Posts

সাংবাদিকদের মুখোমুখি

নিজস্ব প্রতিনিধিঃকলকাতা ,  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি g ভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। দুজনের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বড়দিনও ইংরেজি নতুন বছরের আগে রাজ্যপাল কে শুভেচ্ছা জানাতেই তিনি এসেছিলেন। নতুন রাজ্যপালের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁর কথা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। এর আগে বিধানসভায় পাশ হওয়া বিভিন্ন বিল রাজভবনে আটকে থাকার মত ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যপাল অত্যন্ত ভদ্র মানুষ। এধরণের আর কোনও সমস্যা থাকবে না বলে তিনি আশা করেন।

শুরু হল নবান্নের অন্দরেও

নিজস্ব প্রতিনিধিঃকলকাতা ,  বুধবারই দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বৃহস্পতিবার সংসদে দেশের করোনা পরিস্থিতি এবং করোনা মোকাবিলায় কেন্দ্রের প্রস্তুতি সম্পর্কে বিবৃতিও দেন। বিকেলে এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এবার করোনা নিয়ে তৎপরতা শুরু হল নবান্নের অন্দরেও। সূত্রের খবর, বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। সেই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিক-সহ প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরা। বৈঠকে করোনা প্রতিরোধে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। জানা গিয়েছে, কয়েকটি বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। যাঁরা এখনও পর্যন্ত করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেননি, তাঁদের দ্রুত টিকা দেওয়ানোর ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, জানানো হয়েছে, হাসপাতালগুলিকে পর্যাপ্ত টেস্টিং কিট মজুত রাখতে হবে। টিকা এবং টিকার জোগান নিয়ে কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথাও উল্লেখ করা হয়েছে মুখ্য...

বৈঠকে যোগ দিতে আসছেন

নিজস্ব প্রতিনিধিঃকলকাতা ,  বছর শেষের আগেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা কাউন্সিলের বৈঠক হবে কলকাতায়। এই বৈঠকে যোগ দিতেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। এদিনই হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে এক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। একুশের বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার বাংলায় সভা করবেন তিনি। তার আগে সূচনা করতে পারেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের। এদিন, জোকা মেট্রোর যাত্রার সূচনাও করতে পারেন তিনি। জাতীয় গঙ্গা কাউন্সিলের সভাপতি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর সদস্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ছাড়াও গঙ্গা কাউন্সিলের সদস্য রাজ্য হল উত্তর প্রদেশ, বিহার, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ড। জাতীয় গঙ্গা কাউন্সিলের বৈঠকের পর বারাণসী এক্সপ্রেসওয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। ৩০ তারিখের বৈঠকে এনিয়ে আলোচনাও হতে পারে। প্রকল্প রূপায়নে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। ৩০ তারিখের ওই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর  আগে চলতি মাসেরই পাঁচ তারিখে জি ২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে এক মঞ্চে হাজির ...

নতুন করে রাজ্যে

নিজস্ব প্রতিনিধিঃকলকাতা ,  রাজ্য সরকার করোনা পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে এখনই  সাধারণ মানুষের জন্য কোনও রকম কড়াকড়ি বা বিধি নিষেধ জারি করার পরিকল্পনা সরকারের নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন। আজ রাজভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। পরিস্থিতির  উপর নজরদারির জন্য কমিটি তৈরি করা হয়েছে। নতুন করে রাজ্যে করোনা ছড়ালে কিভাবে তার মোকাবিলা করা হবে ওই কমিটিই তার পথ খুঁজবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বড়দিন, ইংরাজী বর্ষবরণ বা গঙ্গাসাগর মেলায় করোনার জন্য় আলাদা করে কোনও বিধিনিষেধ চাপানোর পরিকল্পনা সরকারের নেই।

