বিশ্বপিতৃদিবস ও বিশ্ব সংগীত দিবস পালন করলো মিউজিক লাভার্স এসোসিয়েশন

নিজস্ব সংবাদ দাতাঃ কলকা্কাত, শুক্রবার, ৩০শে, জুন, ২০২৩’ বৃহস্পতিবার কলকাতার  ভারতীয় ভাষা  পরিষদ প্রেক্ষাগৃহে মিউজিক লাভার্স এসোসিয়েশনের উদ্যোগে পালিত হলো বিশ্ব পিতৃদিবস ও বিশ্ব সংগীত দিবস উদযাপন।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শ্রেষ্ঠ বাবার পুরস্কার প্রদান অনুষ্ঠান।ড্যাডি এয়ার্ডস(পরম্পরা)এই অনুষ্ঠানে তুলে দেওয়া হয় বিখ্যাত চলচ্চিত্র জনসংযোগ আধিকারিক তথা প্রয়াত সাংবাদিক বিজয় রায়  তার সুযোগ্য পুত্র মৃত্যুঞ্জয় রায় কে।তার হয়ে পুরস্কার গ্রহণ করেন মৃত্যুঞ্জয় রায়ের কন্যা স্বস্তিকা রায়।মঞ্চে প্রয়াত রনি রায় কে এদিন স্মরণ করা হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার এবং সন্দীপ রঞ্জন বক্সী।পাশাপাশি উপস্থিত ছিলেন পন্ডিত মল্লার ঘোষ,নন্দিনী ভট্টাচার্য,সংগীত শিল্পী সাহানা বক্সী,  সমাজসেবী পার্থসারথী নাথ, গায়ক সুজয় ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশার মানুষদের এদিন স্বীকৃতি সম্মাননা জানানো হয়,সাহিত্য,রাজনৈতিক, সাংবাদিক,সংগীত, সিনেমা প্রমুখ সকল বিভাগের জন্য ছিল পুরস্কার সম্মাননা।চিত্রপরিচালক বাদল সরকারের নতুন মিউজিক ভিডিও এলবাম"বিপদের সাথী বাবা"-এদিন আনুষ্ঠানিক ভাবে রিলিজ করা হয় এবং তার পরিচালিত শর্ট ফিল্ম "আডোপসন"দেখানো হয়।  অনুষ্ঠানে ভি বালসারা,এস পি বালা শুভ্রমনিয়াম, আর ডি বর্মন প্রমুখ শিল্পীদের স্মরণ করে তাঁদের সংগীত পরিবেশন করা হয়,অনুষ্ঠানের আহবায়ক শুভঙ্কর রায় চৌধুরী জানান মিউজিক লাভার্স এসোসিয়েশনের এই উদ্যোগ মানুষ কে সংগীতের প্রতি শুধু নয় সমাজের প্রতি দায়বদ্ধতা কে ও বজায় রাখার একটা বার্তা দেওয়ার জন্য এই প্রয়াস।সংগীতের এই সুচারু ও সুন্দর আয়োজন সকল মানুষের কাছে সুরেলা সন্ধ্যার পাশাপাশি মানুষের দৃষ্টি ভঙ্গিমা পাল্টাতে অনেকটাই সাহায্য করবে তা বলাই বাহুল্য। 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....