Posts

Showing posts from January, 2026

গঙ্গাসাগর মেলার ভীড় সামলাতে দেড় হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ ভারত সেবাশ্রমের

Image
প্রতি বছর পশ্চিমবঙ্গ সহ গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গাসাগর মেলায় যোগ দিতে আসেন। এই বিশাল জনসমাগমে ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে তীর্থযাত্রীদের সুরক্ষা সব মিলিয়ে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রশাসনের কাছে। দুর্ঘটনা এড়াতে এবং প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দিতে এবছর গঙ্গাসাগর মেলায় বড় পরিসরে প্রস্তুতি শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বুধবার কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এবছর ১৫০০-রও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক থাকছে। ইতিমধ্যেই এই স্বেচ্ছাসেবকেরা সাগর সৈকতে কাজ শুরু করেছেন। তীর্থযাত্রীদের সঠিক পথে গাইড করা, পাশাপাশি ভিড়ের চাপে কেউ বিপদে পড়লে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়াই তাঁদের মূল দায়িত্ব। তিনি আরও জানান, সাগরে নামার সময় লাইফ জ্যাকেট ব্যবহারে মানুষকে উৎসাহিত করা হবে। কেউ যদি ভুলবশত স্রোতে ভেসে যান, তাঁদের উদ্ধার করে নিরাপদে ফেরাতে বিশেষ টিম প্রস্তুত থাকবে। এ ছাড়াও এবছর তীর্থযাত্রীদের জন্য ৫০০০-এরও বেশি রাত্রিব...

Sealdah Division Unveils Advanced Transit Blueprint for Gangasagar Mela 2026. 

Image
Kolkata | January 2, 2026  To ensure a seamless and spiritual journey for the millions of pilgrims heading to the holy confluence, Sealdah Division of Eastern Railway has finalized a robust action plan for the Gangasagar Mela 2026.  In a press conference held today, Shri Rajeev Saxena, DRM/Sealdah, detailed the extensive measures taken to manage the expected influx of devotees. The special arrangements will remain operational from January 9 to January 17, 2026, with dedicated Mela Officers stationed at Kakdwip to ensure round-the-clock coordination. In a significant improvements over previous years, Sealdah Division has introduced a highly organized and pioneering transit blueprint designed to eliminate confusion and ensure a seamless journey to the holy confluence. To guarantee a journey that is smoother and safer than ever before, Division has implemented a series of unprecedented arrangements across Train Services, Crowd Management, Passe...

ভারত সেবাশ্রম সঙ্ঘের কানমারী গ্রামীণ সেবাকেন্দ্রে ত্রিশূল পূর্ণিমা ও শান্তি যজ্ঞ

Image
উত্তর ২৪ পরগনার সন্দেশখালী ব্লকের কানমারী গ্রামীণ সেবাকেন্দ্রে সাড়ম্বরে পালিত হলো ভারত সেবাশ্রম সঙ্ঘের ত্রিশূল পূর্ণিমা। প্রতি বছর পৌষ পূর্ণিমার তিথিতে বিশ্বমানব কল্যাণের প্রার্থনায় সঙ্ঘের বিভিন্ন শাখায় এই আধ্যাত্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কানমারী শাখা থেকে বিদ্যাধরী নদীর ঘাটে যান ভক্ত ও শিষ্যরা। সেখানে ত্রিশূল স্নানের আয়োজন করা হয়। পরে মন্দির প্রাঙ্গণে পূজা-আরতি, শান্তি যজ্ঞ এবং ভক্তি সঙ্গীতের মাধ্যমে সারাদিন ধরে চলে ধর্মীয় অনুষ্ঠান। ত্রিশূল পূর্ণিমা উপলক্ষে সাধন-সংকল্প গ্রহণ, মহাজাগতিক শক্তির বিস্তার, ত্রিতাপ মুক্তি এবং সৃষ্টি–স্থিতি–প্রলয়ের সমন্বয়ের প্রার্থনা করা হয়। উল্লেখ্য, ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ ১৯১৬ সালে ত্রিশূল প্রতিষ্ঠার মাধ্যমে মানবকল্যাণের ব্রত গ্রহণ করেছিলেন। তাঁরই তপস্যা ও বাণীকে স্মরণ করেই পৌষ থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত এই পালন চলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্ঘের নবীন সন্ন্যাসী স্বামী নীলাচলানন্দ, প্রণবানন্দ জনকল্যাণ আশ্রমের স্বামী হৃদয়া...