নতুন শর্ট ফিল্ম এর শুটিং শেষ হলো
নতুন এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে তৈরি এই স্বল্প দৈর্ঘ্যের ছবি " এ্যাডপশন " । এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আনন্দ চক্রবর্তী , বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিঃ সঞ্জয় , পার্থ , সমীর , সৌমিত , রাজকুমার , তাপস , অসীম , মিস - সুমিতা , প্রিয়াংকা , সোনালী , শিশু শিল্পী সৌমাশ্রী । এই ছবির চিত্র নাট্য লিখেছেন সঞ্জয় , মেকাপে আছেন ঝন্টু , ক্যামেরা করেছেন অনুদিপ্ত , সম্পাদনা সৌভিক , ব্যাক গ্রাউন্ড মিউজিক ওম্অরুপ , গল্প ও নির্দেশনা - বাদল সরকার , প্রয়োজন - বর্নালী ভয়েজ টেক স্টুডিও । স্বল্প - দৈর্ঘ্যের ছবির জগতে প্রত্যেক বার বাদল সরকার নতুন কিছু উপহার দিয়েছেন যেমন " ঘুঙরু " " সন্তান কার " " বিবেকানন্দের কুমারী পুজো " " আমার কল্পনা " ও বিশেষ করে " মা তুমি " অসাধারণ প্রত্যেক টা ছবি সাফল্যের পর পরিচালক বাদল সরকারের , এবার সমাজের নতুন এক দিক দর্শনের গল্প " এ্যাডপশন ( দত্তক ) উপহার দিচ্ছেন বাংলার মানুষকে । আজকের সমাজে অবহেলিত - বঞ্চিত শিশ...