Posts

Showing posts from September, 2023

দিঘার সৈকতের

Image
  নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,  শনিবার ৩০সেপ্তেম্বার,২০২৩'  টলিউডের পরিচিত মুখ পরিচালক শুভম দাস দীর্ঘদিন একক প্রচেষ্টায় কলকাতার নেতাজীনগরে খুদে শিল্পী গড়ার প্রয়াস নিয়েছেন। তারা মা মোশন পিকচার ও শ্রীকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে চলেছে। তার প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল দিঘার সৈকতের কাছে। এদিন প্রায় ৬০ জন ছাত্র ছাত্রী নিজেদের প্রতিভা তুলে ধরেন। পাশাপাশি তিনি এদিন জানান তার পরবর্তী ছবি পোড়া বাঁশি ছবির মিউজিক ভিডিওআগামী ১৮ অক্টোবর প্রকাশ হতে চলেছে।

যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটি র এবারের ভাবনা পূর্নজন্ম

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,   বৃহস্পাতিবার,  ২৮ সেপ্তেম্বার, ২০২৩'  বাপাই  সেনের ভাবনায় , সনাতন পালের প্রতিমা তৈরিতে সাজবে যোধপুর পার্ক মন্ডপ ।  দেবতনু দত্ত ও শুভজিৎ সাঁতরার  সুর ও গীত রচনায় থিম সংগীত শিল্পী হলেন মৌসুমী দাস ও শ্রেয়া ব্যানার্জী ।   আজকাল পরশুর গল্প নয়, থাকবো চিরকাল, মানুষ হয়ে মানুষেরই মাঝে। না, চিরকাল মানে আমৃত্যু নয়; মৃত্যুর পরেও। পুনর্জন্ম বা জন্মান্তরবাদ এর বিশ্বাস-অবিশ্বাসের ঊর্ধ্বেও আছে, মানুষের আরেকটি জীবন। বিবেকানন্দের কথায় আমাদের সেরা কীর্তিগুলো পরের পৃথিবী ছেড়ে যাওয়ার আগে একটা দাগ রেখে যেতেই হবে । প্রজন্মকে চিনিয়ে দিয়ে বলবে, আমরা কে ছিলাম। কি করে গিয়েছি আমরা? মনীষীদের শ্রেষ্ঠ কীর্তি লেখা রয় যুগে যুগে। কিন্তু আমরা? আমাদের বিশ্বাস, আমাদের অলীক কল্পনা – এ জন্মে যা পাইনি, তা নিশ্চই পাবো পরজন্মে। যদিও আমরা জানি "জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে?” সৃষ্টিকর্তা এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন সবুজ শ্যামলে। সুন্দর করে সাজিয়েছেন পৃথিবী। যেখানে সেরা সৃষ্টি হলাম আমরা, মানব জাতি। পেয়েছি জীব...

গ্রন্থ প্রকাশে প্রলয় মজুমদার

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,  শনিবার ৩০ সেপ্তেম্বার, ২০২৩'  শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম  বিশিষ্ট ভক্তশিষ্য বাগ্মীপ্রবর প্রলয় মজুমদারের প্রত্যক্ষ অভিজ্ঞতায়, শ্রীশ্রী ঠাকুরের দিব্যজীবন ও বিভিন্ন ঘটনাপঞ্জি বিভিন্ন আঙ্গিকে ৫ টি গ্রন্থ প্রকাশিত হল কলকাতার মহাবধি সোসাইটি হলে।  স্মৃতি ধ্যার্য, ক্রান্তদর্শী, প্রেমল ঠাকুর, যজনীয় জীবন, শ্রীশ্রী ঠাকুর ও গোবর মজুমদার এই পাঁচটি গ্রন্থ প্রকাশকালে তিনি শ্রীশ্রীঠাকুরের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন এবং তার পাঁচটি গ্রন্থ সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন এবং পিতৃস্মৃতি তর্পন করেন। এই অনুষ্ঠানে ছয়জন বিশিষ্ট সম্মানীয় মানুষকে গোবর মজুমদার স্মারক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত হন অধ্যাপক শ্রী অরূপ প্রধান, ড: প্রজ্ঞারঞ্জন দত্ত, এডভোকেট উত্তম চক্রবর্তী, সুরজ পান্ডে, সৎসঙ্গ ইন্ডিয়ার দেবাশীষ শাসমল, সৎসঙ্গ ই ফোরামের প্রসেনজিৎ চৌধুরী। এই অনুষ্ঠানে শ্রীশ্রীঠাকুরের অনেক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সব্যসাচী মজুমদার।

ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হকের বিলের জয়

Image
নিজস্ব প্রতিনিধ:  ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজকর্মী লুৎফল হকের বিদেশ জয়ের কাহিনী। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার সীমান্তবর্তী গ্রাম অদ্বৈত নগর গ্রামে হত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন লুৎফল হক । সেখানেই তার বেড়ে উঠা। শৈশব, কৈশোর কেটেছে নিদারুণ কষ্টে। পেটের জ্বালাতে তিনি ডাস্টবিন থেকে কুড়িয়ে খেয়েছেন খাবার। দারিদ্রতার করাল গ্রাস তার শৈশব, কৈশোরকে গিলে খেয়েছে। অভাবের তাড়নায় প্রাথমিকের গণ্ডি টুকু তিনি পেরোতে পারেননি। মা-বাবা দুজনেই বিড়ি শ্রমিক। কৈশোরে তিনি বাবা-মার বেধে দেওয়া বিড়ি নিয়ে ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে কারখানায় যেতেন বিড়ি দিতে। জীবনের বহু বছর তার কেটেছে অনাহারে অর্ধাহারে। সংসারে স্বাচ্ছন্দ আনার জন্য তিনি কাজ করেছেন রাজমিস্ত্রির জোগাড়ের, বইয়ের দোকানে, পাথরের খাদানে। তিনি বরাবরই পরিশ্রমী ছিলেন। ছিলেন স্বপ্নবাজও। তিনি স্বপ্ন দেখতেন। স্বপ্ন দেখতেন জীবনে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার। স্বাচ্ছন্দের স্বপ্ন দেখতেন নিত্যদিন । তিনি লুৎফল হক। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য…. এই কথাটিকে তিনি সারাটা জীবন মন্ত্রগুপ্তের মত মেনে চলেন লুৎফল হক। তিনি দিনমজুর হিসেবে তার কর্ম জীবন শুরু ...

৯৩ জন পেলেন এই বছরের বঙ্গ গৌরব সম্মান এবং নেতাজী সুভাষচন্দ্র বোস গ্লোবাল আইকন লিডার অ্যাওয়ার্ড

Image
  নিজস্ব প্রতিনিধিঃ রবিবার,  কোলকাতা (২৪ সেপ্টেম্বর '২০২৩) সালের জন্য 'বঙ্গ গৌরব সম্মান ২০২৩' এবং 'নেতাজী সুভাষচন্দ্র বোস গ্লোবাল আইকন লিডার অ্যাওয়ার্ড ২০২৩' প্রদান করা হল। বৈকল্পিক চিকিৎসা পদ্ধতি সংস্থা' এবং 'ওয়ার্ল্ড বুক অব স্টার রেকর্ডস'-এর তরফ থেকে ডাঃ রাজীব পাল ও শান্তশ্রী ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "৩৩ টা বিভাগ মিলিয়ে আজ মোট ৯৩ জনকে 'বঙ্গ গৌরব সম্মান ২০২৩' এবং 'নেতাজী সুভাষচন্দ্র বোস গ্লোবাল আইকন লিডার অ্যাওয়ার্ড ২০২৩' সম্মান প্রদান করা হয়েছে।" বলে রাখা ভালো, মুম্বাই থেকে আগত মনোজকুমার দাসের উপস্থিতিতে আয়োজক সংস্থার পক্ষে আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে ১৫ হাজার উৎকৃষ্ট কলাকুশলী ও ১২ হাজার রাধাকৃষ্ণ পেইন্টিংয়ের জন্য মুম্বইয়ের ওঁনার নাম ওয়ার্ল্ড বুক অব স্টারে নথিভুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে।  অনুষ্ঠানে চন্দ্রোদয় ঘোষ, চন্দ্রকুমার বোস, পণ্ডিত প্রদীপ ঘোষ, নবারুণ চ্যাটার্জী, প্রবীর রায়, পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী, ডাঃ বীরবংশ বৈঠা, শান্তশ্রী ভট্টাচার্য ও ডাঃ রাজীব পাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

নতুন করে ফিরে পেল তরুণ মজুমদার এবং সত্যজিৎ রায়ের মতন পরিচালককে |

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,   পরিচালক রতন মৈত্র এর ছবি ...অন্য রূপকথা ....সত্যি অন্য রকম  শুক্রবার, ২২ সে সেপ্টেম্বর, ২০২৩ ছবিটি মুক্তি পেলো এক্রপলিশ মলের সিনেপ্লেক্সে । উপস্থিত ছিলেন ছবির কলাকুশলি রাজ দে.পূজারিণী. বিষজিৎ চক্রবর্তী,. সুমিত সমাদ্দার, সুমন ব্যানার্জী অধিকারি কৌশিক  এবং ফকিরপুরের গ্রামবাসী যারা কোনোদিন ক্যামেরার সামনে অসেনি। পরিচালক রতন মৈত্র তাদেরকে ওয়ার্কশপ করিয়ে ছবিতে অভিনয় করিয়েছেন । এই সিনেমাতে রাজের অভিনয় প্রসংশিত হয়েছে ৷  দর্শক ছবিটি দেখে খুব প্রশংসা করেছে| দর্শক আবার নতুন করে ফিরে পেল তরুণ মজুমদার এবং সত্যজিৎ রায়ের মতন পরিচালককে | কাল দর্শনে ছিল অনেক গণ্যমান্য ব্যক্তি,যেমন রুদ্রনীল ঘোষ, অমিতাভ ভট্টাচার্য, বালাজি কনস্ট্রাকশনের   কর্ণধার মানব পাল, ভূতের রাজা দিল বরের কর্ণধার রাজিব বাবু, মাসুম আক্তার এবং নাসার সাইন্টিস্ট ডক্টর অনির্বাণ দাস ও আরো অনেকে| বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে অন্য রূপকথা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে | আমরা আশা করব পরিচালক রতন মৈত্র     আরো নতুন নতুন সিনেমা আমাদেরকে উপহার দিক |

