খুঁজে পাওয়া যাচ্ছে না

নিজস্ব প্রতিনিধিঃকলকাতারাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুকরণে কার্টুন চিত্র অঙ্কন করে নিখোঁজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার বিবরণ  দিয়ে নিরুদ্দেশ সংবাদ ব্যানার পোস্টার পোস্টার পড়লো ব্যারাকপুরে। বারাকপুর ওয়ারলেস গেটে কল্যাণী এক্সপ্রেসের পাশে দেখা গেল একটি নিরুদ্দেশ সংবাদ পোস্টার। সেখানে লেখা রয়েছে, দেখতে গোলগাল নাদুস নুদুস বাড়ির ঠিকানা কাঁথি। এমন কোন ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন। রুপ দেখতে গোলগাল গেরুয়া উত্তরীয় গলায়। অসুখ নিয়মিত দুশো দুশো চিৎকার করে মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে। বিশেষ চিহ্ন অভিষেক শব্দটি শুনলে দাঁত খিজিয়ে কামড়াতে আসেন বেগম বেগম করে হিচকি তোলেন লক্ষী ভান্ডার দেওয়া হলে বিরোধিতা করেন। প্রচারে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আই টি সেল। এমনটাই বিজ্ঞাপন চোখে পড়লো রাস্তার পাশে। এ ব্যাপারে বিজেপির বারাকপুর সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য বলেন শুভেন্দুকে বদনাম করার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে যেহেতু তিনি তৃণমূলের মুখোশ খুলে দিচ্ছেন। তৃণমূল চোখে দেখতে পায় না যে বিরোধী দলনেতা যেভাবে ছুটে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের এই প্রান্ত থেকেও প্রান্ত। অপরদিকে তৃণমূল নেতা বারাকপুর পৌরসভার  চেয়ারম্যান উত্তম দাস বলেন তৃণমূলের হাতে অত সময় নেই চেয়ে শুভেন্দু কে নিয়ে প্রচার করতে হবে। খুঁজে বের করতে হবে এটা বিজেপির চক্রান্ত। নিজেরাই এ ধরনের পোস্টার লাগিয়ে টিআরপি বাড়াবার চেষ্টা করছে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়