Posts

Showing posts from February, 2022

সংবাদপত্র বিক্রেতাদের করোনা যোদ্ধা সম্মান

Image
  সুপ্রকাশ   চক্রবর্তীঃ  পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য সংবাদ পত্র এই সময় ও টাইমস ওফ ইন্ডিয়ার উদ্যোগে  করোনা যোদ্ধা সংবাদপত্র বিক্রেতাদের সম্বর্ধনা দেওয়া হল  হল হুগলি জেলার একোয়া মেরিনা পার্কে।  শনিবার সকাল সাড়ে ১১ টা থেকে দিনভোর চলে এই অনুষ্ঠান। সেখানে হাওড়া ও হুগলি জেলা থেকে  ৭০ জন সংবাদপত্র ডিলার অংশগ্রহন করেন। তারা কোভিড কালে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দিয়েছেন সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এর পাশাপাশি জেলায় সংবাদপত্রের বিক্রি বাড়াতে স্থানীয় সংবাদ বেশি করে প্রকাশের দাবী জানান। এদিনের অনুষ্ঠানে সংবাদপত্র ডিলারদের করোনা যোদ্ধা হিসাবে মেডেল ও সংসাপত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয় এইসময় ও টাইমস অফ ইন্ডয়ার পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সময় সংবাদ পত্রের সম্পাদক হিরক বন্দোপাধ্যায়,ফুটবলার সত্যজিত চ্যাটার্জী,  টাইমস অফ ইন্ডিয়ার পুর্বাঞ্চলিয় সাখার ব্রাঞ্চ হেড এবং টাইমস অফ ইন্ডিয়ার জোনাল হেড অর্নব চ্যাটার্জী,  হিরক বন্দোপাধ্যায় বলেন, করোনা কালে সংবাদপত্র বিক্রেতারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তা খুবই প্রশংসার যোগ্য।  অর্নব চাটার্জী বলেন, কোভিড কালে স

মাত্র কদিন বাকি

Image
  শুভ ঘোষঃ ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আগামী ২৮ শে ফেব্রুয়ারি বিকেল ৩.৩০ মিনিট সেন্ট্রাল পার্ক মেলাপ্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠান।  কলকাতার নামি হোটেলে হয়ে গেলো ত্বিতীয় সাংবাদিক সম্মেলন আন্তর্জাতিক এই বইমেলার সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে নতুন বুক ফেয়ার শুভ শুভ সূচনা হবে। উপস্থিত থাকবেন বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী মাননীয় কে এম খালিদ, এম. পি. বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতি সেলিনা হোসেন এছাড়া থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীবর্গ এবং বিভিন্ন কবি সাহিত্যিক ও অন্যান্য গুণীজন  এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশেষত্ব প্রায় ৬০০ স্টল এবং ২০০ লিটিল ম্যাগাজিন ৯টি তোরণ বইমেলা দুটি হল হচ্ছে সুভাষচন্দ্র বসু ও ঋষি অরবিন্দের নামে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন হবে কবি সম্পাদক শম্ভু রক্ষিতও প্রভাত নামে  থাকছে প্রেস কর্নার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের মুক্ত মঞ্চ ।  এই মেলায় প্রতিদিন লটারি হবে ১৫ জন ভাগ্যবান কে মোট

লোহা গেট থেকে

Image
বলরাম বোসঃ  কামারহাটি বামফ্রন্টের পক্ষ থেকে আজ বিকালে নির্বাচনের শেষ লগ্নে এক থেকে সাত নম্বর ওয়ার্ড সাতখানা প্রার্থী কে নিয়ে মিছিল করলেন মোহাম্মদ সেলিম সিপিআইএম পলিটব্যুরোর সদস্য এছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ও প্রাক্তন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সায়ন দ্বীপ সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও প্রাক্তন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানষ মুখার্জি কামারহাটি চারমাথা মোড় লোহা গেট থেকে মিছিল শুরু হয় সাতখানা ওয়ার্ডের বিভিন্ন জনবহুল অঞ্চল ঘুরে কামারহাটি গ্রাম রোডে পাঁচমাথা মোড়ে এই মিছিল শেষ হয়।

