শুভ ঘোষ “তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র”, গ্রাম-গেঁটেগোড়ী, পোষ্ট-পলাশী, থানা-ধনিয়াখালি, জেলা-হুগলী, পিন-৭১২৩০৩ (পঃ বঃ) সংস্থার কর্মীদের বহু প্রতীক্ষার ফল বাস্তবায়িত হল। এর ফলে সংস্থার সাথে যুক্ত কর্মীদের মনের আশা আকাঙ্ক্ষাও পূর্নতা পেল। সংস্থার সাথে যুক্ত প্রায় দশ হাজার (১০০০০) কর্মী যারা দীর্ঘদিন ধরে সংস্থার সাথে যুক্ত ছিলেন, বিভিন্ন প্রতিকূলতার শিকার হওয়ার পরেও নিজেদেরকে সংস্থার সাথে নিয়োজিত রেখে আজকের এই জায়গায় সংস্থাকে পৌঁছে দিয়েছেন এবং নিজেদের ভবিষ্যতেও তৈরি করে নিয়েছেন। হয়তো প্রত্যেকে যেটা আশা করেছিলেন সেই সময়ের থেকে অবশ্যই কিছুটা বেশি সময় লেগেছে কিন্তু বাস্তবায়িত হয়েছে ভবিষ্যৎ । সংস্থার বর্তমান জায়গায় পৌঁছাতে সংস্থার সম্পাদক, মাননীয় সৌমেন কোলে মহাশয় যেভাবে সকলকে সাথে নিয়ে কাজটি সম্পন্ন করলেন সেটি অনেকাংশেই বিরল থেকে বিরলতর ঘটনা । যার ফলস্বরুপ সমস্তকিছু নিয়মনীতি মেনে ২০২৪ সালের মার্চ মাস থেকে তার সুফল কিছুজন হলেও পেতে শুরু করেছেন, ধাপে ধাপে গতিও বেড়েছে । আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় প্রত্যেকেই যারা সংস্থা...
Comments
Post a Comment