Posts

Showing posts from June, 2022

নতুন শর্ট ফিল্ম এর শুটিং শেষ হলো

Image
নতুন এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে তৈরি এই স্বল্প দৈর্ঘ্যের ছবি " এ্যাডপশন " । এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আনন্দ চক্রবর্তী , বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিঃ সঞ্জয় , পার্থ , সমীর , সৌমিত , রাজকুমার , তাপস , অসীম , মিস - সুমিতা , প্রিয়াংকা , সোনালী , শিশু শিল্পী সৌমাশ্রী । এই ছবির চিত্র নাট্য লিখেছেন সঞ্জয় , মেকাপে আছেন ঝন্টু , ক্যামেরা করেছেন অনুদিপ্ত , সম্পাদনা সৌভিক , ব্যাক গ্রাউন্ড মিউজিক ওম্অরুপ , গল্প ও নির্দেশনা - বাদল সরকার , প্রয়োজন - বর্নালী ভয়েজ টেক স্টুডিও । স্বল্প - দৈর্ঘ্যের ছবির জগতে প্রত্যেক বার বাদল সরকার নতুন কিছু উপহার দিয়েছেন যেমন " ঘুঙরু " " সন্তান কার " " বিবেকানন্দের কুমারী পুজো " " আমার কল্পনা " ও বিশেষ করে " মা তুমি " অসাধারণ প্রত্যেক টা ছবি সাফল্যের পর পরিচালক বাদল সরকারের , এবার সমাজের নতুন এক দিক দর্শনের গল্প " এ্যাডপশন ( দত্তক ) উপহার দিচ্ছেন বাংলার মানুষকে । আজকের সমাজে অবহেলিত - বঞ্চিত শিশ...

মহারাষ্ট্র ইস্যু বিজেপির চক্রান্ত বলে মত পশ্চিমবঙ্গের শিবসেনা প্রধানের

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ  মহারাষ্ট্রে বিদ্রোহী  বিধায়করা শিবসেনা ছেড়ে দেওয়ার ফলে এখন মহারাষ্ট্রে যে সঙ্কট তৈরি হয়েছে সেটা বিজেপির সড়যন্ত্র বলেই মানছেন এ রাজ্যের শিবসেনার কার্যকরী সভাপতি চন্দ্র শেখর ঝাঁ। বর্তমানে মহারাষ্ট্রের রাজ্য রাজনীতির যে  টালমাটাল অবস্থা। এই অবস্থায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে কি সিদ্ধান্ত নিতে চলেছেন এখন সেটাই দেখার। তবে তিনি যা সিদ্ধান্ত নেন মহারাষ্ট্রের শিবসেনাদের সঙ্গে বৈঠকের পর প্রতিটি রাজ্যের শিবসেনাদের সঙ্গে দু-তিন দিনের মধ্যে তিনি বৈঠক করবেন এবং তার পরেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানালেন চন্দ্রশেখর বাবু। আজ  কলকাতায় তিনি বলেন, আগামী রবিবার উদ্ভব ঠাকরের সঙ্গে  তার ভিডিও কনফারেন্সে বৈঠক হতে পারে। তারপরেই বোঝা যাবে তিনি কোন পথে হাঁটতে চলেছেন। তিনি বলেন উদ্ভব সাহেব তো বলছেন বারবার যে যে কেউ মুখ্যমন্ত্রী হোক। তারা ফিরে আসুক। কিন্তু ফিরে না এলে আলোচনা কিভাবে এগোবে? এই সব কিছুর পিছনে বিজেপির চক্রান্ত আছে বলে তিনি জানান।

