গঙ্গাসাগর মেলার প্রস্তুতির এবং ( জিবিডির বার্ষিক সভা )


রমেশ রায়: দক্ষিণ ২৪ পরগনা, ০১/০৬/২০২২, আজ বুধবার কাকদ্বীপের মহকুমা প্রশানিক বিল্ডিংয়ের চারতলায় অনুষ্ঠিত হয়ে গেল এবছরের ১৭ তম গঙ্গাসাগর বকখালী উন্নয়ন পর্যদের বার্ষিক সাধারণ সভা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  দক্ষিণ ২৪ পরগণার জেলা শাসক,  পি. উলগানাথন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, জিডিবির চেয়ারম্যান শ্রীমন্ত মালিক, পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা, এসডিও কাকদ্বীপ, বিবিধ কাকদ্বীপ, জয়েন্ট বিবিধ কুলপী এবং অ্যাসিসটেন্ট ইন্জিনিয়ার সৌরজিত ঘোষ দস্তিদার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিধান ঘৌরী প্রমুখ। 

এদিন আসন্ন গঙ্গাসাগরকে আরও বেশি করে আকর্ষনীয় করে তুলতে বেশ কিছু প্রকল্পের কথা ঘোষনা করা হয়।যেখানে সাগরের অধীনে থাকা ২৩ টা ব্লকে রাস্তাঘাট, বিদ্যুতায়ন,সেতু নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন প্রকল্পে টাকা বরাদ্দের করা ঘোষনা করা হয়। এদিন জেলার জেলাশাসক পি উলগানাথন বলেন, গঙ্গাসাগরে আরো অত্যাধুনিক পরিষেবার ব্যবস্হা গড়ে তোলা হবে যাতে পশ্চিম বঙ্গের এই জেলা আগামী দিনে পর্যটনে এক নম্বরে থাকে।

এদিন তিনি বলেন গঙ্গাসাগরকে জাতীয় তীর্থস্থানের মর্যাদায় ভূষিত করতে তাদের চেষ্টা চলছে।একই বক্তব্য রাখেন সুন্দর বন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি বলেন আগামী দিনে লট এইট থেকে নদীর উপর ব্রীজ নির্মানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পি পি পি মোডেলে উদ্যোগী হয়েছেন যার শিলান্যাস খুব শীঘ্রই হতে চলেছে।এদিন পর্যদের চেয়ারম্যান শ্রীমন্ত মালিক গঙ্গাসাগর বকখালী উন্নয়ন পর্যদের বিভিন্ন বিষয়ে উন্নয়ন সংস্কার ইত্যাদির উপর আলোচনা করেন ও বরাদ্দকৃত অর্থের পরিমাণ কত তা জানান। 

এদিনে করোনায় আক্রান্ত এক সাংবাদিকের স্ত্রীর হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়াও ওই মহিলার এক ছেলেকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। একইভাবে এক ব্যাক্তিকে চিকিৎসা খাতে সাহায্য স্বরূপ স্বস্হ্যসাথী কার্ড প্রদান করা হয় যার বিনিময়ে তিনি আগামী দিনে তার দুরারোগ্য রোগের চিকিৎসা র জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থ সাহায্য পাবেন।


Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়