রাজ চক্রবর্তীর একা নন দ্বিতীয় কে ???
সুশোভন মিস্ত্রি সুন্দরবন:- আবার প্রলয়ের পর সুন্দরবন নিয়ে দ্বিতীয় বাংলা ছোট ছবি আসতে চলেছে আগামী ২ অক্টোবর রাজ চক্রবর্তী পরে এবার সুন্দরবন লোকেশন এ ছোট ছবি "আপাত সাধারনের গপ্পো" পরিচালক প্রণব রায় এই ছোট ছবি নিয়ে বলেন, ছবিটি নাম শুনে মনে হবে সাধারণের গপ্পো কিন্তু গল্প নয় তাই ছবির মধ্যে পরিচালক তার সেই সাসপেন্স টুইসটি লুকিয়ে রেখেছে।
একজন সাধারন গরিব পরিবার থেকে একজন মানুষের চিন্তাধারা এই ছবির মধ্যে প্রকাশ পাবে। সুন্দরবন নিয়ে ক্রিয়েটিভ মনোভাব রাজ চক্রবর্তীর পরে সুন্দরবনেরই ছেলে প্রণব রায় সুন্দরবন থেকে দ্বিতীয় ছবি বাংলা চলচ্চিত্র জগতকে উপহার দিতে চলেছেন। সুন্দরবনকে নিয়ে সুন্দরবন মানুষের জীবনযাত্রা ও তাদের সামাজিক কর্মকাণ্ড নিয়ে এই ছবি সম্পূর্ণভাবে সুন্দরবনের উপরে ই শুটিং ।
ভবিষ্যৎ সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা এই সিনেমার মাধ্যমে সিনেমায় একাধিক চরিত্র কাল্পনিক হলেও বাস্তবের সঙ্গে মিল রাখে। ছবির পরিচালক প্রণব রায় তিনি নিজের এই ছবিটি উৎসর্গ করেছেন তার বাবা মার উদ্দেশ্যে এই ছবির চরিত্রের কিছু চরিত্র তার পুরনো দিনের কিছু ইতিহাসের।
এদিন তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন ছবিটি ছোট ছবি হলেও সুন্দরবন মানুষের জীবনের কর্মকাণ্ড নিয়ে সাধারণ দৈনন্দিন মানুষের জীবনযাত্রার উপরে এই ছবিটি এর আগেও তিনি সুন্দরবন নিয়ে একটি ডকুমেন্টারি করেছিলেন। যা বিভিন্ন সভাতেও প্রশংসিত পেয়েছিল। ক্রিয়েটিভ ওমব প্রোডাকশন হাউজের এই সিনেমাটি আগামী ২রা অক্টোবর দর্শকদের জন্য বাংলা চলচ্চিত্রের ছোট পর্দায় আসতে চলেছে ছবিটির মধ্যে অনেক রহস্য সাসপেন্স লুকিয়ে আছে সে কথা এদিন তিনি খোলাসা না করলেও তার ইঙ্গিত তিনি দিয়েছেন।
Comments
Post a Comment