Posts

Showing posts from December, 2023

কলকাতায় জমে উঠেছে ফুড ইন্ডিয়া এক্সপো

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ কলকাতা,  শুক্রবার,  ২৯শে,  ডিসেম্বর  ২০২৩,   উপযুক্ত পরিবহন ও প্রক্রিয়াকরণের অভাবে এ রাজ্যের উৎপাদিত অনেক খাদ্যশস্যই প্রতিবছর নষ্ট হয়। তাই রাজ্যের উৎপাদিত শস্য প্রক্রিয়াকরণের মাধ্যমে যাতে চাষী এবং ব্যবসায়ীরা লাভবান হতে পারে কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শুরু হল তিনদিনের ফুড ইন্ডিয়া এক্সপো। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এক্সপোর উদ্বোধন করেন ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার ফেডারেশনের জাতীয় সভাপতি ডক্টর প্রেম গর্গ। তিনি বলেন,পশ্চিমবঙ্গে এধরনের অভিনব মেলার আয়োজনের ফলে এ রাজ্যের উৎপাদিত দানা শস্য সরাসরি ও প্রক্রিয়াকরনের মাধ্যমে বাইরে রপ্তানি করা আরো সহজ হবে বলে তিনি জানান। মেলার উদ্যোক্তা ‘ব্যাপার এক্সপ্রেসের’ কর্নধার তিলক রাজ অরোরা বলেন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন মেশিন প্রস্তুতকারক সংস্থা এবং খাদ্যশস্য আমদানি- রপ্তানিকারক সংস্থাগুলি এতে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী শিল্প সংস্থার প্রতিনিধিরা জানান, এই অভিনব খাদ্য মেলায় রাজ্যের খাদ্য শিল্পের বিস্তার আরো বাড়বে।

'লাইট রিডিং ফটোগ্রাফি'র দ্বিতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,   'লাইট রিডিং ফটোগ্রাফি'র দ্বিতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে নৈহাটি ইউথ অ্যাসোসিয়েশন টেবিল টেনিস ক্লাবে। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার , এই প্রদর্শনীর উদ্বোধন করেন সঙ্গীত শিল্পী দেব গৌতম এবং অভিনেত্রী ও পরিচালিকা শিউলি রামানি গোমস্। উপস্থিত ছিলেন আলোকচিত্র শিল্পী মৃত্যুঞ্জয় রায় , সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য , দীপা চন্দ , সাধনা দাস বসু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে লাইট রিডিং ফটোগ্রাফির সভাপতি ও মেন্টর বুদ্ধদেব অধিকারী ( সন্তু ) বলেন , তাঁর অ্যাকাডেমির লক্ষ্য , আলোকচিত্রর মধ্য দিয়ে কিভাবে শিল্প প্রদর্শন করা যায় , ছাত্র ছাত্রীদের সেই শিক্ষা দেওয়া। সংস্থার সম্পাদক আশিস ব্যানার্জী বলেন , দীর্ঘ দশ বছরে অ্যাকাডেমির অনেক ছাত্র - ছাত্রীই পেশাদার আলোকচিত্র হিসেবে নিজেদের কৃতিত্ব দেখিয়েছে। লাইট রিডিং ফটোগ্রাফির ছাত্র - ছাত্রীদের তোলা ৭২টি আলোকচিত্র রয়েছে এই প্রদর্শনীতে। ছবির বিষয় বৈচিত্র্য নজর কাড়ছে দর্শকদের।প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে এই প্রদর্শনী।

সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হলো সংলাপের "পৌষ পার্বণ"