নতুন পরিচালন কমিটি তৈরি

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, প্রাচীন সমাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠান , হিন্দু সৎকার কমিটির বার্ষিক সাধারণ সভা ২৫/জুন/২০২২,শানিবার আজ সমিতির ভবনে অনুষ্ঠিত হল। নতুন পরিচালন কমিটি তৈরি হয়েছে। সভাপতি - শম্ভুনাথ গাঙ্গুলী, সহ- সভাপতি - অনুপ দাঁ, সঞ্জয় দুগার, আশিষ দাস। সাধারণ সম্পাদক  - সন্দীপ কুমার মুখার্জি। যৌথ  সম্পাদক  - অলোক দে, অঞ্জন ব্যানার্জী। সহঃ সম্পাদক - মৃত্যুঞ্জয় রায়, অনন্ত সিংহ রায়। হিসাব রক্ষক  - সব্যসাচী ঘোষ, এবং উল্লেখযোগ্য কমিটির সদস্য- রাজীব শঙ্কর বিদ, সঞ্জয় রায়, অপূর্ব মন্ডল, সুজয় রায়, চন্দন ঘোষ, হিজল চ্যাটার্জি, অজয় পাল প্রমুখ। এর সঙ্গে হিন্দু সতকার সমিতির অছি পরিষদের নির্বাচন হয়, কাঞ্চন কুমার রায়চৌধুরী, অনিল বরন তিওয়ারী, সন্দীপ কুমার মুখার্জি, সব্যসাচী ঘোষ এদের সঙ্গে রাজীব শঙ্কর বীদ, সঞ্জয় রায় ও শম্ভু নাথ গাঙ্গুলী নতুন অছি পরিষদের সদস্য ০৫ বছরের জন্য নির্বাচিত হয়েছেন, হিন্দু  সৎকার   সমিতি ছাড়াও ও ভূতনাথ মন্দিরের পরিচালন ব্যবস্থার দায়িত্ব এদের ওপর হাউস থেকে দেওয়া হলো।

-“হার স্টোরি” কোলকাতার সর্ববৃহৎ ফ্যাশন ও লাইফস্টাইল মেলার ৩৮১ তম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে দ্য পার্কে, গ্যালাক্সি হল।

Image
  নিজস্ব প্রতিনিধিঃ  ফেয়ার মিডিয়া-ইণ্ডিয়ান ডিজাইনারস হাট (আইডিএইচ) কোলকাতা উপস্থাপনা করছে-“হার স্টোরি” কোলকাতার সর্ববৃহৎ ফ্যাশন ও লাইফস্টাইল মেলার ৩৮১ তম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে দ্য পার্কে, গ্যালাক্সি হল ।   কোলকাতা, ২৪শে জুন, ২০২২- ফেয়ার মিডিয়া-ইণ্ডিয়ান ডিজাইনারস হাট (আইডিএইচ) কোলকাতা উপস্থাপনা করছে- ২ দিন ব্যাপী কোলকাতার সর্ববৃহৎ ফ্যাশন ও লাইফস্টাইল মেলার ৩৮১ তম সংস্করণ “হার স্টোরি”।  এই মেলায় প্রদর্শিত লাইফস্টাইল প্রোডাক্টের রেঞ্জ ও কালেকশন দেখে সবাই বিস্ময়ে অভিভূত ও আনন্দিত হবে। এই এগজিবিশন কাম সেল দুদিন ধরে হবে অর্থাৎ ২৪শে জুন ও ২৫শে জুন, ২০২২, সময় সকাল ১১টা থেকে রাত ৮টা।   বিভিন্ন সামগ্রীর এই প্রদর্শনীতে আছে প্রোডাক্টের এক শৈল্পিক ও অনন্য রেঞ্জ, এখনিক ও ফিউশন ডিজাইনার পোশাক, উপহারের সামগ্রী, অলংকার, লিনেন, ম্যুরাল, হস্তশিল্প, শিল্পদ্রব্য, মাটির তৈরী সামগ্রী, কাঠ খোদাই, কিউরিও, ক্রিস্টাল, চর্ম ও পাট জাত দ্রব্য, সেরামিক ও আরও অনেক কিছু।   স্যুট ও শাড়ির বিস্ময়কর সংগ্রহ। আসলে, কিছু কিছু গয়না, ক্রকারি ও ঘর সাজানোর জিনিস এতই সুন্দর যে আপনি ...

