Posts

Showing posts from July, 2023

National Institute of Pharmaceutical Education and Research (NIPER), Kolkata

Image
28th July, 2023 (Friday) The 11th Convocation of the National Institute of Pharmaceutical Education and Research (NIPER), Kolkata was held on Friday (28-07-2023). Hon’ble Governor of West Bengal, Dr. C.V. Ananda Bose, graced the occasion as the Chief Guest. He mentioned in his convocation address, that the pharmaceutical sector in India has played a pivotal role in ensuring access and affordability of good-quality drugs across the country.  He motivated the students with his words of wisdom, “Medicine takes care of the body and education takes care of the mind.” Advised to inculcate knowledge, train and control the mind in order to overcome obstacles in their upcoming future. He congratulated the degree recipients and those who built this institute over the years.  75 Masters and 9 PhD degrees;12 Gold Medals and 4 Best Thesis awards were awarded to the students by the Hon’ble Governor during this convocation. The Hon’ble Governor inaugurated the Center for Marine Therapeutics at NIPER

'JIS School of Medical Science & Research' in Santragachi, Howrah

Image
  Howrah, 24th July 2023: Mamata Banerjee, Hon’ble Chief Minister of West Bengal remotely inaugurated the 'JIS School of Medical Science & Research' on July 24, 2023. JIS Group, a renowned educational conglomerate, in association with the Department of Health & Family Welfare, Government of West Bengal has started the 'JIS School of Medical Science & Research' in Santragachi, Howrah in Public-Private Partnership (PPP) mode. Sardar Taranjit Singh, Managing Director, JIS Group and members of the Governing Board of JIS Group were present on the occasion. During the inauguration ceremony, several key dignitaries from the medical and educational sectors were also present, underscoring the widespread recognition and support garnered by this initiative. The JIS Group had signed an MOU at the 'Bengal Global Business Summit' with the Department of Health & Family Welfare, Govt. of West Bengal, to establish the 'JIS School of Medical Science &

সৌন্দর্য্যর হাতিয়ার কাবেরীর "কেয়ার ইউ"

Image
নিজস্ব সংবাদ দাতাঃ  কাবেরী সাহা। বাবা কমল করের ইচ্ছায় ও অনুপ্রেরনাতে বড় হয়ে উঠা এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ের স্বপ্ন ছিল মানুষের জন্য কিছু একটা করার। অশোকনগর থেকে  দুর্গানগরে স্বামী ইন্দ্রনীল সাহার সাথে বিবাহবন্ধন এবং একমাত্র কন্যা কেয়া কে নিয়ে আজ বহু মানুষের প্রতিপালকের ভূমিকায় কাবেরী। আজ এক বুক স্বপ্নের কারিগর কাবেরীর বাঙলার ঘরে ঘরে তাঁর তৈরী করা সৌন্দর্য্য পরিচর্যার হাতিয়ার "কেযার ইউ" প্রোডাক্ট পৌছে দিচ্ছেন। তাঁরই উদ্দ্যোগে রূপ সজ্জার নতুন দুটি প্রোডাক্টের সূচনা হল।"আণ্টি ব্লেমিশ ক্রিম" এবং "এক্সপার্ট হেয়ার কালার শ্যাম্পু"। কাবেরী এবং মেয়ে কেয়া সাহা টালিগঞ্জের অভিনেত্রী মৌবনী সরকারের হাতে তুলে দিলেন নতুন প্রোডাক্ট দুটি। কর্ণধার কাবেরী জানালেন- অনেক মানুষের স্বচ্ছলতা থাকা স্বত্বেও  সৌন্দর্যের সঠিক পরিচর্যা করতে পারে না, বলিরেখা  বা বার্ধক্যে কালো ছোপ ছোপ দাগ ,স্ট্রেচ মার্ক, বার্থ মার্ক ইত্যাদি ইত্যাদি। এই অত্যাধুনিক যুগে  মডার্ন টেকনিকের সহাহতায় মানুষ কে সুন্দর  করা যেতে পারে। সেই চিন্তা মাথায় নিয়েই মডার্ন ট্রিটমেন্টের উপর ডিপ্লোমা করে

কলকাতা ও পূর্বাঞ্চলের প্রথম হাইপারবারিক অক্সিজেন থেরাপি সেন্টার খোলা হয়েছে।

Image
  নিজস্ব সংবাদ দাতাঃ  প্রথম হাইপারবারিক হিসাবে কলকাতা শহর এবং সমগ্র পূর্ব অঞ্চলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন ছিল  অক্সিজেন থেরাপি সেন্টার বা এইচবিওটি, যা জনপ্রিয়ভাবে পরিচিত, 4 সি গোপাল ব্যানার্জিতে খোলা হয়েছে রোড, কলকাতা- 25. হরিশ মুখার্জি রোডে হরিশ পার্কের প্রান্তে অবস্থিত, কেন্দ্রটি হবে শহরের নাগরিকদের পাশাপাশি সমগ্র পূর্বাঞ্চলের নাগরিকদের জন্য চিকিৎসা সুস্থতায় বিপ্লব ঘটাবে।এই কেন্দ্রের উদ্বোধন করেন প্রখ্যাত ফাংশনাল মেডিসিন প্র্যাকটিশনার পূজা কারনানি আগরওয়াল শহরের স্বনামধন্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. মনোজ গুপ্ত, এইচবিওটি বিশেষজ্ঞ এবং প্রো ওয়েল-এর পরিচালক৷ HBOT. তিনি বিশেষভাবে এই অনুষ্ঠানের জন্য শহরে উড়ে এসেছিলেন এবং থেরাপির মূল্যবান ইনপুটগুলি ভাগ করেছিলেন অনুষ্ঠানে উপস্থিতদের সাথে সুবিধা। এইচবিওটি থেরাপি আমাদের শরীরকে দ্রুত নিরাময় করতে সাহায্য করে, এইভাবে পুনরুদ্ধারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এটা আরোগ্য যে কোনো ধরনের ক্ষত, সংক্রমণ, সার্জারি, বা বিকিরণ থেকে পার্শ্বপ্রতিক্রিয়া অনেক দ্রুত। এটি সাহায্য করে ক্রীড়া আঘাত এবং পুনর্বাসন এইভাব