বড়দিন ও ইংরেজি নতুন বছরের আগে

নিজস্ব প্রতিনিধিঃকলকাতা ,  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গাতকাল ভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। দুজনের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বড়দিনও ইংরেজি নতুন বছরের আগে রাজ্যপাল কে শুভেচ্ছা জানাতেই তিনি এসেছিলেন। নতুন রাজ্যপালের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁর কথা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। এর আগে বিধানসভায় পাশ হওয়া বিভিন্ন বিল রাজভবনে আটকে থাকার মত ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যপাল অত্যন্ত ভদ্র মানুষ। এধরণের আর কোনও সমস্যা থাকবে না বলে তিনি আশা করেন।

খুঁজে পাওয়া যাচ্ছে না

নিজস্ব প্রতিনিধিঃকলকাতা ,  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুকরণে কার্টুন চিত্র অঙ্কন করে নিখোঁজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার বিবরণ  দিয়ে নিরুদ্দেশ সংবাদ ব্যানার পোস্টার পোস্টার পড়লো ব্যারাকপুরে। বারাকপুর ওয়ারলেস গেটে কল্যাণী এক্সপ্রেসের পাশে দেখা গেল একটি নিরুদ্দেশ সংবাদ পোস্টার। সেখানে লেখা রয়েছে, দেখতে গোলগাল নাদুস নুদুস বাড়ির ঠিকানা কাঁথি। এমন কোন ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন। রুপ দেখতে গোলগাল গেরুয়া উত্তরীয় গলায়। অসুখ নিয়মিত দুশো দুশো চিৎকার করে মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে। বিশেষ চিহ্ন অভিষেক শব্দটি শুনলে দাঁত খিজিয়ে কামড়াতে আসেন বেগম বেগম করে হিচকি তোলেন লক্ষী ভান্ডার দেওয়া হলে বিরোধিতা করেন। প্রচারে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আই টি সেল। এমনটাই বিজ্ঞাপন চোখে পড়লো রাস্তার পাশে। এ ব্যাপারে বিজেপির বারাকপুর সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য বলেন শুভেন্দুকে বদনাম করার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে যেহেতু তিনি তৃণমূলের মুখোশ খুলে দিচ্ছেন। তৃণমূল চোখে দেখতে পায় না যে বিরোধী দলনেতা যেভাবে ছুটে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের এই প্রান্ত থেকেও প্র...

অভিযোগ উঠে এল, পরিবারের একাধিক সদস্যের নাম

নিজস্ব প্রতিনিধিঃকলকাতা ,  সকাল থেকে রাত এখন রাজ্যে একটাই চর্চার বিষয়। "প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি"। আর এ যেন আলুর বস্তায় একটা আলুর পচন ধরতেই সবগুলো যেন একসঙ্গে পচে গিয়েছে। প্রতিদিন রাজ্যের সবখানেই লাফিয়ে লাফিয়ে বেড়িয়ে পড়েছে নামগুলো। এতোদিন যা তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলছিলো তা এবার এক বিশাল আকার ধারণ করেছে। নেতা মন্ত্রী থেকে শুরু করে বাদ যাচ্ছে না কেউই। কি অদ্ভুত, যাদের এই আবাস পাওয়ার কথা তাঁরা কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে আছে আর মাঝখান থেকে কিছু মানুষ রাজনীতির ছত্রছায়ায় থেকে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। বাদ নেই কোনো জেলাই।  আবাস যোজনায় দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। প্রতি মুহূর্তে যখন একের পর এক তৃণমূল নেতার নাম জড়াচ্ছে আবাস যোজনা দুর্নীতিতে, পাকা বাড়ি থাকার পরেও আবাস তালিকায় একের পরে এক তৃণমূল নেতানেত্রী, প্রধান উপপ্রধানদের নাম রয়েছে ওই তালিকায়। এমনকী রয়েছে তাঁদের পরিবারের একাধিক সদস্যের নামও। এবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের ভাতৃ বোধুর পরিবারে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। এমনই অভিযোগ উঠে এ...