বরানগর ন পাড়া সম্মিলিত দুর্গোৎসবে এবার চার ধাম

Image
সুজিত চট্টোপাধ্যায় -  শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩' কলকাতা প্রেস ক্লাব,  পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি। পুজোর উদ্যোক্তারা বছর ভর পরিকল্পনা করেন এই উৎসবের জন্য। দর্শকদের মনোরঞ্জনের জন্য নতুন নতুন পরিকল্পনা রচনা করেন। গত ৭৩ বছর ধরে কলকাতার বরানগর  ন পাড়া সম্মিলিত দুর্গোৎসব কমিটি সতীন সেন সংসদের পরিচালনায় আকর্ষণীয় পুজোর আয়োজন করছেন। এবছর ৭৪ তম বর্ষের পুজোর থিম ভারতের পুণ্য পীঠ চারধাম । পুরী, দ্বারকা, বদ্রিনাথ ও রামেশ্বর মন্দির গড়ে তোলা হচ্ছে। সিকিমের নামচিতে এমন চারটি ধামের মন্দির রয়েছে একত্রে। সেটির অনুকরণে তৈরি হচ্ছে আকর্ষণীয় মণ্ডপ। এই পুজোর বৈশিষ্ট্য মণ্ডপ তৈরি হয় জলের ওপর। পুজোয় যোগ দেন স্থানীয় বিধায়ক তাপস রায়, সাংসদ সৌগত রায় ও মন্ত্রী পার্থ ভৌমিক, সাংসদ শান্তুনু a সেন, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ পুরমাতা অপর্ণা মৌলিক প্রমুখ । এই বছর খুঁটি পুজোর অনুষ্ঠানেও এঁরা হাজির ছিলেন। শনিবার বিকেলে কলকাতার প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন  মুখ্য  সংগঠক বিশ্বজিৎ বর্ধন। ছিলেন মুখ্য সম্পাদক অসীম ঘোষ , কোষাধ্যক্ষ কুন্তল চন্দ ও সহ সম্পাদক সুন...

অত্যাধুনিক শব্দগ্রহণের জন্য কোলকাতায় চালু হল ব্ল্যাক ম্যাজিক স্টুডিওজ

Image
  নিজস্ব প্রতিনিধিঃ  কোলকাতা,  শনিবার (২৩ সেপ্টেম্বর '২৩):- 'ইয়ামাহা ডিএম ৩ ডিজিটাল মিক্সার' সমন্বিত 'ব্ল্যাক ম্যাজিক স্টুডিওজ' নামাঙ্কিত অডিও রেকর্ডিও স্টুডিও প্রথম চালু গেল কোলকাতার নাকতলায়। কোলকাতায় ক্যাকটাস ব্যাণ্ডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিধু, সঙ্গীত শিল্পী প্রিয়া ভট্টাচার্য, সঙ্গীত পরিচালক বাবুল বোস, সোমনাথ ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শুরু হল 'ব্ল্যাক ম্যাজিক স্টুডিওজ'-এর পথচলা। স্টুডিওর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে 'ব্ল্যাক ম্যাজিক স্টুডিওজ'-এর কর্ণধার রোহন অর্জুন আজ এক সাংবাদিক সম্মেলন করে জানান, "৯৬ কিলোহার্জ ইনবিল্ট সাউণ্ড কার্ড ক্ষমতা সম্পন্ন এই মিক্সার মেশিনের সুবাদে এখানে একসাথে ১৬ ট্র্যাকে শব্দগ্রহণ করা যেতে পারে, তবে প্রয়োজন অনুসারে ১৬ ট্র্যাককে ৩২ ট্র্যাকেও পর্যবসিত করা সম্ভব। এর পাশাপাশি স্টুডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা-র প্রয়োগ ঘটিয়ে সর্বোচ্চ মানের শব্দগ্রহণও এবার কোলকাতার বুকে করা সম্ভব হবে।" 'ব্ল্যাক ম্যাজিক স্টুডিওজ'-এর অন্যতম নির্দেশক শ্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "১ হাজার বর্গফুটের ...

প্রেস ক্লাবে মাইক্রো ফাইন্যান্স নিয়ে সচতনতা বাড়াতে উদ্যোগ "বঙ্গনিধি"র

Image
নিজস্ব প্রতিনিধিঃ শানিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩' কলকাতা প্রেস ক্লাব,   বঙ্গনিধি একটি নন প্রফিট সংস্থা যার লক্ষ্য চলতি অর্থনীতি স্বচ্ছতায় মানুষকে অর্থনৈতিক প্রতারণার হাত থেকে সচেতন করা। বঙ্গনিধি বিভিন্ন রকম অন লাইন, স্ক্যান, চিটফান্ড–র সম্বন্ধে মানুষের মধ্যে  সচেতনতা বাড়াতে চায় যাতে তাঁরা  সাবধান ও নিরাপদ থাকতে পাবে। বঙ্গনিধি অ্যাসোসিয়েশন  ক্রিপ্টো কারেন্সি  শেয়ার বাজারের সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য অগ্রণী ভূমিকা নিয়েছে। অসাধু উপায় অবলম্বন করে বিজনেস থেকে হওয়া ক্ষতি থেকে সাধারণ মানুষকে বাঁচানোর শপথ নিয়েছে। "মাইক্রো ফাইন্যান্স" সংস্থাগুলিকে সঠিক পরিচালনা করা বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের আরেকটি অন্যতম সামাজিক উদ্যোগ। অ্যাসোসিয়েশনের মেম্বাররা বা অন্যান্য "এন জি ও" যাতে কোনো ফাঁদে না আটকে সৎভাবে বিজনেস করে। ধারাবাহিক অগ্রগতির দ্বারা নিজের কোম্পানিকে একটি ব্র্যান্ড এ পরিণত করা যায় তার জ্বলন্ত প্রমাণ বন্ধন ব্যাংক।  বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত আওয়ারনেস প্রোগ্রাম গুলোর প্রধান মোটো হলো সাধারণ মানুষকে সচেতন করা যাতে তারা সতর্ক থ...