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,  সংলাপের প্রথা ও ঐতিহ্য অনুসরণ করে গুরু বন্দনা দিয়ে শুরু হয়েছিল প্রথম দিনের অনুষ্ঠান। দু' দিন মিলিয়ে ছিলো মোট ২৭টি নাটক। আটজনের কবিতা। একজনের উদ্বোধনী সঙ্গীত এবং বাইরের তিনটি দলের আমন্ত্রণ মূলক অনুষ্ঠান নতুন পুরনো সবার অভিনয়ের প্রতি আন্তরিকতা ও নিষ্ঠার ছাপ পাওয়া গেছে তাদের প্রতিটি উপস্থাপনায়। সংলাপ কবিতা পোর্ট্রেটে সবার উন্নত মানের একক কবিতা বলা নিয়ে অনেকের কাছ থেকেই প্রশংসা শুনলাম। তেমনি শুনতে পেলাম সংলাপ কবিতা ক্যানভাসের দলবদ্ধ উপস্থাপনা "আঁধারের শব্দেরা একদিন" নিয়েও উচ্ছসিত প্রশংসা। এটুকুই আমার ব্যক্তিগত প্রাপ্তি যাতে আমার নিজস্ব খুশির ঝোলাটা পূর্ণ হয়ে ওঠে। প্রতিটা অনুষ্ঠান মানেই কেবল সবার নাম নিয়ে কতকগুলো নাটক দিয়ে দেওয়া নয়, সবার সুবিধে বুঝে, জেনে লিষ্ট তৈরি ও সিরিয়াল ঠিক করা একটা খুব বড় ও জটিল কাজ। এ বিষয়ে আড়ালে থেকে যে বা যারা কাজ করেছে তাদের জন্যে অনেক ভালোবাসা। এক একটা অনুষ্ঠান মাঝেই থাকে প্রচুর কাজ। চন্দনের টিপ ও মিষ্টি বিতরণ থেকে শুরু করে, আমন্ত্রিত দলের সদস্যদের যত্ন নেওয়া ও কথা বলা, সঞ্চালকদের সাহায্য করা থেকে শেষে খ...

“The Other End of a Black Hole” by...

Image
Araley Abdaleye News.  Science City Kolkata, a unit of the National Council of Science Museums, Ministry of Culture organised a lecture on “The Other End of a Black Hole” by Dr. James Beacham, a physicist at the world-renowned Large Hadron Collider (LHC) at CERN, who delivered on the topic of exploration of black holes – the universe's most enigmatic objects, today, on 19th December 2023 at the Mini Auditorium of Science City, Kolkata.   Dr. Beacham, a leading researcher at the forefront of particle physics, delved into the mysteries of these gravitational titans. From their mind-warping properties to the fate of anything that crosses their event horizon, Dr. Beacham, in this lecture, separated fact from fiction, shedding light on the current scientific understanding of these cosmic marvels.   He unexplored popular questions surrounding the understanding of the shape, appearance and behaviour of Black Holes: What would happen if you fell into a black hole? Would you b...

ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শন করলেন জগদগুরু শংকরাচার্য্য শ্রীমৎ স্বামী সদানন্দ সরস্বতী

Image
দ্বারকা শারদাপীঠাধীশ্বর  অনন্ত শ্রী বিভূতি জগৎগুরু শংকরাচার্য্য শ্রীমৎ স্বামী সদানন্দ সরস্বতীজী মহারাজ কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় পরিদর্শন করলেন। ভারত সেবাশ্রম সংঘের গয়া আশ্রমের শতবর্ষ উপলক্ষে তিনি বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে আসেন।  জগদগুরু শঙ্করাচার্য শ্রীমৎ স্বামী সদানন্দ সরস্বতীজীকে স্বাগত জানান ভারত সেবাশ্রমের সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন সংঘের অন্যান্য সন্ন্যাসীরা। জগদগুরু শংকরাচার্য্য ভারত সেবাশ্রম সংঘের সেবা কাজের ভুয়সী প্রশংসা করেন।  তিনি বলেন, বারবার বিধর্মীরা হিন্দু ধর্মকে শেষ করতে চেয়েছে। কিন্তু তা পারিনি। আদি গুরু শংকরাচার্য যেমন এই বিধর্মীদের ধরাশায়ী করেছিলেন, একইভাবে অন্যান্য মহাপুরুষরাও বারবার হিন্দু ধর্মকে রক্ষা করে এসেছেন। তাই আমাদের সকলের উচিত আমাদের ধর্মকে রক্ষা করা।

