাথে কথা বলা হলে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে স্বীকার করেন এখনই দল ছাড়ছেন না।
দু দফার পশ্চিমবঙ্গে বিজেপি প্রায় ৩৮ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে,তাতে জায়গা পাননি অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি জানান -" প্রায় ৭০ টা গ্রুপে অ্যাড ছিলাম ফোনে অনেক ভিডিও তে ভর্তি হয়ে যাওয়ায় বেশ কিছু গ্রুপ থেকে বেড়িয়ে এসেছি,দোলের দিন ছুটিতে ছিলাম তাই পেন্ডিং কাজ সেরেছি।টিকিট না পাওয়ায় দুঃখ পাই নি বললে মিথ্যা বলা হবে,দোলের কর্মী হিসেবে একটা আশা তো ছিলোই।তবে টিকিট না পেলেও বিজেপির ঝান্ডা কাঁধে নিয়েই ঘুরবো।" তিনি আরো বলেন -" ২০২১ সালে বিধানসভা ভোটের আগে আমি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি,২০১৭-১৮ সাল থেকে যারা চুরি জোচ্চুরি করছে, তাদের রেখে দেওয়ার চেষ্টা করেছিল সরকারি ভাবে।
দলের একনিষ্ঠ সদস্য হিসেবে ৩৮ টি আসনে কেন পেলাম না সেই বিষয়েও নিজেকে কিছুটা তৈরী করতে চাই,দলে অনেক শ্রদ্ধেয় মানুষ নিশ্চয়ই বিবেচনা করেছেন।তবে দল ছাড়ছি না, বিজেপির হয়েই প্রচারে নামবো"।
৪২ টির মধ্যে ৩৮ টি তে প্রার্থী দিয়েছে বিজেপি,বাকি চারটি মধ্যে ডায়মন্ড হারবার,বীরভূম,আসানসোল, ঝাড়গ্রামের দিকে তাকিয়ে মানুষ। বসিরহাট, ব্যারাকপুরের মতো আসনে রুদ্রনীল কে নিয়ে কথা হলেও টিকিট না পেয়ে কিছুটা হতাশার সুর এই বিজেপি নেতার গলায়।তবে দল ছাড়ছেন না সে বিষয়ে স্পষ্ট করেছেন রুদ্রনীল ঘোষ।
Comments
Post a Comment