রাজ চক্রবর্তীর একা নন দ্বিতীয় কে ???

Image
সুশোভন মিস্ত্রি সুন্দরবন:- আবার প্রলয়ের পর সুন্দরবন নিয়ে দ্বিতীয় বাংলা ছোট ছবি আসতে চলেছে আগামী ২ অক্টোবর রাজ চক্রবর্তী পরে এবার সুন্দরবন লোকেশন এ ছোট ছবি "আপাত সাধারনের গপ্পো" পরিচালক প্রণব রায় এই ছোট ছবি নিয়ে বলেন, ছবিটি নাম শুনে মনে হবে সাধারণের গপ্পো কিন্তু গল্প নয় তাই ছবির মধ্যে পরিচালক তার সেই সাসপেন্স টুইসটি লুকিয়ে রেখেছে।  একজন সাধারন গরিব পরিবার থেকে একজন মানুষের চিন্তাধারা এই ছবির মধ্যে প্রকাশ পাবে। সুন্দরবন নিয়ে ক্রিয়েটিভ মনোভাব রাজ চক্রবর্তীর পরে সুন্দরবনেরই ছেলে প্রণব রায় সুন্দরবন থেকে দ্বিতীয় ছবি বাংলা চলচ্চিত্র জগতকে উপহার দিতে চলেছেন। সুন্দরবনকে নিয়ে সুন্দরবন মানুষের জীবনযাত্রা ও তাদের সামাজিক কর্মকাণ্ড নিয়ে এই ছবি সম্পূর্ণভাবে সুন্দরবনের উপরে ই শুটিং । ভবিষ্যৎ সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা এই সিনেমার মাধ্যমে সিনেমায় একাধিক চরিত্র কাল্পনিক হলেও বাস্তবের সঙ্গে মিল রাখে। ছবির পরিচালক প্রণব রায় তিনি নিজের এই ছবিটি উৎসর্গ করেছেন তার বাবা মার উদ্দেশ্যে এই ছবির চরিত্রের কিছু চরিত্র তার পুরনো দিনের কিছু ইতিহাসের।  এদিন তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন ছবিটি...

বেশি বয়সে যারা ভুলে যাওয়ার শিকার যাদের দৈনন্দিন কাজের জন্য অন্যের উপর নির্ভর করতে হয়।

Image
                                      নিজস্ব প্রতিনিধিঃ  বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩,  প্রেসক্লাব, কলকাতা,  Dignity পথচলা শুরু হয়েছিল বাসনের হাত ধরে দীর্ঘ ২৮ বছর আগে বোম্বেতে অধুনা মুম্বাই-এ সংস্থার নামের মধ্যে লুকিয়ে আছে এর উদ্দেশ্য "মর্যাদা/ সম্মান যারা এতদিন সমাজকে তাদের কাজের মাধ্যমে সেবা করেছেন এখন তাদের এই পরিণত বয়সে সমাজেরই উচিত তাঁদের পাশে থাকা সেই ভাবনার ফলশ্রুতি এই Dignity Foundation. এই কলকাতাতেই আছে সংস্থার ৪টি শাখা ( ঢাকুরিয়া, বেহালা, বাগুইহাটি ও সল্টলেক)। মূলত অবসর পরবর্তী লোকেরাই এর সদস্য/সদস্যা। তবে সংস্থার গঠনমূলক সমাজসেবার কাজকে ভালোবেসে অনেকেই। এর সদস্যপদ গ্রহন করেছেন যাদের অবসরের দিনের এখনও অনেক দেরি। এখানে সদস্যরা সব রকম পেশা থেকে এসেছেন। নানান বিনোদন মূলক অনুষ্ঠানের মাধ্যমে সকলে একাকিত্ব ভুলে যান। নুতন করে শেখেন জীবনের পাঠ-যা অন্ন বয়সে করা হয়নি নানান চাপে - সেই গুলোই আবার শেখা শুরু - গান শেখা, নিত্যনূতন রান্না - আবার সুস্থ থাকার জন্য যোগ ব্যয়াম, মাইন...

