'লাইট রিডিং ফটোগ্রাফি'র দ্বিতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,  'লাইট রিডিং ফটোগ্রাফি'র দ্বিতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে নৈহাটি ইউথ অ্যাসোসিয়েশন টেবিল টেনিস ক্লাবে। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার , এই প্রদর্শনীর উদ্বোধন করেন সঙ্গীত শিল্পী দেব গৌতম এবং অভিনেত্রী ও পরিচালিকা শিউলি রামানি গোমস্। উপস্থিত ছিলেন আলোকচিত্র শিল্পী মৃত্যুঞ্জয় রায় , সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য , দীপা চন্দ , সাধনা দাস বসু প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে লাইট রিডিং ফটোগ্রাফির সভাপতি ও মেন্টর বুদ্ধদেব অধিকারী ( সন্তু ) বলেন , তাঁর অ্যাকাডেমির লক্ষ্য , আলোকচিত্রর মধ্য দিয়ে কিভাবে শিল্প প্রদর্শন করা যায় , ছাত্র ছাত্রীদের সেই শিক্ষা দেওয়া।

সংস্থার সম্পাদক আশিস ব্যানার্জী বলেন , দীর্ঘ দশ বছরে অ্যাকাডেমির অনেক ছাত্র - ছাত্রীই পেশাদার আলোকচিত্র হিসেবে নিজেদের কৃতিত্ব দেখিয়েছে।

লাইট রিডিং ফটোগ্রাফির ছাত্র - ছাত্রীদের তোলা ৭২টি আলোকচিত্র রয়েছে এই প্রদর্শনীতে। ছবির বিষয় বৈচিত্র্য নজর কাড়ছে দর্শকদের।প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে এই প্রদর্শনী।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়