তেইশ শতকে ধর্ম ও বিজ্ঞানের সংযোজন :-

Image
কলমে :- বেবি চক্রবর্ত্তী- বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেলের মাধ্যমে "শিবলিঙ্গ" বিশ্লেষণ করলে, তিনটি খাঁজ আসলে পরমাণুর তিনটি উাপাদান— প্রোটন, নিউট্রন ও ইলেকট্রনের প্রতীক হিসেবে চিত্রায়িত করা যায়। এই তিনটি উপাদান দিয়েই তৈরি হয়েছে বিশ্বব্রহ্মাণ্ড। অর্থাৎ ব্রহ্মাণ্ডের গঠনের প্রতীক হল শিবলিঙ্গ। লিঙ্গ শব্দের অর্থ সংস্কৃতে ‘চিহ্ন বা প্রতীক’। "লয়ং যাতি ইতি লিঙ্গম্"- অর্থাৎ যাঁর মধ্যে সমস্ত কিছু লয় প্রাপ্ত হয়, তাই লিঙ্গ। লিঙ্গ শব্দটির উৎপত্তি সৎস্কৃত লিঙ্গম্ শব্দ থেকে যার অর্থ প্রতীক বা চিহ্ন। এতে প্রত্যেক শব্দের মূল শব্দ বা ধাতু  'শিব" শব্দ সিদ্ধ  হয়| "বহুল-মেতন্নিদর্শনম্" এই প্রমাণ হইতে "শিবু" ধাতু মানা যায়। যিনি কল্যাণস্বরূপ এবং কল্যাণকর্ত্তা এরূপ পরমেশ্বরের নাম "শিব" হইয়াছে। শিব শব্দের অপর একটি অর্থ হল যাঁর মধ্যে প্রলয়ের পর বিশ্ব নিদ্রিত থাকে; এবং লিঙ্গ শব্দটির অর্থও একই – যেখানে বিশ্বধ্বংসের পর যেখানে সকল সৃষ্ট বস্তু বিলীন হয়ে যায়। কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কাজ করার সময় এরভিন শ্রোডিঙ্গার ও নীলস বোর দুজনেই বেদান্ত নিয়ে উদ্ধৃতি দি

প্রতিবাদ এবং ধিক্কার মিছিল

Image
বলরাম বোসঃ  মনিপুরে দীর্ঘ ৩ মাস ধরে উত্তেজনা চলছে এবং কয়েকদিন আগে দুজন মহিলার উপর যে অমানবিক ঘটনা ঘটানো হয় যে ছবি ভাইরাল হয়েছিল যার ফলে সারা দেশ জুড়ে বিক্ষোভে মানুষ নেমেছিল সেই ঘটনার প্রতিবাদে এবং মালদায় এক মহিলাকে যেভাবে মারা হয়েছে তার প্রতিবাদে মনিপুর এবং মালদায় ঘটনার প্রতিবাদে ধিক্কার জানিয়ে সিপিআইএম টেক্সমেকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ ধিক্কার মিছিল সংঘটিত হয় যা এরিয়া কমিটির অফিস থেকে শুরু হয়ে ওল্ড নিমতা রোড এসপি মুখার্জি রোড হয়ে দেশপ্রিনগরের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এই মিছিল শেষ হয় দেশপ্রিয় নগর বাজার মোড়ে এই প্রতিবাদ এবং ধিক্কার মিছিল উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য ঝন্টু মজুমদার সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম নেতৃত্ব এবং এরিয়া কমিটির সম্পাদক প্রদীপ মজুমদার এই প্রতিবাদ এবং ধিক্কার মিছিলে ছাত্র যুব মহিলা এবং শ্রমিক সর্বস্তরের মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে | 

কালীঘাট স্পোর্টস‌‌‌ লাভার্স অ্যাসোসিয়েশনের জার্সি উন্মোচন

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, কালীঘাট স্পোর্টস্ লাভার্স অ্যাসোসিয়েশন - এর জার্সি উন্মোচিত হলো। ২২ জুলাই শনিবার, দক্ষিণ চব্বিশ পরগণার কামালগাজির নেতাজি সুভাষ স্পোর্টস্ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই জার্সি উন্মোচন করা হয়। সেই সঙ্গে সংস্থার একটি ওয়েবসাইটের সূচনা হয়।  অনুষ্ঠানে কালিঘাট স্পোর্টস্ লাভার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার কার্তিক (বাবুন) ব্যানার্জী বলেন, তাঁর দল যাতে সুপার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসি বেগম, আই এফ এ সভাপতি অনির্বাণ দত্ত, রাজপুর- সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ড. পল্লব দাস, রাজপুর - সোনারপুর পৌরসভার সি আই সি নজরুল আলি মন্ডল, AIFA ম্যাচ কমিশনার সুদেষ্ণা মুখার্জী প্রমুখ।