আসছে লোকনাথ বাবার বাল্যলীলা

Image
নিজস্ব প্রতিনিধিঃ  কোলকাতা (২১ সেপ্টেম্বর '২৩):- এক্সেল মিডিয়া নিবেদিত (Excel Media Presents), স্বপন কুমার দাস প্রযোজিত (Produced by Swapan Kumar Das) এবং জয়শঙ্কর পরিচালিত (Directed by Joyshankar) ধর্মীয় বাংলা কাহিনীচিত্র (Bengal Feature Film) 'লোকনাথ বাবার বাল্যলীলা' (Loknath Babar Balyaleela) মুক্তি পাচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর। কোলকাতা প্রেস ক্লাবে বাংলা কাহিনীচিত্র 'লোকনাথ বাবার বাল্যলীলা'-র পোস্টার, ট্রেলার ও সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কাহিনীচিত্রের পরিচালক জয়শঙ্কর জানিয়েছেন, "এই ছায়াছবিতে দেখা যাবে অনামিকা সাহা, অরিন্দম গাঙ্গুলী-র মতো প্রথিতযশা অভিনেতা ও অভিনেত্রী সহ আরো অনেককে।" এই কাহিনীচিত্রের প্রযোজক স্বপনকুমার দাস জানিয়েছেন, "এই চলচ্চিত্রে বালক লোকনাথের গুরুদেব ভগবান গাঙ্গুলী-র চরিত্রে অভিনয় করেছেন অরিন্দম গাঙ্গুলী, শিশু লোকনাথের চরিত্রে দেখা যাবে ঋষ্ণা পাল-কে এবং বালক লোকনাথের চরিত্রে অভিনয় করেছে অরণ্য রায় চৌধুরী এবং লোকনাথের বন্ধু বেণীমাধবের চরিত্রে অভিনয় করেছে আর এক শিল্পী ইমন আদিত্য।" প্রযোজক সংস্থা থেকে জানানো হয়েছে, ...

পুজোর গানের মিউজিক ভিডিও রেকর্ডিং

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,  শারদীয় দুর্গোৎসবের আগেই শিবু সোম - এর কথায় ও সুরে পুজোর গানের মিউজিক ভিডিও মুক্তি পেতে চলেছে। গান গেয়েছেন রাজশ্রী বাগ ও দিবাকর সাহা। মিউজিক ব্যবস্থাপনায় গামলী ব্যানার্জী।  ১৯ সেপ্টেম্বর,২০২৩, মঙ্গলবার , উত্তর কলকাতার শ্যামনগরের লর্ড কৃষ্ণা স্টুডিওতে এই গানের ভিডিও রেকর্ডিং হয়ে গেল।  মূলতঃ অসমীয়া সঙ্গীত শিল্পী দিবাকর , রাজশ্রীর সঙ্গে গান গাওয়ার ইচ্ছা পূরণ হওয়ায় অত্যন্ত খুশি। সেই সঙ্গে পুজোর এই গান সকলের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন। বাংলা ও হিন্দি গানের জগতে ইতিমধ্যেই সাড়া ফেলে দেওয়া সঙ্গীত শিল্পী রাজশ্রী গানের কথা ও সুরের  প্রশংসা করেছেন।

পরিবেশ বান্ধব মার্ভেল : নেপথ্যে Narula Institute of Technology Engineering এর শিক্ষার্থীরা।

Image
দেবাঞ্জন দাস, কলকাতা, মঙ্গাল্বার,  ১৯ সেপ্টেম্বর: সাম্প্রতিক জাতীয় প্রকৌশলী দিবসকে মাথায় রেখে এবং বিশ্বকর্মা পূজার শুভ উপলক্ষ্যে, নরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজির মেধাবী এবং নিবেদিতপ্রাণ ইঞ্জিনিয়ারিং ছাত্ররা মহাবিশ্বের ঐশ্বরিক স্থপতি, প্রভুর কাছে তাদের প্রার্থনা জানাতে একত্রিত হয়েছিল  বিশ্বকর্মা, একটি উদ্ভাবনী এবং পরিবেশ সচেতন উপায়ে। সৃজনশীলতা এবং কারুকার্যের একটি অসাধারণ প্রদর্শনে, শিক্ষার্থীরা পুনর্ব্যবহৃত এবং জীর্ণ সামগ্রী ব্যবহার করে ভগবান বিশ্বকর্মার একটি দুর্দান্ত ধাতব মূর্তি তৈরির কাজ শুরু করেছে।  এই অনন্য প্রকল্পটি শুধুমাত্র ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে না বরং মূর্তির শরীরের অংশগুলি তৈরি করার জন্য গিয়ার, বিয়ারিং, হাইড্রোলিক/কয়েল স্প্রিংস এবং আরও অনেক কিছুর মতো স্ক্র্যাপ আইটেমগুলি ব্যবহার করে স্থায়িত্বের প্রচার করে৷ ধাতব মূর্তির গঠন শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং দক্ষতার একটি প্রমাণ, কারণ এটি স্টিলের পাইপ এবং টিএমটি বার থেকে খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে।  মূর্তির কঙ্কালটি একটি সুনির্দিষ্ট ঢালাই প্রক্রিয়ার মাধ্যমে দক্ষতার সাথে ইস্পাতের চাদর দিয়ে আবৃ...

ASICS ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রদ্ধা কাপুর নেক্সাস এলান্তে মলে