অসমে বন্যা কবলিত এলাকায় বাঁশের ভেলায় চড়ে রান্না করা খাবার দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ  ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত এলাকায় যাওয়ার ব্যবস্থাও নেই। এই অবস্থায় নৌকো বা ভুটভুটি না পেয়ে অবশেষে বাঁশের ভেলায় চড়েই বন্যা দুর্গত মানুষদের মধ্যে ত্রান বিতরনের কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ৷ সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা শিলচর শহরে ইতিমধ্যেই শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খিচুড়ি দেওয়ার কাজ শুরু করেছে। কলকাতার বালিগঞ্জ থেকে সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজের উদ্যোগে অসমে ত্রান সামগ্রী পাঠানো হয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন শাখা কেন্দ্র থেকে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা পৌছে গেছেন শিলচরে। বন্যায় শিলচর ভারত সেবাশ্রম সঙ্ঘের একতলা ডুবে গেছে৷ ডুবেছে সঙ্ঘের স্কুলও। এই অবস্থায় সেখানেই শুরু হয়েছে ত্রান বিতরনের কাজ। 

পিত্রাশিষ ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ।

Image
  নিজস্ব প্রতিনিধি: পিত্রাশিষ ফাউন্ডেশন ঝাড়গ্রাম ও হাবরার বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে চলেছে এবং আজ তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পৌঁছে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার একটি প্রতন্ত্য গ্রাম ধানপতায়ে। ওই এলাকার বিশিষ্ট সমাজ কর্মী বিজয় হালদারের ডাকে সাড়া দিয়ে পিত্রাশিষ ফাউন্ডেশনের তরফে ন্যান্সি গুহ ও তনয়া সাহা ওই এলাকার এক অসহায় বিকলাঙ্গ মেয়ে পূরবী নস্কর কে একটি হুইল চেয়ার প্রদান করেন আজকে। চলা ফেরায় অসমর্থ ওই মেয়েটির পরিবার ইচ্ছে থাকলেও অর্থাভাবে তাকে কোনোদিনই  এই হুইল চেয়ার কিনে দিতে পারতো না। তাই আজ পিত্রাশিষ ফাউন্ডেশনের এই মহান উদ্দ্যোগ ওই অসহায় মেয়েটিকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। এই সংগঠন এর আগেও ঝাড়গ্রাম ও হাবরায়ে বিভিন্ন সামাজিক উদ্দ্যোগ নিয়েছে যেমন শিশুশিক্ষার বিকাশের জন্য অসহায় শিশুদের বিনামূল্যে শিক্ষাসমগ্রী প্রদান , দীন দরিদ্র মহিলাদের বিনামূল্যে  স্যানিটারি ন্যাপকিন বিতরণ , নিঃস্বম্বল গ্রামবাসীদের বস্ত্র বিতরণ ও অসহায় বয়স্ক ব্যাক্তিদের লাঠি বিতরণ। কিন্তু আজ তারা তাদের এই গন্ডি পেরিয়ে পৌঁছে গেছে সুদূর ধানপতায়ে একটি অসহায় বিকল...