খরদা উন্নয়নের কান্ডারী হিসেবে ছিলেন তিনি

Image
  বল রামবোসঃ  দীর্ঘ রোগে আক্রান্ত হয়ে আকস্মিক ৬৮ বছরে প্রয়াণ হল খরদাহ উন্নয়নের কান্ডারী এলাকায় এই খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে, খড়দহ অঞ্চল জুড়ে কল্যাণ মুখার্জি ৬৮ বছর বয়সে দীর্ঘ দিন ধরে রোগে আক্রান্ত ছিলেন দু'বছর ধরে ডাইলোসিস চলছিল আজ সন্ধ্যা ছটা তার মৃত্যু হয় খড়দহ স্টেশন রোডে একটি বেসরকারি হাসপাতালে কল্যাণ মুখার্জি সিপিআইএম পার্টির ১৯৭৭ সালে সদস্য পদ অর্জন করেন ১৯৮৯ সালে যুক্ত খড়দহ সিপিআইএম আঞ্চলিক কমিটির সম্পাদক নির্বাচিত হন সিপিআইএম দক্ষিণ জোনাল কমিটির দীর্ঘদিনের সদস্য ছিলেন ১৯৯৮ সালে সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য ছিলেন দীর্ঘদিন ধরে ব্যারাকপুর দক্ষিণ জোনাল কমিটি ভাগওয়ার পরে টিটাগর খড়দহ জোনাল কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এই সম্পাদক পদে দীর্ঘদিন ধরে তিনি ছিলেন খরদা উন্নয়নের কান্ডারী হিসেবে ছিলেন তিনি খড়দহ স্টেশন রোড সম্প্রসারণ করা নতুন করে খরদা স্টেশন থেকে রহড়া বাজার অব্দি সম্প্রসারণ করা খরদা স্টেডিয়াম বিবেকানন্দ স্টেডিয়াম ও খড়দহ রবীন্দ্র ভবন গড়ে তোলা খড়দহ পুষ্প প্রদর্শনী কমিটি যা রাজ্যের বুকে একটি প্রতিষ্ঠিত বৃহত্তম পুষ্প প্রদর্শনীত

LGBTQ ফ্যাশন শো এবং সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন।

Image
  নিজস্ব সংবাদ দাতাঃ কলকাতা, ২০২৩, বাংলায় LGBTQ সম্প্রদায়ের মূল স্রোতে অন্তর্ভুক্তি এবং প্রতিভা তুলে ধরার লক্ষ্যে এবং সমাজের সর্বস্তরে সমতা প্রচারে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাঞ্জেল নবজীবন ওয়েলফেয়ার সোসাইটি. আর এই প্রেক্ষাপটে  সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন  আন্তর্জাতিকভাবে প্রশংসিত বিউটি কুইন এবং অভিনেত্রী সঙ্গীতা সিনহা, প্রতিষ্ঠাতা, অ্যাঞ্জেল নবজীবন ওয়েলফেয়ার সোসাইটি. পশ্চিমবঙ্গের LGBTQ সম্প্রদায়ের অপরিসীম প্রতিভাকে তুলে ধরার জন্য একটি অসাধারণ অনুষ্ঠান ৩০ জুলাই ২০২৩-এ.  "আলপিন" শিরোনামে একটি অনুপ্রেরণামূলক LGBTQ ফ্যাশন শো এবং সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন। যেখানে এই সম্প্রদায়ের সদস্যরা একটি মর্যাদাপূর্ণ মঞ্চে তাঁদের অনন্য প্রতিভা এবং সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পাবেন। এই অনুষ্ঠান সমাজের মূলস্রোতে তাঁদের অন্তর্ভুক্তি সহজতর করে তুলবে। Eastern Metropolitan Club-e আয়োজিত হবে এই অনুষ্ঠান। বাংলার LGBTQ সম্প্রদায়ের  শৈলী, সৌন্দর্য এবং ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরাই এর উদ্দেশ্য। পশ্চিমবঙ্গে প্রথমবার আয়োজিত এই উদ্যোগের লক্ষ্য হল প্রচলিত বাধা স

জমকালো অনুষ্ঠানে

Image
  নিজস্ব সংবাদ দাতাঃ কলকাতা, ২০২৩,  ডিএস প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট   জুলাই   এন এক্স লাউঞ্জে একটি মেগা র‌্যাম্প শো উপস্থাপন করেছে। Oriflame India দ্বারা চালিত, দেবলীনা মুখোপাধ্যায় এবং শর্মিষ্ঠা ব্যানার্জি দ্বারা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি চন্দ্রিমা বসু (আর আর ফ্যাশন হাব), ল্যাকমে একাডেমি (রাশবিহারী ও নাগের বাজার) দ্বারা ভালভাবে সমর্থন করেছিল। গ্লিটজি শোটি পরিচালনা করেছেন সৌরভ টিটু বন্দ্যোপাধ্যায়। সব বয়সী প্রায় ৮০ জন প্রতিভাবান মডেল এই জমকালো অনুষ্ঠানে অংশ নেন।   Oriflame Brand পার্টনার হিসেবে আয়োজকদের লক্ষ্য হচ্ছে মানুষকে তাদের স্বপ্ন ও ইচ্ছা পূরণের জন্য আর্থিকভাবে স্বাবলম্বী করা