Image
দেবাঞ্জন দাস, কলকাতা,  মঙ্গলবার, ১৯  সেপ্টেম্বর:২০২৩, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, এবং ASICS ব্র্যান্ড অ্যাম্বাসেডর 17 ই সেপ্টেম্বর-এ চণ্ডীগড়ের Nexus Elante Mall-এ ASICS স্টোর পরিদর্শন করেন। ইভেন্টটি ASICS ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাপুরের আত্মপ্রকাশকে চিহ্নিত করে।  বিখ্যাত অভিনেতা ফ্যাশন, স্টাইল এবং ফিটনেসের একটি নিখুঁত সংমিশ্রণ প্রদর্শন করার সময় তার ফিটনেস এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার মন্ত্র ভাগ করে সন্ধ্যাকে আনন্দদায়ক করে তোলেন। ইভেন্টটি অত্যন্ত উত্তেজনার সাথে শুরু হয়েছিল কারণ প্রতিভাবান অভিনেতা তার ভক্তদের সাথে আলাপচারিতা করেছিলেন, একটি স্মরণীয় সন্ধ্যার মঞ্চ তৈরি করেছিলেন।  সন্ধ্যার হাইলাইট ছিল তার ব্যক্তিগত সাক্ষাতের সুযোগ যা ভক্তরা নেক্সাস এলান্টে মলের ASICS স্টোরে পেয়েছিলেন যেখানে তাকে ফিটনেস এবং লাইফস্টাইল পণ্যের নতুন পরিসর চেষ্টা করতে দেখা গেছে। ইভেন্টের সাফল্যের প্রতি প্রতিফলিত করে, ASICS ভারত ও দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর রজত খুরানা ব্যক্ত করেছেন, "আমরা শ্রদ্ধা কাপুরকে ASICS ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চণ্ডীগড়ের প্রাণবন্ত শহর...

অনুষ্ঠান টি এককথায় বেশ প্রাণবন্ত হয়ে উঠেছিল।

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,  রিলিফ এন রেস্কিউ এর ২য় বর্ষ পূরণ হয়েগেলো দক্ষিণ কলকাতার তপন থিয়েটার এ গত ১৬ই সেপ্টেম্বর। সভাপতি তমাল রায়চৌধুরী সংগঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং সাধারণ সম্পাদক তার ভাষণে বিগত বছরে সংগঠন কি কি করেছে সেটা তুলে ধরেন, সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হোলো পরিচালক বীরেশ চ্যাটার্জী মহাশয় কে, আর যাত্রার প্রযোজক গৌতম নন্দী কে।  উদ্বোধনী সঙ্গীত গেয়েছেন অভিনেত্রী পূবালী বসু, শ্রুতি নাটক পরিবেশন করেন অরুনাভ চৌধুরী ও সম্প্রদায়, গান পরিবেশন করেন মৌমিতা ও। ছোট্ট একটি নাটক পরিবেশন করেন ইরানী মুখার্জী ও সম্প্রদায়। শিল্পী চক্রবর্তী স্বরচিত কবিতা পাঠ করলেন ও রাহুল দত্ত ম্যাজিক দেখালেন।  নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,  উপস্থিত ছিলেন যাত্রার প্রখ্যাত জুটি অনল কাকলি, পূবালী, তাপসী, অরুন ও অনেকে। উপস্থিত ছিলেন বেশ কিছু পরিচিত সিনেমা সিরিয়াল এর অভিনেতা অভিনেত্রী, মনোজিৎ, অনসূয়া সামন্ত,  মৌসুমী দাস, পারিজাত চক্রবর্তী ও অনেকে। প্রচার সচিব ছিলেন মৃত্যুঞ্জয় রায়।  ২ তারিখের অনুষ্ঠান টি এককথায় বেশ প্রাণবন্ত হয়ে উঠেছিল।

কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি সবজায়গাতেই

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,  ভারত বর্ষের বিভিন্ন জায়গাতে আজ ধুমধাম করে গনেশ চতুর্থীর পূজোর শুভারম্ভ হল।পশ্চিম বঙ্গে আগে কিছু কিছু জায়গায় আগে এই গণেশ পুজো হতো এখন তা অনেক বেড়ে গেছে। কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি সবজায়গাতেই ধুম ধাম করে পুজো হচ্ছে। সেরকমই হাওড়ার মিউনিসিপাল কর্পোরেশনের ৫৪নম্বর গিরিশ ঘোষ রোডের এর ৬০ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিকের উদ্যোগে আজ থেকে আট বছর আগে সিদ্ধিদাতা গণেশের মন্দির নির্মাণ করা হয়েছিল। সেই মন্দিরেও আজ গনেশ চতুর্থী পূজোর শুভারম্ভ হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন দিবাকর চক্রবর্তী ,চিত্র সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় ছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিরা।

কোলকাতার কেশবচন্দ্র সেন স্ট্রিট-এ প্রথম পুজ্য বিঘ্নবিনাশক শ্রী গণেশ পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল।

Image
নিজস্ব প্রতিনিধিঃ  কোলকাতা (১৮ সেপ্টেম্বর '২৩) :- চিরাচরিত ঐতিহ্য ও ধর্মীয় পরম্পরা মেনে 'সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাব'-এর উদ্যোগে ও পরিচালনায়।  কোলকাতার কেশবচন্দ্র সেন স্ট্রিট-এ প্রথম পুজ্য বিঘ্নবিনাশক শ্রী গণেশ পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন  হয়ে গেল। 'সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাব'-এর দুই সম্পাদক মণীশকুমার সাও এবং প্রিয়াঙ্ক পাণ্ডে একযোগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "এই বছর চতুর্দশ বর্ষে পদার্পণ করল 'সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাব'-এর গণেশ বন্দনা। আগামী কাল পূজা প্রাঙ্গণে প্রথা মেনে গণেশ আরাধনা করা হবে। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এখানে বিবিধ উৎসব চলবে।" উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, আমহার্স্ট স্ট্রিট থানার অফিসার ইনচার্জ পুলক দত্ত, কোলকাতা পৌরনিগমের ৪ নম্বর বরোর অধ্যক্ষ ও ৩৮ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সাধনা বোস, কোলকাতা পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি রাজেশ সিনহা, সৌম্য বক্সি এবং ক্লাবের অধ্যক্ষ পিয়াল চৌধুরী, সহাধ্যক্ষ সঞ্জয় রায়, মহাসচিব প্রবন্ধ রায় ওরফে ফান্টা, বুলবুল সাউ ...

