অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে উপনিষদ


 


সৌরভ দত্ত : গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে উপনিষদ  আয়োজিত "গুরু প্রনাম" অনুষ্ঠিত হল বিড়লা আকাদেমি অফ আর্ট কালচার প্রেক্ষাগৃহে ।

"উপনিষদ" গ্রন্থে রবীন্দ্রসঙ্গীতের মেলবন্ধন পাপড়ি গাঙ্গুলির পরিচালনায় পরিবেশন করেন উপনিষদ-এর ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে এক অনন্য ভূমিকায়  বাচিক শিল্পী দেবাশীষ বসু সঙ্গীত পরিবেশন করেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কন্যা মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় হংসধ্বনী-র শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুরে সঙ্গীতের মধ্যে দিয়ে গুরুর প্রতি অর্ঘ্য  নিবেদন করেন পাপড়ি গাঙ্গুলি,বিপ্লব কুন্ডু,সায়ন্তনী ঘোষ, বিশ্বনাথ হাজরা, সুপর্না বন্দ্যোপাধ্যায়,কৌস্তভ চক্রবর্তী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনী নীলিমা বন্দ্যোপাধ্যায়,কন্যা মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়,দেবাশীষ গাঙ্গুলি,অনির্বাণ বন্দ্যোপাধ্যায়,অনিতা দাস,সুমিতা বৈরাগী।


Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....