সাবিকে চমকে দিয়েছে এই খুদে লেখক।

Image
  নিজস্ব সংবাদ দাতাঃ কলকাতা, 19th july , 2023:  যে বয়সে তার সহপাঠীরা খেলা ধুলা করে বেড়াচ্ছে। সেই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে ফেললেন ঐন্দ্রিলা চক্রবর্তী। ঐন্দ্রিলা ইউএই তে ব্রিটিশ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে সাবিকে চমকে দিয়েছে এই খুদে লেখক। শিশু ও তরুণ প্রাপ্ত বয়স্কদের জন্য তার এই বই প্রকাশ পেয়েছে নোশান প্রেস থেকে। বইয়ের নাম দ্যা এডভেঞ্চার অফ লিজেন্ডারি কুইন। ই কমার্স সংস্থা আমাজন ও ফ্লিপকার্টে এই বইটি সহজ লোভ্য। এটি তাঁর র প্রথম বই।   ইতি মধ্যে ইয়ুথ ইন্ডিয়ান রাইটার পুরস্কার পেয়েছেন ঐন্দ্রিলা চক্রবর্তী। বুধবার কলকাতা সাংবাদিক  প্রকাশিত হল ঐন্দ্রিলার বইটি। এদিন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন. মনি শংকর চক্রবর্তী, চিত্রা দে, সত্যব্রত ঘোষ, ভাস্বর চ্ট্টপাধ্যায়, উমা ভট্টাচার্য, মৃগাঙ্ক ব্যানার্জী ও সুমন গুপ্ত শর্মা সহ সমাজের বিশিষ্টজনেদের পাশাপাশি উপস্থিত ছিলেন কিংস্টন মডেল স্কুলের ছাত্রছাত্রীরা। সে আগামীতে আরো বড় লেখক হয়ে উঠুক প্রার্থনা করলেন সকলেই। সমগ্র অনুষ্ঠানটির আয়োজনে ছিল কিংস্টন এডুকেশন ইন্সটিটিউট, বারাসাত।           

পুজোর সঙ্গে পূজাবার্ষিকী অঙ্গ হয়ে উঠছে। সাহিত্যিকদের লেখায় ভরপুর হয়ে উঠে পূজাবার্ষিকী।

Image
নিজস্ব সংবাদ দাতাঃ কলকাতা,   কথায় বলে মর্নিং শোজ দ্যা ডে। সকাল বলে দেয় দিনটা কেমন যাবে। সংবাদ দর্পণ বুঝিয়ে দিল বাংলার প্রথমসারির ম্যাগাজিনের তালিকায় জায়গা করে নিতে চলেছে তার প্রচ্ছদের আত্মপ্রকাশ। প্রচ্ছদের ছবি ভারতের প্রথম সিলিকন দুর্গা,যা গত বছর বরাহনগরে ন'পাড়া দাদাভাই সংঘের প্রতিমা।প্রচ্ছদের ছবিটি পুরষ্কার প্রাপ্ত বলে জানান, সংবাদদর্পণ-এর সম্পাদক সৌরভ দত্ত। ইতিমধ্যেই রাজ্য থেকে দেশ এমনকি বিদেশেও বহু মানুষের   কবিতা, গল্প, সহ অন্যান্য বিভাগের লেখা   ম্যাগাজিনে   প্রকাশ জন্য সেজে উঠছে প্রথম পূজাবার্ষিকী। প্রভাতের প্রথম আলোয়   সংবাদ দর্পণ শারদীয়া সংখ্যার পথচলা শুরু করছে। সেই সংবাদ দর্পণ ওপর প্রভাতের কিরণ এবার আরও উজ্জ্বল। প্রভাতের ঝলমলে সূর্যকিরণের মতই এবারের উপস্থাপনা নজর কাড়বে। একগুচ্ছ মন ছুঁয়ে যাওয়া গল্প তো থাকছে, সেইসঙ্গে থাকছে কবিতার সম্ভার, টানটান রহস্য কাহিনি। অন্য ধারার প্রবন্ধ, ভ্রমণ কাহিনি, বিশেষজ্ঞ চিকিৎসকের কলমে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ,   জিভে জল আনা সব রান্নার রেসিপি।   অনেকের মনে হতে পারে অন্য বিভাগ তো সব ঠিক আছে কিন্তু শারদীয়ায় চিকিৎসা সংক্রান্ত লেখা

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে উপনিষদ

Image
  সৌরভ দত্ত : গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে উপনিষদ  আয়োজিত "গুরু প্রনাম" অনুষ্ঠিত হল বিড়লা আকাদেমি অফ আর্ট কালচার প্রেক্ষাগৃহে । "উপনিষদ" গ্রন্থে রবীন্দ্রসঙ্গীতের মেলবন্ধন পাপড়ি গাঙ্গুলির পরিচালনায় পরিবেশন করেন উপনিষদ-এর ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে এক অনন্য ভূমিকায়  বাচিক শিল্পী দেবাশীষ বসু সঙ্গীত পরিবেশন করেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কন্যা মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় হংসধ্বনী-র শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুরে সঙ্গীতের মধ্যে দিয়ে গুরুর প্রতি অর্ঘ্য  নিবেদন করেন পাপড়ি গাঙ্গুলি,বিপ্লব কুন্ডু,সায়ন্তনী ঘোষ, বিশ্বনাথ হাজরা, সুপর্না বন্দ্যোপাধ্যায়,কৌস্তভ চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনী নীলিমা বন্দ্যোপাধ্যায়,কন্যা মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়,দেবাশীষ গাঙ্গুলি,অনির্বাণ বন্দ্যোপাধ্যায়,অনিতা দাস,সুমিতা বৈরাগী।