আইএলএফ সম্মান পেলেন কবি অনিমেষ মুখার্জি

Image
সুমিত পালিত- সোমবার, ১৮ সেপ্টেম্বর,২০২৩  শহরের রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল লিটারেরি ফাউন্ডেশনের ২০২৩ সালের পুরস্কার প্রদান। এবছর যারা পুরস্কার পেলেন তাদের মধ্যে অন্যতম পুরুলিয়া জেলার স্বনামধন্য কবি  ইংরেজি ভাষা সাহিত্যের শিক্ষক অনিমেষ মুখার্জি।  প্রসঙ্গত ভাষা সাহিত্যের সাথে নিরন্তর যুক্ত থাকা কবি সাহিত্যিকদেরই এই পুরস্কার দেওয়া হয় থাকে। সংস্থার সভাপতি ডঃ সমীর শীল এদিন সন্ধ্যায় অনিমেষবাবু সহ প্রত্যেক সম্মাননা প্রাপকের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেন। এদিন সন্ধ্যায় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব কলকাতা ম্যাগনেটস ও রোটারি ক্লাবের সভাপতি আশিস বসাক সহ বহু বিদগ্ধ ব্যক্তিত্ব।

বিশ্বকর্মা পূজার শুভ দিনে

Image
নিজস্ব প্রতিনিধিঃ, ইনস্টিটিউট অফ পার্সোনালিটি অ্যান্ড ইমেজ ম্যানেজমেন্টে (আইপিআইএম), ১৮ই সেপ্টেম্বর ২০২৩-এ উদযাপিত বিশ্বকর্মা পূজার শুভ দিনে, কর্মরত পেশাদার, মডেল এবং অভিনেতা, উদ্যোক্তা, গৃহকর্মী, ছাত্র, পেশাদার চিত্র পরিচালক এবং কলকাতা শহরের অন্যান্য সবার জন্য তার দরজা খুলে দিয়েছিলো। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেছিলেন জর্জ টেলিগ্রাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মাননীয় সুব্রত দত্ত। তার সাথে সম্মানিত অতিথিদের তালিকায় যোগ দিয়েছিলেন সিটি ক্যাবলের ডিরেক্টর সুরেশ শেঠিয়া, মুখরোচক স্ন্যাকস অ্যান্ড কনফেকশনারের ব্যবস্থাপনা পরিচালক, প্রণব চন্দ্র এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও ডক্টর শঙ্কু বোস। আইপিআইএম এর প্রতিষ্ঠাতা এবং সিইও অ্যাডোলিনা গাঙ্গুলীর নেতৃত্বে অনুষ্ঠানটি সূচিত হয়েছিল।  অ্যাডোলিনা প্রায় এক দশক ধরে তরুণ, পেশাদার, মডেল, উদ্যোক্তা এবং গৃহনির্মাতাদের তাদের ইমেজ লক্ষ্য অর্জনে সহায়তা করে আসছেন। কলকাতায় তার প্রথম ইউনিট স্থাপনের পর, আইপিআইএম ভারতের বিভিন্ন শহরে তার মডেল প্রতিলিপি করার পরিকল্পনা করেছে | আইপিআইএম-এর লক্ষ্য হল ভারত জুড়ে অংশগ্রহণকারীদের তাদের নিজ নিজ পেশাগত এবং সামাজিক জীবনে...

'স্বজন'এর উদ্যোগে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম দিবস পালন এবং স্মারক লিপি প্রদান

Image
মানস মুখোপাধ্যায় :- ' স্বজন' এর উদ্যোগে শুক্রবার প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৭ তম জন্মদিন উপলক্ষে লেখকের বসত বাটিতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও চারা গাছ রোপন করার কর্মসূচি ছাড়াও কবিতা পাঠ, তাৎক্ষণিক কবিতা লেখা, এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  এই উপলক্ষে এদিন ৭৫ জন কবির লেখা কবিতা নিয়ে সাহিত্যলোক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।  সমগ্র পৃথিবীর প্রায় ৩৫ কোটি বাঙালির হৃদয়ে বিরাজ করছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর নাম। প্রতিটা ভ্রমণ পিপাসু  এবং সাহিত্য প্রেমী মানুষ দেউলটি স্টেশন থেকে ওনার বাড়ি আসেন, কারণ বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কথাসাহিত্যিকের এই বসতবাটি হেরিটেজ ঘোষণার পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। যেহেতু এই বসত বাটিতে আসতে হলে দেউলটি স্টেশন থেকেই আসতে হয়।  সেই জন্য ওখানকার স্থানীয় বাসিন্দা সহ বেশ কিছু সাহিত্য প্রেমী মানুষের দীর্ঘদিনের দাবি এই দেউলটি স্টেশনটি শরৎচন্দ্রের নামে নামাঙ্কিত হোক। এই জন্য লেখকের জন্মদিনে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আন্দোলনের সাথী স্বজন দেউলটি স্টেশনের স্টেশন মাস্টারকে শরৎচন্দ্রের বই, ছ...