ভারত সেবাশ্রম পরিচালিত প্রণবানন্দ বিদ্যার্থী ভবন এর শুভ শিলান্যাস

Image
নিজস্ব প্রতিনিধিঃ ১০/০৬/২০২২, শুক্রবার, বিরাটি , (নিমতা) ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ তিন তলা প্রনবানন্দ বিদ্যার্থী ভবনের শিলান্যাস করেন । প্রদীপ প্রজ্জোলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সুচনা। অনুস্থানে উপস্থিত ছিলেন সঙ্ঘের যুগ্ম সম্পাদক স্বামী ভাষ্করানন্দ মহারাজ । ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক বলেন আর্থিক কারনে অনেক গরিব ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে না । অনেক ছাত্রই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেনা ।   ছাত্রদের কল্যাণের জন্য , ছাত্রদের মঙ্গলের জন , ছাত্রদের যত রকম সুযোগ-সুবিধা দেওয়ার জন্য ছাত্রদের পড়াশোনার জন্য স্কুল-কলেজ আইটি এবং নানান রকমের শিক্ষার ব্যবস্থা রয়েছে তাদের আবাসনের ব্যবস্থা আছে। তারা যাতে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তাই  আমাদের এই উদ্যোগ ।   স্বামী প্রণবানন্দ মহারাজ বলেছেন ছাত্ররা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ , ছাত্ররাই  আমাদের সমাজের মেরুদন্ড , সমাজ কে তৈরি করতে ছাত্রদের চরিত্র গঠন করতে হবে , ছাত্রদের ভগবত মুখী মন তৈরি করতে হবে। ভারত সেবাশ্রম সংঘের ...

আর্থিক কারনে অনেক ছাত্রই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেনা

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ কলকাতা,  উচ্চমাধ্যমিকে ৯৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থানাধিকারী হয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত টালিগঞ্জের স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের অভিনন্দন মুখার্জী। সচরাচর দেখা যায় যে বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা মেধা তালিকায় ১ম থেকে ১০ম স্থান দখল করে। সেখানে ব্যতিক্রমী ভাবে কলা বিভাগে পড়াশোনা করা অভিনন্দন মোট ৪৯০ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। অভিনন্দনের স্কুল প্রণবানন্দ বিদ্যাপীঠ সূত্রে জানা গিয়েছে, হিউম্যানিটিজ্ বিভাগে তাঁর বিষয় ছিল ভূগোল, অঙ্ক, অর্থনীতি, নিউট্রিশন। তাছাড়া আবশ্যিক ইংরেজি ও বাংলা তো ছিলই। ৯৮ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা অনুযায়ী গোটা রাজ্যের মধ্যে নবম হয়েছে সে। অভিনন্দনের এই সাফল্যে খুশি তার মা বাবা। খুশি তার স্কুল। খুশি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী মহারাজরা। অভিনন্দন জানিয়েছে মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়েছিল তার। তখন অনেকেই তাকে বিজ্ঞান নিয়ে পড়ার কথা বলে। কিন্তু তার নিজের কথায়, 'হিউম্যানিটিজ নিয়ে পড়েও যে স্ট্যান্ড   করা যায় তা আমি দেখিয়ে দিতে পেরেছি।' অভিনন্দন 

পরিবেশ দিবসে লক্ষাধিক গাছ লাগালেন ভারত সেবাশ্রম সঙ্ঘ

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ কলকাতা, আম্ফানের ঝড়ে ভীষণ ভাবে ক্ষতি হয়েছে এ রাজ্যের। হাজার হাজার গাছ উপড়ে পড়েছে৷ এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় এবং ভুমিক্ষয় রোধে কয়েকবছর ধরে দক্ষিন ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলে কয়েকলক্ষ নারিকেল গাছ লাগিয়েছে ভারত সেবাশম সঙ্ঘ। এবার বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন ও ততসংলগ্ন এলাকায় লক্ষাধীক নারকেল গাছ ও কাঁঠাল গাছ লাগানোর উদ্যোগ নিল তারা।  এর পাশাপাশি শহরাঞ্চলে আম, জাম, কাঁঠাল সহ নানা ফলের গাছ বসানো শুরু হয়েছে   আজ বিশ্ব পরিবেশ দিবসের সকাল থেকে। এদিন সঙ্ঘের প্রধান কার্যালয়ে এক বৃক্ষরোপন কর্মসুচী নেওয়া হয়। সেখানে সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে অংশ নেন মহিলা মোর্চার সাংস্কৃতিক শাখার কর্মীরা । বৃক্ষ রোপন করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, আম্ফানের পর থেকেই পরিবেশ ও ভুমিক্ষয় রোধে তারা সুন্দরবন অঞ্চলে কয়েক লক্ষ গাছ লাগিয়েছে।   এবারেও টরেন্ট ক্যালকাটা   ফাউন্ডেশানের সহযোগিতায় ৫০ হাজার কাঁঠাল গাছ ও রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরামের সহযোগিতায় ৫০ হাজার নারকেল গাছ বসানোর কাজ শুরু হচ্ছে এদিন থেকে।  