প্রোটিনেক্স ঘোষণা করল প্রোটিনেক্স প্রোটিন অভিযান ২০২৩

Image
  দেবাঞ্জন দাস:  কলকাতা, শুক্রবার , ৭ই জুলাই’ ২০২৩:   প্রোটিনেক্স লঞ্চ করল প্রোটিনেক্স প্রোটিন অভিযান ২০২৩ – এক দেশব্যাপী সচেতনতা গড়ে তোলার উদ্যোগ, যা ভারতে অপর্যাপ্ত প্রোটিন খাওয়ার আশু সমস্যাকে তুলে ধরবে। ২০১৭ সাল থেকে প্রোটিনেক্স ভারতে প্রোটিন খাওয়ার অভ্যাসের রূপান্তর ঘটানো এবং সচেতনতা গড়ে তোলার দেশজোড়া আন্দোলন পরিচালনা করার কাজে সামনের সারিতে থেকেছে। প্রোটিনেক্স প্রোটিন অভিযানের মাধ্যমে এই ব্র্যান্ড আরও বড় প্রভাব ফেলতে তৈরি। এই অভিযান ব্যক্তিদের ক্ষমতায়ন করতে এবং আরও স্বাস্থ্যবান ভারত গড়ে তুলতে প্রোটিনেক্সের দায়বদ্ধতাকে আরও জোরদার করবে। ২০২২ সালে প্রোটিনেক্স প্রোটিন অভিযান ২০ মিলিয়ন মানুষের কাছে ১৫০ হাজার শপথ নিয়ে পৌঁছে যাওয়ার অসাধারণ লক্ষ্য পূরণ করেছিল। প্রোটিনেক্স হল আন্তর্জাতিক খাদ্য ও পুষ্টি কোম্পানি ড্যানোন ইন্ডিয়ার ব্র্যান্ড, যা ১২০টার বেশি দেশে চলে। প্রাপ্তবয়স্কদের পুষ্টির ক্যাটেগরিতে এই মুহূর্তে ২৭% মার্কেট শেয়ার (এপ্রিল ’২৩ নিয়েলসেন রিপোর্ট অনুসারে) সমেত প্রোটিনেক্স নিজেদের এই ক্যাটেগরির শীর্ষে প্রতিষ্ঠা করেছে। প্রোটিনেক্স প্রোটিন অভিযান ড্যানোনের ‘এক গ্রহ, এক স্বাস্থ্য

পথ চলা শুরু সাইরক্ষা'র, হার্ডওয়্যার হ্যাকিং-এর খুঁটিনাটি প্রদর্শন পড়ুয়াদের

Image
  নিজস্ব সংবাদ দাতাঃ   কলকাতা, শনিবার , ১৫ জুলাই’ ২০২৩: বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষ্যে ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং-এর পড়ুয়াদের হাত ধরে শুরু হল কলকাতার প্রথম সাইবার সিকিউরিটি ক্লাব 'সাইরক্ষা'-র পথ চলা। সাইবার ক্লাবটির মূল পরিচালক কলকাতার সাইবার সিকিউরিটি বিষয়ের পড়ুয়ারা এবং তাঁদের পরামর্শ দিতে পাশে থাকবেন এই ক্ষেত্রের দক্ষ পেশাদাররা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেশ্যাল ব্রাঞ্চের অ্যাডিশনাল সিপি কল্যাণ মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গের আইটি অ্যান্ড ই ও স্টেট ইনফরমেশন সিকিউরিটি অফিসার এবং যুগ্ম সচিব সঞ্জয় কুমার দাস, হিডকো'র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিষ সেন, এবং নাসকম-এর রিজিওনাল হেড নিরুপম চৌধুরী। কর্মসংস্থান, উদ্যোক্তা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য ও এগুলির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপিত হয়। বেকারত্ব, কর্মহীনতা এবং সঠিক মানের শিক্ষা ও প্রশিক্ষণে প্রবেশাধিকারের অভাবের ক্ষেত্রে বিশ্বব্যাপী তরুণরা যে ধরণের সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেগুলিকেও স্বীকৃতি দেওয়া হয় এদিন। এই বিষয়ে ইন্ডিয়ান স্কুল অফ অ্যান্টি হ্যাকিং-এর ম্যানেজিং ডিরেক্ট

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চিকিৎসা-প্রযুক্তির সমাধান, পথ দেখাল অ্যাডামাস

Image
নিজস্ব সংবাদ দাতাঃ বারাসাত, সোমবার , ১০ই, জুলাই’২০২৩,  সম্প্রতি পরিকল্পনা ও উন্নয়ন ক্ষেত্রে উৎকর্ষতার কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে মউ চুক্তি স্বাক্ষর করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয় ও কলকাতা-ভিত্তিক চিকিৎসা প্রযুক্তি সংস্থা স্টেরোভিজ পিক্সেলস প্রাইভেট লিমিটেড। পূর্ব ভারতে ক্রমাগত বাড়তে থাকা অস্ত্রোপচার পরিকল্পনা মডেল ও অন্যান্য সামগ্রীর চাহিদা পূরণের লক্ষ্যই ছিল এই মউ চুক্তির মূল উদ্দেশ্য। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের তরফে এই কেন্দ্রের ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়া হয়েছে, যেখানে মেড-টেক সংস্থা স্টেরোভিজ পিক্সেলস, কৃত্রিম বুদ্ধিমত্তা মারফত অস্ত্রোপচারের পরিকল্পনা, রোগী-ভিত্তিক প্রতিস্থাপন পদ্ধতি ও আধুনিক চিকিৎসা-প্রযুক্তির বিভিন্ন ধরণ কার্যকরী করে তুলবে।  বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সুরঞ্জন দাসের উপস্থিতিতে এই মউ চুক্তি স্বাক্ষর করেন রেজিস্ট্রার শৌভিক রায় চৌধুরী এবং স্টেরোভিজ পিক্সেলস-এর সিইও সাম্যদীপ রায়।

আর মাত্র ৭২ ঘণ্টা বাকি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে, কিন্তু জীবিত আছে ভোটার লিস্টে নাম নেই :