আত্মহত্যা রোধে নয়া উদ্যোগ লাইফলাইনের, পাশে থাকবে 'সোলেস'

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩’ আশঙ্কাজনক ভাবে ভারতে প্রতি মুহূর্তে বেড়ে চলেছে আত্মহত্যার সংখ্যা। আর তা প্রতিরোধের লক্ষ্যেই রবিবার থেকে লাইফলাইন ফাউন্ডেশনের উদ্যোগে পথ চলা শুরু করল 'সোলেস'। প্রতি বছর ১০ সেপ্টেম্বর উদযাপিত হয় বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। আর সেই দিন থেকেই আত্মহত্যার চেষ্টা করা মানুষজন ও তাঁদের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সোলেস। ২০২২ সালের অগাস্ট মাসে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) একটি পরিসংখ্যান প্রকাশ করে। সেখানে দেখা যায় ২০২১ সালে ভারতে আত্মহত্যার হার বৃদ্ধি পেয়েছে ৭.২%। যার ফলে আত্মহত্যার ঘটনার মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৩৩-এ। আগের বছরের তুলনায় আত্মহত্যার ঘটনার এমন বৃদ্ধি রীতিমতো উদ্বেগজনক। ২০২১ সালে, তার আগের বছরের তুলনায় ভারতে আত্মহত্যার হার ৬.২% বৃদ্ধি পায় এবং দেশের মোট জনসংখ্যার মধ্যে প্রতি লাখে ১২ জন করে মানুষ আত্মঘাতী হন। ১৯৬৭ সাল থেকে আত্মহত্যার বিষয়ে সমস্ত তথ্য রাখা শুরু করে এনসিআরবি। আর সেখানেই দেখা যায়, ২০২১ সালে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা নথিবদ্ধ হয়েছে। নথিতে নেই এমন আত্মহত্যার ঘটনার...

'যতদূর বাংলা ভাষা' বিষয় কর্মসূচি অনুষ্ঠিত হলো সল্টলেকের ঐকতান মঞ্চে

Image
বেবি চক্রবর্ত্তী, কলকাতা :- যুগ সাগ্নিক পত্রিকার পক্ষ থেকে সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের ঐকতান মঞ্চে বারো দিনব্যাপী বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠানের সমাপ্তি হল গত ৬ই সেপ্টেম্বর। চলতি বছরে অনুষ্ঠানের বিষয় ছিল " যতদূর বাংলা ভাষা"। এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার ট্যাবলয়েড প্রকাশ ও বিভিন্ন কবিদের কবিতা পাঠ সহ বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌমাল্য মিত্র, অলোক প্রেরণা ঘোষ, বেবি চক্রবর্ত্তী সহ বেশ কিছু গুণীজনের বর্ণময় উপস্থাপন ছিল চোখে চোখ রাখার মতো। এক ঝাঁক শিল্পীর শিল্প নৈপুণ্যে বন্ধুত্বে, ভালোবাসায় - উষ্ণতায় এমন একটা বলয় তৈরি হয়েছিল যা প্রশংসার দাবি রাখে।এদিনের কবিতা পাঠ আর আবৃত্তি র এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তনুশ্রী দেবনাথ, কেকা মল্লিক, দুলাল সুর, রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, সন্দীপ রায়,শর্মি ঘোষ (বাচিকশিল্পী),মিলি দাস(কবি), দেবযানী ভট্টাচার্য (কবি),দীপন সেনগুপ্ত (বাচিকশিল্পী) প্রমূখ ।

জেমস্ বন্ড এর পছন্দের বাইক এবার কোলকাতায়

Image
  নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,   একসময় দেখা যেত জেমস্ বন্ডকে একটা সুপার বাইক চেপে নানান ইমেজে। সেই বাইক এবার  কলকাতার ভিআইপি রোডে অবস্থিত 'ট্রায়াম্ফ ডিলারশিপ'-এর শোরুম থেকেই এবার 'ট্রায়াম্ফ স্পিড ৪০০'  নামাঙ্কিত মোটরসাইকেল দেখা বা কেনা যাবে। দু লক্ষ তেত্রিশ হাজার টাকায় তিন রকম রঙে পাঁচ বছর ওয়ারেন্টি সহযোগে এটি পাওয়া যাবে বলে জানিয়েছেন সংস্হার আর এম সুব্রত মহাপাত্র। কৃষ্ণ নগর এবং বেহালায় আরও দুটি বিপণন কেন্দ্র খুব শিঘ্রই খুলবে বলে জানিয়েছেন সংস্থার ডিরেক্টর নির্মল কুমার গোয়েল। 'ও এস এল গোয়েল'স গ্রুপ'-এর দুই ডিরেক্টর নির্মলকুমার গোয়েল  ও সঞ্জয়কুমার গোয়েল এবং বাজাজ অটো-র কর্মকর্তা মনোজ ঠাকুরের উপস্থিতিতে আজ তেঘরিয়ার রঘুনাথপুরে এই প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্রের দ্বারোদ্ঘাটন হয়। যে সমস্ত গ্রাহক অনলাইনে 'ট্রায়াম্ফ স্পিড ৪০০' বুক করেছিলেন প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্রের উদ্ঘাটন মুহূর্তে তাঁদের হাতে এই মোটর সাইকেলের চাবি তুলে দেওয়া হয়।