স্বনির্ভর করতে এগিয়ে এলো

Image
শুভ ঘোষ-  মহিলাদের আত্মরক্ষা স্বনির্ভর করতে এগিয়ে এলো কালারি পায়ারটু গুরুকুল কর্ণধার পরাশ কুমার মিশ্র ।২৫ শে ডিসেম্বরের পর মহিলাদের নিজের আত্মরক্ষার উদ্দেশ্যে উওর কলকাতার শ্যামবাজার দেশবন্ধু পার্কে ২৬ শে এবং ২৭শে ডিসেম্বর এই দুদিন ব্যাপী ক্যারাটে কালারি পায়ার টু ক্রীড়া চলবে। এই অনুষ্ঠানে বিভিন্ন জেলার ২০০জন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে। চার থেকে ষোলো বছর বয়সী ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কালারিপায়ার টু সেক্রেটারি জেনারেল এডভোকেট পন্থুরা সমান,গ্রুরুপকাল রঞ্জন মোল্লারাড,গুরুকুলের পরেশ কুমার মিশ্র,দু বছরের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং দুটি গোল্ড মেডেল প্রাপ্ত মিস্টার অ্যাড-ভইতো পি, এছাড়া সিটি কেবিল এর কর্ণধার তিনকুড়ি দত্ত মহাশয়, রাজিব গোস্বামী,দেবাশীষ সেন, আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন পরাশ কুমার মিশ্র,উদ্যোগে করা হয় প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিদের মানপত্র বিশেষভাবে সম্মানিত করা হয়। উত্তর কলকাতা দেশবন্ধু পার্ক  

বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে স্মারক অনুষ্ঠান:-

Image
বেবি চক্রবর্ত্তী, কলকাতা সোমবার :-  শিয়ালদহ কৃষ্ণপদ মেমোরিয়ালে অনুষ্ঠিত হয় বাঙালি লেখক সংসদের সাহিত্য অনুষ্ঠান। উপস্থিত বিশিষ্ট কবিদের স্বরচিত কবিতা পাঠের  মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। এখানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেছিলেন গৌতম কুমার দাস (এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার কলকাতা), এছাড়াও অতিথি হিসেবে ছিলেন -প্রতীক মুখার্জী (এসিস্ট্যান্ট লেবার কমিশনার),  কবিরুল ইসলাম (বিশিষ্ট কবি উত্তর বঙ্গ), সৈয়দ খায়রুল আলম(চেয়ারম্যান, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা)প্রকাশক ইসলাম (বিশিষ্ট কবি উত্তর বঙ্গের),বেবি চক্রবর্তী (বিশিষ্ট সাংবাদিক), স্বরস্বতী মন্ডল   প্রক্তন এ.ডি.পি.ও, নাথ বসু (বিশিষ্ট সমাজসেবী), ড.নির্মল বর্মন (অধ্যাপক), রেবা সরকার, (বিশিষ্ট কবি),দীলিপ কুমার প্রামাণিক (বিশিষ্ট কবি),ড. সমীর শীল (রবীন্দ্র গবেষক),স্বগতা দাস (শিক্ষাবিদ), দেবনারায়ণ দাস (অবসরপ্রাপ্ত -ফরেস্ট রেঞ্জ অফিসার)  উপস্থিত ছিলেন -হিমেন্দু দাস,রবিলোচন গোস্বামী,সুশান্ত কেওরা, সেঁজুতি গোস্বামী,মুস্তাক আহমেদ, চৌধুরী মোকিম, সুমন কোদালী, কিশোর নস্কর, রাহুল ভট্টাচার্য,পার্থ দাস...

IiM Sirmaur introduces Sudarshan Kriya in curriculum to help students manage life

Image
Araley Abdaleye News. Sirmaur launches a course that helps students manage work and life This year IIM Sirmaur launched a new course, "Managing Life and Business: Perspectives of a C.F.O.''. In the current academic year, sixty-three students of IIM Sirmaur elected to attend the course. The course was offered by Prof. P. Sanjay, a faculty at IIM Sirmaur. Along with the course objective of providing a global outlook on corporate governance systems, the course aimed to sensitize the students to lead a happier and stress-free life which helps in terms of improved decision making. The course weaves lessons from ancient practices (Yoga, Meditation, and Sudarshan Kriya) and texts (Rigveda, Upanishads, Bhagwad Gita, Patanjali Yoga Sutra, and Kautilya's Arthshastra) for modern-day managers and entrepreneurs. For example, Chanakya’s Arthashastra helped cover questions on governance, and practices like Sudarshan Kriya helped physical, mental, emotional and spiritual wellbeing; bo...