Image
নিজস্ব সংবাদ দাতাঃ  বুধবার, ৫ই জুলাই, ২০২৩’  আর মাত্র ৭২ ঘণ্টা বাকি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কিন্তু ভোটার লিস্টে পরিবারের অন্যান্য সদস্যদের নাম থাকলেও সুলেখা চক্রবর্ত্তী নিজের নাম নেই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলায় বারুইপুর অন্তরগত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভারতের নির্বাচন কমিশন পরিচয় পত্র আছে।              নাম্বার ( W/18/104/516161) নির্বাচকের নাম সুলেখা চক্রবর্ত্তী, বয়স ৫৪ বছর।  সুলেখা চক্রবর্ত্তীর  পরিচয় পত্রটি তৈরি হয় ০১/০১/১৯৯৫ সালে।  ওই মহিলা যখন দেখলেন সংশ্লিষ্ট ১২১ নং বাড়ির অন্যান্য সদস্যদের নামের ভোটের স্লিপ এসেছে কিন্তু জীবিত সুলেখা চক্রবর্তী নামে কোনো ভোটার স্লিপ আসেনি।  তারপর নামের লিস্টে সার্চ করলে দেখা যাচ্ছে নামের ওপর 'ডিলিট' লেখা স্ট্যাম্প মারা আছে। ভোটার লিস্টে পরিবারের এটা দেখে হতচকিত হয়ে যান সুলেখা চক্রবর্তী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এই বিষয় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানার চেষ্ঠা করা হলে দেখা যায় পঞ্চায়েত ভোটের নামের লিস্টে ওনার নামই নেই, ভোটার তালিকা থেকে সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে ওনার নাম।  এই বিষয় পরিবারের অন্যান্য সদস্য সহ স্

স্বামীজী এবং নেতাজী ও প্রভুপাদের স্পর্শে দর্শনের পুস্তক এবার ডিজিটাল ফর্মে

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ কলকাতা, বিংশ শতাব্দীর তিন উজ্জ্বল জ্যোতিষ্ক -স্বামী বিবেকানন্দ, শ্রীল প্রভুপাদ ও নেতাজী সুভাষ চন্দ্র বসু। আর এক অদ্ভুত সমাপতন এই যে তিন দেশনায়ক উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন।এই কলেজে অধ্যয়নকালে তাঁদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান ও চেতনার  উন্মেষ ঘটতে শুরু করে।  কলেজের দিনগুলিতে গ্রন্থাগারে গিয়ে তাঁরা মাঝে মধ্যেই ঘন্টার পর ঘন্টা দর্শনের বিভিন্ন গ্রন্থের মধ্যে ডুবে থাকতেন। আর এমনই সব তথ্য পাওয়া যাচ্ছে কলেজের তৎকালীন ইতিহাস থেকে। এবার এই তিন মহাপুরুষের হাতের স্পর্শ পাওয়া দর্শনের সেই সব গ্রন্থের ডিজিটাইজেশানের কাজ শুরু করল স্কটিশ চার্চ কলেজ। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'দর্শন এষণা' এই কাজে আর্থিক‌ ও কারিগরী‌ সহযোগিতা দিয়ে সাহায্য করেছেন কলকাতার ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার। কলেজের গ্রন্থাগারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডিজিটাইজেশান প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষা ডক্টর মধুমঞ্জুরি মন্ডল। তিনি বলেন, কলেজের জন্মলগ্ন অর্থাৎ ১৮৩০ ক্ষীষ্টাব্দ থেকে সংরক্ষিত প্রায় ১০০০ এর বেশি দুষ্প্রাপ্য দর্শণের বই রয়েছে কলেজের গ্রন্থাগারে। এই সব মহাপুরু

ইন্সটিটিউট অফ হাইড রিসার্চের উদ্যোগে চিকিৎসক দিবস পালন

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ কলকাতা,  পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়,চিকিৎসক হিসেবেও তিনি ছিলেন প্রবাদপ্রতিম।  তাঁর জন্মদিনকে স্মরণ করেই আজ পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হচ্ছে রাজ্য জুড়ে।  ইন্সটিটিউট অফ হাইড রিসার্চ এন্ড এডুকেশানের উদ্যোগে  স্বামী বিবেকানন্দস এন্সেস্ট্রাল হাউস এন্ড কালচারাল সেন্টারে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস। শনিবার এই দিনটি উদযাপন অনুষ্ঠানের সুচনা করেন সেন্টারের সেক্রেটারি স্বামী জ্ঞানালোকানন্দ। উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অফ হাইড রিসার্চ এন্ড এডুকেশানের সভাপতি বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর অশোক কুমার প্রধান ও সেক্রেটারি ডক্টর অমলেন্দু প্রধান,কনভেনার ডক্টর সাইদুল ইসলাম সহ বহু বিশিষ্ট ব্যাক্তি। স্বামী জ্ঞানালোকানন্দ বলেন,স্বামী বিবেকানন্দ বলতেন, ওঠো জাগো, যতদিন না লক্ষ্যে পৌঁছতে  পারছ থেমে  যেও না।আমাদেরও স্বামীজীর সেই আদর্শকে পাথেয় করে এগিয়ে যেতে হবে।  অনুষ্ঠানের উদ্যোক্তা ডক্টর অশোক প্রধান বলেন, এই চিকিৎসক দিবসে আমাদের শপথ নিতে হবে আমরা যেন হোমিওপ্যাথির সঠিক নিয়ম মেনে চিকিৎসা করি। তিনি বলেন, স্যামুয়েল হ্যানিম্যান যে সিঙ্গল মেডিসিন দ্বারা

