ভারত সেবাশ্রম সঙ্ঘের কানমারী গ্রামীণ সেবাকেন্দ্রে ত্রিশূল পূর্ণিমা ও শান্তি যজ্ঞ
উত্তর ২৪ পরগনার সন্দেশখালী ব্লকের কানমারী গ্রামীণ সেবাকেন্দ্রে সাড়ম্বরে পালিত হলো ভারত সেবাশ্রম সঙ্ঘের ত্রিশূল পূর্ণিমা। প্রতি বছর পৌষ পূর্ণিমার তিথিতে বিশ্বমানব কল্যাণের প্রার্থনায় সঙ্ঘের বিভিন্ন শাখায় এই আধ্যাত্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কানমারী শাখা থেকে বিদ্যাধরী নদীর ঘাটে যান ভক্ত ও শিষ্যরা। সেখানে ত্রিশূল স্নানের আয়োজন করা হয়। পরে মন্দির প্রাঙ্গণে পূজা-আরতি, শান্তি যজ্ঞ এবং ভক্তি সঙ্গীতের মাধ্যমে সারাদিন ধরে চলে ধর্মীয় অনুষ্ঠান।
ত্রিশূল পূর্ণিমা উপলক্ষে সাধন-সংকল্প গ্রহণ, মহাজাগতিক শক্তির বিস্তার, ত্রিতাপ মুক্তি এবং সৃষ্টি–স্থিতি–প্রলয়ের সমন্বয়ের প্রার্থনা করা হয়। উল্লেখ্য, ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ ১৯১৬ সালে ত্রিশূল প্রতিষ্ঠার মাধ্যমে মানবকল্যাণের ব্রত গ্রহণ করেছিলেন। তাঁরই তপস্যা ও বাণীকে স্মরণ করেই পৌষ থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত এই পালন চলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্ঘের নবীন সন্ন্যাসী স্বামী নীলাচলানন্দ, প্রণবানন্দ জনকল্যাণ আশ্রমের স্বামী হৃদয়ানন্দ এবং স্থানীয় বিধায়ক শ্রী সুকুমার মাহাতো।
এদিনের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Comments
Post a Comment