বাস্তব সময়ের প্রকল্প অভিজ্ঞতার বিষয়ে সহায়তা করবে।

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, ৩রা জুন ২০২২, শুক্রবার, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ও বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত একটি সম্মেলনে দক্ষতা উন্নয়ন, আইটি শিক্ষা এবং কর্মশক্তি উন্নয়ন কর্মসূচির জন্য এডুস্কিলস ফাউন্ডেশনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারকটি নিবেদিতা বিশ্ববিদ্যালয় নিবন্ধক অধ্যাপক সুমন চ্যাটার্জি স্বাক্ষর করেছেন এবং প্রফেসর (ড.) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, ভাইস চ্যান্সেলর, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, প্রফেসর সৈকত মৈত্র, ভাইস চ্যান্সেলর, মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটি অফ টেকনোলজি, পশ্চিমবঙ্গ, প্রফেসর অনিল ডি. সহস্রবুধে, চেয়ারম্যান, অল ইন্ডিয়া কাউন্সিল দ্বারা আশীর্বাদ ও সাক্ষী ছিলেন কারিগরি শিক্ষার (AICTE), ড. প্রতাপসিংহ কাকাসো দেশাই, ISTE সভাপতি, শুভজিৎ জগদেব, এডুস্কিলের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও এবং ড. সত্য রঞ্জন বিসওয়াল, সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও, এডুস্কিলস৷  প্রোগ্রামটি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা সমর্থিত এবং বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি শিক্ষার্থীদের জন্য তাদের নিয়োগযোগ্যতা এবং ইন্টার্নশিপ সহায়তার মাধ্যমে ...

গঙ্গাসাগর মেলার প্রস্তুতির এবং ( জিবিডির বার্ষিক সভা )

Image
রমেশ রায় : দক্ষিণ ২৪ পরগনা , ০১/০৬/২০২২, আজ বুধবার কাকদ্বীপের মহকুমা প্রশানিক বিল্ডিংয়ের চারতলায় অনুষ্ঠিত হয়ে গেল এবছরের ১৭ তম গঙ্গাসাগর বকখালী উন্নয়ন পর্যদের বার্ষিক সাধারণ সভা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  দক্ষিণ ২৪ পরগণার জেলা শাসক,  পি . উলগানাথন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, জিডিবির চেয়ারম্যান শ্রীমন্ত মালিক, পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা, এসডিও কাকদ্বীপ, বিবিধ কাকদ্বীপ, জয়েন্ট বিবিধ কুলপী এবং অ্যাসিসটেন্ট ইন্জিনিয়ার সৌরজিত ঘোষ দস্তিদার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিধান ঘৌরী প্রমুখ।  এদিন আসন্ন গঙ্গাসাগরকে আরও বেশি করে আকর্ষনীয় করে তুলতে বেশ কিছু প্রকল্পের কথা ঘোষনা করা হয়।যেখানে সাগরের অধীনে থাকা ২৩ টা ব্লকে রাস্তাঘাট, বিদ্যুতায়ন,সেতু নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন প্রকল্পে টাকা বরাদ্দের করা ঘোষনা করা হয়। এদিন জেলার জেলাশাসক পি উলগানাথন বলেন, গঙ্গাসাগরে আরো অত্যাধুনিক পরিষেবার ব্যবস্হা গড়ে তোলা হবে যাতে পশ্চিম বঙ্গের এই জেলা আগামী দিনে পর্যটনে এক নম্বরে থাকে। এদিন তিনি বলেন গঙ্গাসাগরকে জাতীয় তীর্থস্থানের মর্যাদায় ভূষিত করতে তাদের ...