ফুসফুস প্রতিস্থাপন প্রাণ বাঁচাল ১৬ বছর বয়সী যুবকের

Image
দেবাঞ্জন দাস,   কলকাতা,  শনিবার,  ১লা, জুলাই ’২০২৩,  মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল,  অসাধারণ কৃতিত্বের অধিকারী হল যেখানে বাংলা তথা পূর্ব ভারতের প্রথম ফুসফুস প্রতিস্থাপন সফলভাবে করা সম্ভব হল। এই প্রতিস্থাপন করা হল ১৬ বছর বয়সী স্বপ্নিল বিশ্বাসের, যে শ্বাসকষ্টে ভুগছিল দুর্ভাগ্যবশতঃ প্যারাকোয়াট খেয়ে ফেলার জন্য। দেখা গিয়েছে যে প্যারাকোয়াট খুবই বিষাক্ত এবং এই কারণে মৃত্যুহার খুব বেশি এবং এর পর্যাপ্ত চিকিৎসা নেই বললেই চলে।  হসপিটালে এই অস্ত্রোপচার করা হয় গত ২৪শে জুন, যেখানে যুক্ত ছিলেন ডঃ কুণাল সরকার, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মেডিকা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সের কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট, ডঃ দীপাঞ্জন চ্যাটার্জি, ডিরেক্টর ইকমো এবং থোরাসিক অর্গান ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম, ফিজিশিয়ান, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের কার্ডিওপালমোনারি কেয়ার স্পেশালিস্ট। এছাড়া এই অস্ত্রোপচারে যুক্ত ছিলেন ডঃ সৌমজিত ঘোষ, ডঃ সপ্তর্ষি রায়, ডঃ এম বি দা, ডঃ তনগনিকা কোলে, ডঃ হীরক মজুমদার, ডঃ ঋতুপর্ণা দাস, ডঃ শৈবাল ত্রিপাঠী এবং মি.দেবলাল পণ্ডিত। পুরো রাত ধরে এই অস্ত্রোপচার হয়

হোন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়া মেদিনীপুরে বিগউইংয়ের উদ্বোধন করল

Image
দেবাঞ্জন দাস,   কলকাতা,   শনিবার,   ১লা, জুলাই’২০২৩,  হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই)  মেদিনীপুরে একটি সম্পূর্ণ নতুন প্রিমিয়াম মোটরসাইকেল বিক্রয় ও পরিষেবা আউটলেট - হোন্ডা বিগউইং (Honda BigWing) -এর উদ্বোধন করেছে।  মৌজা - আবাসগড়, জেএল নং. - ১৯১, প্লট নং ১৬২/২৫১, পোস্ট - আবাস, থানা - কোতওয়ালি, জেলা - পশ্চিম মেদিনীপুর, পিন - ৭২১১০২ এ অবস্থিত এই স্টোরটির সুবিধার লক্ষ্য হল নতুন এবং সম্ভাব্য গ্রাহকদের মধ্যে #GoRidin চেতনাকে উন্নত করা। উচ্চাকাঙ্ক্ষী গ্রাহকদের জন্য তাদের শেষ মাইল উপস্থিতি প্রসারিত করে, বিভেদযুক্ত বিগউইং ১২৭ টিরও বেশি অপারেশনাল টাচপয়েন্টে অভিজ্ঞতা লাভ করতে পারে।  পশ্চিমবঙ্গ এ, কোম্পানিটি বর্তমানে এইচএমএসআই থেকে উত্তেজনাপূর্ণ প্রিমিয়াম অফার সহ ৭ টির বেশি আউটলেট পরিচালনা করছে। হোন্ডা বিগউইং মেদিনীপুর উত্তর   শো রুম - মৌজা - আবাসগড়, জেএল নং. - ১৯১, প্লট নং ১৬২/২৫১, পোস্ট - আবাস, থানা - কোতওয়ালি, জেলা - পশ্চিম মেদিনীপুর, পিন - ৭২১১০২ ওয়ার্কশপ - আর কে হোন্ডা বিল্ডিং, স্টেশন রোড, মিত্র কম্পাউন্ড, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, পিন- ৭২১১০১

বাংলা ছায়াছবি চুপি চুপি ভালোবাসা......

Image
নিজস্ব সংবাদ দাতাঃ কলকাতা,  শনিবার, ১লা, জুলাই, ২০২৩  "আগামী ২৪ জুলাই থেকে শুরু হতে চলেছে নতুন বাংলা কাহিনীচিত্র 'চুপি চুপি ভালোবাসা'-র দৃশ্যগ্রহণ পর্ব," এমনটাই জানিয়েছেন এই চলচ্চিত্রের নির্দেশক তাপস দত্ত।  বলে রাখা ভালো, এটা তাপস দত্ত-র সপ্তম কাহিনীচিত্র। ১লা, জুলাই, ২০২৩' প্রেস ক্লাব কোলকাতা-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিতি থেকে এই কথা জানান চলচ্চিত্র নির্দেশক। চলচ্চিত্র নির্দেশক আরো জানিয়েছেন, 'যোশী প্রোডাকশন হাউজ' নিবেদিত নতুন ধরণের বাংলা কাহিনীচিত্র তৈরি হবে বাংলা চলচ্চিত্র জগতের নবীন প্রবীণ অভিনেতা অভিনেত্রীর সমন্বয়ে।" 'যোশী প্রোডাকশন হাউজ'-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "এই কাহিনীচিত্রে রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, অনামিকা সাহা-র পাশাপাশি দেখা যাবে রোহন ভট্টাচার্য, মহুয়া মিশ্র, ঋদ্ধিকা মণ্ডলের মতো শিল্পীদের।" 'চুপি চুপি ভালোবাসা'-র কার্যনির্বাহী প্রযোজক এবং সহ নির্দেশক ফ্রাঙ্কো বারেসিয়া জানিয়েছেন, "কোলকাতা, মেদিনীপুর সহ উত্তরবঙ্গের পটভূমিতে এই চলচ্চিত্রের দৃশ্যগ্রহণ করা হবে। আনুমানিক ২ ঘণ্টা ১০ মিনিটের এই কাহ

