'যতদূর বাংলা ভাষা' বিষয় কর্মসূচি অনুষ্ঠিত হলো সল্টলেকের ঐকতান মঞ্চে

বেবি চক্রবর্ত্তী, কলকাতা :- যুগ সাগ্নিক পত্রিকার পক্ষ থেকে সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের ঐকতান মঞ্চে বারো দিনব্যাপী বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠানের সমাপ্তি হল গত ৬ই সেপ্টেম্বর। চলতি বছরে অনুষ্ঠানের বিষয় ছিল " যতদূর বাংলা ভাষা"।

এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার ট্যাবলয়েড প্রকাশ ও বিভিন্ন কবিদের কবিতা পাঠ সহ বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌমাল্য মিত্র, অলোক প্রেরণা ঘোষ, বেবি চক্রবর্ত্তী সহ বেশ কিছু গুণীজনের বর্ণময় উপস্থাপন ছিল চোখে চোখ রাখার মতো। এক ঝাঁক শিল্পীর শিল্প নৈপুণ্যে বন্ধুত্বে, ভালোবাসায় - উষ্ণতায় এমন একটা বলয় তৈরি হয়েছিল যা প্রশংসার দাবি রাখে।এদিনের কবিতা পাঠ আর আবৃত্তি র এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তনুশ্রী দেবনাথ, কেকা মল্লিক, দুলাল সুর, রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, সন্দীপ রায়,শর্মি ঘোষ (বাচিকশিল্পী),মিলি দাস(কবি), দেবযানী ভট্টাচার্য (কবি),দীপন সেনগুপ্ত (বাচিকশিল্পী) প্রমূখ ।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....