-“হার স্টোরি” কোলকাতার সর্ববৃহৎ ফ্যাশন ও লাইফস্টাইল মেলার ৩৮১ তম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে দ্য পার্কে, গ্যালাক্সি হল।
মিস্টার দেবাশিস চ্যাটার্জী, ম্যানেজিং ডিরেক্টর, ফেয়ার মিডিয়া-ইণ্ডিয়ান ডিজাইনার'স হাট বলেন, এই মর্যাদাপূর্ণ প্রদর্শনীর উদ্দেশ্য হল দক্ষ ও উচ্চাকাঙ্ক্ষী পেশাদার দের জন্য কেনাবেচা উচ্চস্তরে নিয়ে যাওয়া। ইণ্ডিয়ান ডিজাইনারস হাট অংশগ্রহনকারীদের সর্বাধিক পরিচিতি পাওয়ার জন্য নিখুঁত প্ল্যাটফর্ম তৈরী করে দেয়, যেহেতু প্রদর্শকদেরদের ব্যবসাগত কৌশলের শক্তি ও মিশ্র খরচের কথা মনে রেখে এটিকে রূপদান করা হয়েছে।
প্রদর্শকরা যাতে বিক্রির চ্যানেল ও সাধারণ ভোক্তা পায়, আমাদের ট্রেড সেই ব্যবস্থা করে দেয়। লাইফস্টাইল মেলাগুলির উদ্দেশ্য কেবল মাত্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক আদানপ্রদানের একটি আদর্শ প্ল্যাটফর্ম তৈরীতে উৎসাহ দেওয়াই নয়, বরং মেলার এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজাইনারদের ফ্যাশন সংগ্রহ উপস্থাপনের সুযোগ দেওয়া হয় ও ভোক্তাকে অভ্যাশ্চর্য লাইফস্টাইল সলিউশনের সঙ্গে সমন্বিত অনুপ্রেরণা মূলক ধারণা দেয়।
“হার স্টোরি”তে আযোজিত লাকি ড্র সুনিশ্চিতভাবে দর্শক ও প্রদর্শকদের অনুপ্রাণিত করবে। ৫০০০ টাকা ও তার উপরে কেনাকাটার জন্য সুনিশ্চিত উপহার আছে ও সর্বোচ্চ ১০ জন ক্রেতার জন্য রুপোর কয়েন আছে।
ফেয়ার মিডিয়ার বিষয়ে:
রূপকথা/কাপড় (রুপোর গয়না ও হ্যাওলুম শাড়ি), চিত্রা গোয়েঙ্কা হোম ডেকর, শ্রদ্ধাজ কালেকশন (শাড়ি,স্টোল, দুপাট্টায়
হাতে আঁকা উড়িষ্যার শিল্পকর্ম পটচিত্র) মাহিরা ফ্যাশন ভাতুসো (পাঞ্জাবি জুটি)
কারু, অক্ষয়
মিতা জুয়েলারি, তানিশ ডেকর, সিদ্ধর্ষি স্টুডিও (একানি, স্যুটসিস,
দুপাট্টা), নায়রা কালেকশন (ইন্দো-ওয়েস্টার্ন
ড্রেস), পালকি ক্রিয়েশন (শাড়ি
ও স্কার্ট) মিনি ওয়ার্ল্ড (শিশুদের পোশাক), চিত্রা, এন সি জুয়েলারি, আশি বুটিক, কারুশি, আর্থলিং (হস্তশিল্প), লাথনোভি
কুর্তি ও পালাজো, মিসেস কাকলির
মীরাকি, উইশেস বুটিক (শাড়ি), ক্রিয়েশন ইউনিক (কস্টিউম জুয়েলারি), ভুবনডাঙা বুটিক (লাখনোভি কুর্তি)
Comments
Post a Comment