ক্রোমার ব্যাক টু ক্যাম্পাস সেল

Image
  নিজস্ব সংবাদ দাতাঃ কলকা্কাত, শুক্রবার, ৩০শে, জুন, ২০২৩’ এই মরসুমে নতুন শিক্ষার্বষের প্রস্তুতি নিন ক্রোমার সবচেয়ে জনপ্রিয় ব্যাক টু ক্যাম্পাস সেল থেকে। এই সেলে ছাত্রছাত্রী এবং প্রযুক্তিতে উৎসাহী ব্যক্তিরা তাঁদের নানারকম প্রয়োজন মেটাতে পাবেন ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ, হেডফোন ও ইয়ারফোনে একগুচ্ছ অফার। আপনাকে রোমাঞ্চিত করার মত এক্সক্লুসিভ ভাউচার এবং সেল অফারগুলো ঘেঁটে দেখার জন্যে তৈরি থাকুন। ব্যাক টু ক্যাম্পাস ডিলগুলোর মূল আকর্ষণ হলে ল্যাপটপ ডিলগুলো। আছে ৩৫০-এর বেশি বিকল্প, যা শুরু হচ্ছে মাসিক মাত্র ১,৪১২ টাকা থেকে। আপনি সাধ্যমত দাম অথবা উন্নততর কর্মদক্ষতা   যাই খুঁজুন না কেন, ক্রোমা আপনার পাশে আছে। বেছে নিন IntelCorei3 ল্যাপটপগুলোর মধ্যে থেকে, যার দাম শুরু ৩২,৯৯০ টাকা থেকে। এই ল্যাপটপগুলোতে আছে আগে থেকে ইনস্টল করা মাইক্রোসফট হোম অ্যান্ড স্টুডেন্টস। ক্রোমা সমস্ত অ্যাপল প্রোডাক্টেও ডিল দিচ্ছে। ফলে ক্রেতারা অ্যাপল প্রোডাক্টের এক বিস্তৃত সম্ভারে বিশেষ ছাড় পাবেন। ট্যাবলেট আর স্মার্টফোনও এই লোভনীয় ডিলগুলোর মধ্যে রয়েছে। মসৃণ ডিজিটাল শিক্ষা এবং চলতে চলতে কাজ করার জন্য একটা ট্যাবলেট তুলে

প্রফুল্ল কানন বালক বৃন্দ (পূর্ব)-র খুঁটিপুজো

Image
  নিজস্ব সংবাদ দাতাঃ কলকা্কাত, শুক্রবার, ৩০শে, জুন, ২০২৩’ (২৮ জুন '২৩):-উল্টোরথের পবিত্র তিথিতে কোলকাতা বুধবার, ২৮শে, জুন ২০২৩, বিমানবন্দর সংলগ্ন কেষ্টপুরের প্রফুল্ল কানন বালক বৃন্দ (পূর্ব) ক্লাব প্রাঙ্গণে হয়ে গেল আসন্ন দুর্গাপুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হল। ক্লাবের তরফ থেকে সভাপতি সঞ্জীত ধর, সম্পাদক মানসকুমার নন্দী এবং দুই সাংস্কৃতিক সম্পাদক সুভাষ বসাক ও মলয় বিশ্বাস একযোগে জানান, "এই বছর ৩২ তম বর্ষে পদার্পণ করছে ক্লাবের মাতৃ আরাধনা। শিল্পী দেবতোষ করের ভাবনা প্রকাশ পাবে সমগ্র পুজোয়।" প্রফুল্ল কানন বালক বৃন্দ (পূর্ব)-র খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরনিগমের অন্যতম পৌরপিতা তথা ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক মণীশ মুখোপাধ্যায়, ক্যালকাটা জার্ণালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ইমনকল্যাণ সেন, পরিচালক বাদল সরকার, অভিনেত্রী ও মডেল পারমিতা ব্যানার্জি, মডেল সুরভি দাস সহ স্থানীয় একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্লাবের অন্যতম কর্ণধার বিশ্বম্ভর বসু জানান, "আজ খুঁটিপুজোর অঙ্গ রূপে একদিকে যেমন ছিল স্থানীয় শিশু ও কিশোর-কিশোরীদের বসে আঁকো প্রতিযোগিতা, তেমনই ছিল বৃ

বিশ্বপিতৃদিবস ও বিশ্ব সংগীত দিবস পালন করলো মিউজিক লাভার্স এসোসিয়েশন

Image
নিজস্ব সংবাদ দাতাঃ কলকা্কাত, শুক্রবার, ৩০শে, জুন, ২০২৩’ বৃহস্পতিবার কলকাতার   ভারতীয় ভাষা   পরিষদ প্রেক্ষাগৃহে মিউজিক লাভার্স এসোসিয়েশনের উদ্যোগে পালিত হলো বিশ্ব পিতৃদিবস ও বিশ্ব সংগীত দিবস উদযাপন।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শ্রেষ্ঠ বাবার পুরস্কার প্রদান অনুষ্ঠান।ড্যাডি এয়ার্ডস(পরম্পরা)এই অনুষ্ঠানে তুলে দেওয়া হয় বিখ্যাত চলচ্চিত্র জনসংযোগ আধিকারিক তথা প্রয়াত সাংবাদিক বিজয় রায়   তার সুযোগ্য পুত্র মৃত্যুঞ্জয় রায় কে।তার হয়ে পুরস্কার গ্রহণ করেন মৃত্যুঞ্জয় রায়ের কন্যা স্বস্তিকা রায়।মঞ্চে প্রয়াত রনি রায় কে এদিন স্মরণ করা হয়।  অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার এবং সন্দীপ রঞ্জন বক্সী।পাশাপাশি উপস্থিত ছিলেন পন্ডিত মল্লার ঘোষ,নন্দিনী ভট্টাচার্য,সংগীত শিল্পী সাহানা বক্সী,   সমাজসেবী পার্থসারথী নাথ, গায়ক সুজয় ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশার মানুষদের এদিন স্বীকৃতি সম্মাননা জানানো হয়,সাহিত্য,রাজনৈতিক, সাংবাদিক,সংগীত, সিনেমা প্রমুখ সকল বিভাগের জন্য ছিল পুরস্কার সম্মাননা।চিত্রপরিচালক বাদল সরকারের নতুন মিউজিক ভিডিও এলবাম"বিপদের সাথী বাবা"-