গীতা জয়ন্তীতে সমবেত গীতা পাঠে ছাত্র-ছাত্রী ও মহিলারা

Image
  সুপ্রকাশ চক্রবর্তীঃ কলকাতা,  মোক্ষদা একাদশী এবং শ্রীমদ্ভগবদগীতার আত্মপ্রকাশ উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে  যুগাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৮তম আবির্ভাব বর্ষে ১২৮জন ছাত্র-ছাত্রী মাতা তুলসী দেবীর পূজা এবং শ্রীশ্রী গীতার তৃতীয় অধ্যায় ‘কর্মযোগ’ পাঠ করেন। এর পাশাপাশি  শিবযোগ, সর্বার্থ সিদ্ধি যোগ পাঠে সকলে একসাথে গলা মেলান। সকলের মঙ্গলার্থে সনাতন  হিন্দুধর্মের সমূহ রীতি মেনে সমবেত ভক্তদের পুজো করান মহিলা পুরোহিত সুলতা ও মীরা। ঢোলাহাট থানার অন্তর্গত রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার মন্মথপুর প্রণব মন্দিরে সারাদিন ধরে সমবেত ছাত্র- ছাত্রীরা ও গ্রামবাসী বৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কোলকাতা নিবাসী রাসবিহারী পাল ১২৮জন মায়ের হাতে শীতের কম্বল তুলে দেন। এছাড়া সারা দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রায় প্রতিটি হিন্দু মিলন মন্দিরে সাড়ম্বরে গীতা জয়ন্তী পালন করেন ৷

রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ালেন নির্যাতিতা মহিলারা

Image
  সুপ্রকাশ চক্রবর্তীঃ কলকাতা,  প্রান্তিক ও নির্যাতিতা মহিলাদের স্বনির্ভর করে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি। জীবিকা ও স্বয়ম সম্পূর্ণার যৌথ উদ্যোগে এই মহিলারা যাতে আত্মনির্ভর হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে  এগিয়ে আসতে পারে তাই মহিলাদের নিয়ে অভিনব রক্তদান শিবির অনুষ্ঠিত হল জোকায় সংস্থার অফিসে। নির্যাতিতা কয়েক হাজার মহিলা  ওই সংস্থার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে তারাই  জীবিকার অফিসে গিয়ে রক্তদান করেন। সাংসদ শুভাশিস চক্রবর্তী এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। তিনি মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। জীবিকার নির্দেশক ডালিয়া রায় বলেন, নির্যাতিতা  মহিলাদের আইনি সহায়তা দিয়ে শুধু সমাজের মূল স্রোতে ফেরানোই নয়, তারা যাতে অন্য মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে পারে সে ব্যাপারে তাদের উৎসাহ দিতেই এই রক্তদান শিবিরের   উদ্যোগ।

কলকাতায় শুরু হচ্ছে তিন দিনের ফুড ইন্ডিয়া এক্সপো- ২০২৩

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ কলকাতা,  ব্যবসা বিষয়ক সংবাদপত্র ‘ব্যাপার এক্সপ্রেস’'- এর উদ্যোগে কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে তিন দিনের ফুড ইন্ডিয়া এক্সপো- ২০২৩ আগামী ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর  তিন দিন সকাল দশটা থেকে সন্ধে পর্যন্ত এই মেলা খোলা থাকবে সাধারণ মানুষের জন্য। কোনো প্রবেশ মূল্য লাগছেনা।  দেশ-বিদেশের বিভিন্ন খাদ্য প্রস্তুতকারক সংস্থাগুলি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত  সংস্থাগুলি তাদের উৎপাদিত অত্যাধুনিক মেসিনারি ও খাদ্যদ্রব্য  নিয়ে এই মেলায় হাজির হচ্ছেন বলে জানিয়েছেন মেলার উদ্যোক্তা ‘ব্যাপার এক্সপ্রেস’'- এর মুখ্য প্রবন্ধক তিলক রাজ অরোরা। তিনি বলেন, তাদের এই সপ্তম এক্সর জন্যে তারা বেছে নিয়েছেন কলকাতাকে। এই প্রথমবার কলকাতায় তারা এই ধরনের অভিনব মেলার আয়োজন করছেন। অন্যদিকে সংস্থার কার্যকরী সম্পাদক ধীরাজ অরোরা বলেন, দেশ-বিদেশের প্রায় দেড়শটি সংস্থা এখানে স্টল দিচ্ছেন । অন্যদিকে ক্রেতাদে

