ভারত সেবাশ্রম পরিচালিত প্রণবানন্দ বিদ্যার্থী ভবন এর শুভ শিলান্যাস

নিজস্ব প্রতিনিধিঃ ১০/০৬/২০২২, শুক্রবার, বিরাটি, (নিমতা) ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ তিন তলা প্রনবানন্দ বিদ্যার্থী ভবনের শিলান্যাস করেন প্রদীপ প্রজ্জোলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সুচনা।

অনুস্থানে উপস্থিত ছিলেন সঙ্ঘের যুগ্ম সম্পাদক স্বামী ভাষ্করানন্দ মহারাজ ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক বলেন আর্থিক কারনে অনেক গরিব ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে না অনেক ছাত্রই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেনা 

ছাত্রদের কল্যাণের জন্য, ছাত্রদের মঙ্গলের জন, ছাত্রদের যত রকম সুযোগ-সুবিধা দেওয়ার জন্য ছাত্রদের পড়াশোনার জন্য স্কুল-কলেজ আইটি এবং নানান রকমের শিক্ষার ব্যবস্থা রয়েছে তাদের আবাসনের ব্যবস্থা আছে। তারা যাতে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তাই  আমাদের এই উদ্যোগ 

স্বামী প্রণবানন্দ মহারাজ বলেছেন ছাত্ররা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, ছাত্ররাই  আমাদের সমাজের মেরুদন্ড, সমাজ কে তৈরি করতে ছাত্রদের চরিত্র গঠন করতে হবে, ছাত্রদের ভগবত মুখী মন তৈরি করতে হবে। ভারত সেবাশ্রম সংঘের মূল লক্ষ্য ছাত্রদের বড় করা। 

আজকে ছাত্ররা বোহীর  মুখী হয়ে যাচ্ছে, যেখানে সেখানে অন্তর্ভুক্ত করার জন্য এই প্রচেষ্টা স্বামী প্রণবানন্দ মহারাজ ভারত সেবাশ্রম  সংঘের প্রতিষ্ঠাতা ১০০ বছর আগে শুরু করেছেন। এই পরিকল্পনা করেছিলেন এবং মাদারীপুরে সেখানে প্রথম ছাত্রবাস শুরু করেন। আমাদের ছাত্রবাস আছে যেমন বালিগঞ্জ প্লেস, ঢাকুরিয়, জামিরলেন এবং এবার উত্তর চব্বিশ পরগনার, উত্তার দম দম পৌরসভা  অন্তর্গত  নিমতার কাজী নজরুল ইসলাম সরনী, (কিশোর সংঘ মাঠের পাশে) নিমতা, কোলকাতা-৭০০০৪৯, প্রনবানন্দ বিদ্যার্থী ভবনের শিলান্যাস হয়ে। ভারত বর্ষে যেখানে যেখানে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে ছাত্রবাস আছে। সারা রাজ্যের বিভিন্ন জেলায় গড়ে উঠেছে ছাত্রদের জন্যে ছাত্রাবাস বিনামূল্যে থাকা খাওয়া ও পড়াশোনার ব্যাবথা। ভারত সেবাশ্রম ৫০০০ ট্রাইবেল ছাত্রদের রেখেছে পড়াশোনা করাচ্ছে।

 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়