অসমে বন্যা কবলিত এলাকায় বাঁশের ভেলায় চড়ে রান্না করা খাবার দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ

সুপ্রকাশ চক্রবর্তীঃ ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত এলাকায় যাওয়ার ব্যবস্থাও নেই। এই অবস্থায় নৌকো বা ভুটভুটি না পেয়ে অবশেষে বাঁশের ভেলায় চড়েই বন্যা দুর্গত মানুষদের মধ্যে ত্রান বিতরনের কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ৷ সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা শিলচর শহরে ইতিমধ্যেই শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খিচুড়ি দেওয়ার কাজ শুরু করেছে।

কলকাতার বালিগঞ্জ থেকে সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজের উদ্যোগে অসমে ত্রান সামগ্রী পাঠানো হয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন শাখা কেন্দ্র থেকে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা পৌছে গেছেন শিলচরে। বন্যায় শিলচর ভারত সেবাশ্রম সঙ্ঘের একতলা ডুবে গেছে৷ ডুবেছে সঙ্ঘের স্কুলও। এই অবস্থায় সেখানেই শুরু হয়েছে ত্রান বিতরনের কাজ। 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....