রবীন্দ্রসঙ্গীত গুরু সুবিনয় রায়ের জন্মবার্ষিকী উদযাপন

Image
আনন্দী কম্যুনিকেশন সেন্টার এর উদ্যোগে এবং হিন্দুস্তান রেকর্ড ও বাংলা লাইভ ডট কমের সহযোগিতায় কলকাতার  গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এর বিবেকানন্দ হলে রবীন্দ্রসঙ্গীত গুরু আচার্য সুবিনয় রায় এর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হল। এ উপলক্ষে পরিবেশিত হয় একটি গীতি আলেখ্য।  বিশিষ্ট সাংবাদিক, লেখক শঙ্করলাল ভট্টাচার্য রচিত  রবীন্দ্রনাথ ঠাকুরের  গানে কীর্তন এর প্রভাব বিষয়ে একটি গীতি আলেক্ষ পরিবেশিত হয়।  অংশ নেন সাগরময় ভট্টাচার্য,ডঃ সৌম্য ভট্টাচার্য,রিমা দে, সুদীপ্তা মুখোপাধ্যায়, মানসী রায়চৌধুরী, প্রমুখ।  সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন। আনন্দী কম্যুনিকেশনের কর্নধার ইন্দ্রানী ভট্টাচার্য। তিনি বলেন, এবার থেকে তারা শুরু করছেন সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন কৃতি মানুষকে নীহার-গীতা সম্মান প্রদান। বাঙলার গর্ব ডাক্তার সৌম্য ভট্টাচার্যকে এবছর সেই সম্মান জানানো হয় ক্যানসার চিকিৎসায়  উল্লেখযোগ্য অবদানের জন্যে। তার হাতে স্মারক তুলে দেন সাহিত্যিক ও সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনে বিশেষ কৃতিত্বের দাবি রাখেন সা...

পাথরপ্রতিমায় স্থায়ী সেবাকেন্দ্র গড়ছে ভারত সেবাশ্রম সংঘ

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ গ্রামীণ অঞ্চলে গরিব ও পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা তুলে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সংঘ। মোবাইল মেডিকেল ইউনিট ছাড়াও সুন্দরবনের বিভিন্ন এলাকায় স্থায়ী চিকিৎসা কেন্দ্র তৈরি হয়েছে। এবার দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমার দূর্বাচটীর  কৃষ্ণপুর গ্রামে সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে একটি স্থায়ী সেবাকেন্দ্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ রবিবার এক অনুষ্ঠানে  সেবাকেন্দ্র ও ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরের শুভ ভিত পূজা শুরু হয় ৷  সঙ্ঘের পক্ষে স্বামী অন্বেষানন্দজী মহারাজ এর সুচনা করেন। এ উপলক্ষে শতাধিক দুঃস্থ পরিবারের হাতে শীতবস্ত্র এবং মায়েদের শাড়ী  তুলে দেওয়া হয় সঙ্ঘের পক্ষ থেকে এলাকার দুই বিশিষ্ট ব্যাক্তিত্ব প্রয়াত হারাধন দাস ও প্রয়াত বিমলা দাসের স্মৃতির উদ্দেশ্যে ৷ এছাড়া ২৫জন বিশিষ্ট মানুষের হাতে স্বামী প্রণবানন্দ ভাবপ্রচার পরিষদের পক্ষে সঙ্ঘবাণী সম্মিলিত একটি স্মারক সম্মান তুলে দেওয়া হয় ৷ আগামী ২০২৫ সালের জন্মাষ্টমীর সময় এই মন্দির ও সেবাকেন্দ্র সাধারন মানুষের জন্যে খুলে দেবেন সঙ্ঘের প্রধান সম্প...

হুগলির সিমলাগড়ে স্বামী প্রণবানন্দ দিব্যাঙ্গ সেবা নিকেতন

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ  কেউ জন্মকাল থেকে আবার কেউ বা বয়সকালে নানা অসুস্থতার কারণে ও শারীরিকভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়ে পড়েন। এই সমস্ত দিব্যাঙ্গ বা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের এখন থেকেই এক ছাতার তলায় থাকা এবং খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা করলো ভারত সেবাশ্রম সংঘ।  সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র হুগলি জেলার সিমলাগড়ে চালু হল স্বামী প্রণবানন্দ দিব্যাঙ্গ সেবা নিকেতন। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সংঘের কার্যকারী সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ, কলকাতার মনোবিকাশ কেন্দ্রের নির্দেশক ডক্টর অনামিকা সিনহা প্রমূখ। সিমলাগড়ে জি টি রোডের ধারে চারতলার এই দিব্যাঙ্গ সেবা নিকেতনের উদ্বোধন করে সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের জন্য ভারত সেবাশ্রম সংঘ দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। গ্রামেরই কয়েকটি পরিবারের সহযোগিতায় সিমলাগড়ে এই কেন্দ্রে তৈরি হল। বর্তমানে এখানে ১৬ জন অটিজম ও বিশেষভাবে সক্ষম ছেলেওমেয়েকে তাদের বাবা মায়ের সঙ্গে রা...

