অভিযোগ উঠে এল, পরিবারের একাধিক সদস্যের নাম

নিজস্ব প্রতিনিধিঃকলকাতাসকাল থেকে রাত এখন রাজ্যে একটাই চর্চার বিষয়। "প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি"। আর এ যেন আলুর বস্তায় একটা আলুর পচন ধরতেই সবগুলো যেন একসঙ্গে পচে গিয়েছে। প্রতিদিন রাজ্যের সবখানেই লাফিয়ে লাফিয়ে বেড়িয়ে পড়েছে নামগুলো। এতোদিন যা তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলছিলো তা এবার এক বিশাল আকার ধারণ করেছে। নেতা মন্ত্রী থেকে শুরু করে বাদ যাচ্ছে না কেউই। কি অদ্ভুত, যাদের এই আবাস পাওয়ার কথা তাঁরা কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে আছে আর মাঝখান থেকে কিছু মানুষ রাজনীতির ছত্রছায়ায় থেকে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। বাদ নেই কোনো জেলাই।  আবাস যোজনায় দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। প্রতি মুহূর্তে যখন একের পর এক তৃণমূল নেতার নাম জড়াচ্ছে আবাস যোজনা দুর্নীতিতে, পাকা বাড়ি থাকার পরেও আবাস তালিকায় একের পরে এক তৃণমূল নেতানেত্রী, প্রধান উপপ্রধানদের নাম রয়েছে ওই তালিকায়। এমনকী রয়েছে তাঁদের পরিবারের একাধিক সদস্যের নামও।

এবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের ভাতৃ বোধুর পরিবারে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। এমনই অভিযোগ উঠে এল সকলের সামনে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলকায়। কিন্তু প্রতিবারের মতো এবারও সেই একই অজুহাত খাড়া করেছে ওই পরিবার। কিভাবে এই নাম উঠে এসেছে তা নিয়ে নাকি তাঁরা সন্দিহান হয়ে পড়েছেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো সকলেই একাট্টা হয়ে ময়দানে নেমে পড়েছেন। বিরোধীদলের সবাই বাজার গরম করা বক্তব্যে আরও তাতিয়ে ফেলেছে এলাকা। কিন্তু সদুত্তর দেওয়ার জন্য এখনও পর্যন্ত কেউই কিছুই বলেনি। ফলেই বাড়ছে আরও ক্ষোভ। সেই ক্ষোভ উগড়ে দিতে বিজেপি এবার ঢাল করতে চাইছে তৃণমূল নেতাদের বড়বড় ভাষণ গুলোকে। কিন্তু আদপে এই দুর্নীতির পালা কবে আর কোথায় যে শেষ হবে তা নিয়ে এখনও পর্যন্ত কেউই কিছুই বলতে পারছে না। তবে দিনের আলোর মতো এটা পরিষ্কার হয়ে গিয়েছে সকলের কাছে যে আবাস যোজনা সহ যে সবকিছুতেই ব্যাপক দুর্নীতি হয়েছে।

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট,তার আগে কি বিরোধীরা এই ইস্যুকে কতটা কাজে লাগাতে পারে সেটাই এখন দেখার। নাকি পুনরায় আবার মানুষ তৃণমূল কংগ্রেসকেই ক্ষমতায় ফিরিয়ে আনবে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়