ঘায়েল

Image
  নিজস্ব প্রতিনিধিঃ ঋদ্ধি ইন্টারন্যাশনাল ফিল্মস প্রযোজিত ঘায়েল ছবির শুটিং চলছে এই ছবির শুটিং আরম্ভ হয়েছিল ২০২৩ এর ফেব্রুয়ারি মাসে। এখনই ছবির শুটিংয়ের প্রায় শেষ মুহূর্ত চলছে   খুব শীঘ্রই দর্শকরা এই ছবিটিকে প্রেক্ষাগৃহে দেখতে পারবে। ছবিটির পরিচালনা করছেন ডিরেক্টর k2। পরিচালক k2র এটি চতুর্থতম ছবি   এর আগে সব ছবির পরিচালনা করেছেন সেগুলি হল কোন গ্রহণ, গ্রহণকাল, ফিরে আয়, ঘায়েল ছবির পরিচালনা করছেন তিনি অনেক চড়াই-উৎ রায়ের মাধ্যমে   এই ছবিগুলি প্রেক্ষাগৃহে মুক্তি করেছেন এবং তিনি এও জানালেন প্রথম দিন থেকে এই ছবিগুলির প্রডিউসার ঋদ্ধি   ওনাকে যথাযথভাবে সহযোগিতা করেছেন এই ছবির শুটিং হয়েছে   বেথুয়া, বিরা, সোদপুর, বারাসাত,   বেতাই ও বিভিন্ন জায়গায় বর্তমানে ছবিটির ৯০ শতাংশ কাজ হয়ে গেছে। ছবিটিতেঅভিনয় করছেন সৌর, ঋদ্ধি, রিয়া, সুমন, অসিত, পলাশ, নিমাই, অমিত, দিলীপ, অভিরাজ, অনিক সহ অন্যান্য রা। পরিচালকের কথায় ছবিটি অ্যাকশন ও রোম্যান্সে ভরা ছবিটি দর্শকদের খুব ভালো লাগবে ছবিটিতে একটিitem song, ও একটি sad song, ও একটি romatic song আছে। গানগুলি ও দর্শকদের খুব ভ...

বায়োকেমিক চিকিৎসাকে আলাদা ভাবে স্বীকৃতির দাবীতে প্রতিবাদ মিছিল চিকিৎসকদের

Image
ছবি দীপ মিস্ত্রী সুপ্রকাশ চক্রবর্তীঃ কলকাতা,  সোমবার, ০৪ঠা, ডিশেম্বার   ২০২৩’   বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি বায়োকেমিক বিশ্বের উন্নত দেশগুলিতে স্বীকৃত। ভারতবর্ষেও বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিতে চিকিতসা হলেও এটিকে আলাদাভাবে স্বীকৃতি দেয়নি কেন্দ্রীয় সরকার।  বায়োকেমিক চিকিতিসকদের দাবী, বায়োকেমিক চিকিৎসাকে হোমিওপ্যাথির সঙ্গে জুড়ে দিয়ে এক সঙ্গে অনুমোদন দেওয়া হয়েছে। এটা কোনো ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তারা বায়োকেমিককে আলাদা ভাবে স্বীকৃতি চান।  ১৯৬৮ সালে ভারতবর্ষের সংসদে যে বিল পেশ হয় সেই বিলের পরিপ্রেক্ষিতে ১৯৭০ সালে আয়ুর্বেদ, ইউনানী, সিদ্ধি সংসদে পাস হয়। বায়োকেমিক এর সঙ্গে যুক্ত হয়ে হোমিওপ্যাথি স্বীকৃতি লাভ করে। এর মূল কারণ হল বায়োকেমিক ঔষধের গুণগত মান বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং সর্বজনবিদিত। ফলে সহজেই স্বীকৃতি লাভ করে হোমিওপ্যাথি। এর ফলে বঞ্চনার শিকার হয় বায়োকেমিক চিকিৎসকরা। বায়োকেমিকের আবিষ্কারক ও চিকিৎসা পদ্ধতি আলাদা হলেও পৃথক কাউন্সিলের অন্তর্ভুক্ত করেনি কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক আদালতের দারস্ত হয় বায়োকেমিক চিকিৎসাকে আলাদা করে স...