বরানগর রবীন্দ্রভবন সভাঘরে

Image
শুভ ঘোষঃ কলকাতা,  বরানগর রবীন্দ্রভবন সভাঘরে সম্প্রতি হয়ে গেল কে আর এ মিউজিক প্রোডাকশন এর এক সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিভিন্ন সংগিত জগতের সম্মানিয় ব্যক্তিগন। গান ও নিত্য অন্যান্য পারফরম্যান্স এর দ্বারা এক আনন্দময় সন্ধ্যা আলোকিত হয়। উপস্থিত ছিলেন কেআরএ মিউজিক প্রোকাশন এর কর্নধর কৃষ্ণেন্দু রাজ আচার্য ও ঐন্দ্রিলা সাহা। সেই সঙ্গে কিছু ছোটো বাচ্চাদের ও দুস্থ ছেলেমেয়েদের হাতে তুলে দেন বস্ত্র। 

ভাষা ভবনে

Image
শুভ ঘোষঃ কলকাতা,  আলিপুর ভারতীয় জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে কে.এফ.মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে (মাসেই উল মুলক হাকিম আজমল খানের ১৫৪ তম জন্ম দিবস পালন) করা হয়। অনুষ্ঠানের মূল বিষয় ছিল রাজ্যের বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসক দের (কে.এফ.মেমোরিয়াল ট্রাস্টের) বিশেষ সম্মানে সম্মানিত করা হয় অনুষ্ঠানের বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বলিউড ও টলিউডের বিশিষ্ট অভিনেতা জনাব রাজা মুরাদ মহাশয় এছাড়া  বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মুসলিম মাইনোরটি সেলের মোঃ গোলাম রব্বানী, বিধায়ক রুকবানুর রহমান চিপগেস্ট  প্রাক্তন এমপি রাজ্য সভার,আহমেদ হোসেন ইমরান, শ্রীমতি সাজদা আহমেদ, ডাক্তার এম এ কাশেম ৭কমিটির সদস্য চেয়ারম্যান,  কলকাতা কর্পোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের পৌর মাতা নিবেদিতা শর্মা এছাড়াও সমাজের অনেক গুণী জন উপস্থিত ছিলেন  এই অনুষ্ঠানে বিভিন্ন প্রোডাক্ট নিয়েও আলোচনা হয়।

যা বলছেন মিথ্যা বলছেন, নজর ঘোরাতে বলছেন।

  সঞ্জয় রায়চৌধুরীঃ কলকাতা , সাংবাদিক সম্মেলন করে জানালেন কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বামেদের সাথে আমাদের নীতিগত লড়াই আছে। এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য টিএমসির জন্ম। বিভিন্ন ইস্যুতে মত পার্থক্য থাকলেও বিজেপি ধর্মের নামে যে ভেদাভেদ করছে সেটাকে আমরা মানিনা। বামেদের হাতে রাজ্য নিরাপদ নয়৷ কিন্তু যারা ধর্মের ভিত্তিতে সামাজিক ভাগ করে তাদের হাতে শাসক-বিরোধী কেউ সুরক্ষিত নয়। বিজেপি চতুর্থ হলে আমরা আরও খুশি হব। বাংলার স্বার্থে, দেশের স্বার্থে বিজেপির চতুর্থ হওয়া ভালো। বাংলার মানুষকে ধন্যবাদ। তারা বিপুল সমর্থন জানিয়েছেন। পাশাপাশি এটা প্রমাণ করে দিয়েছেন বাংলার মানুষ রাজ্যের যে কাজ চলছে যে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে তাতে পূর্ণ আস্থা রেখেছেন। বিজেপিকে বিভ্রান্ত হয়ে কিছু মানুষ ভোট দিয়েছিলেন। তারাও আজ বুঝতে পারছেন। পুরোদস্তুর টিএমসির ওপর আস্থা রেখেছেন। বিজেপির অবস্থা খুব খারাপ। প্রথম ও দ্বিতীয় ফারাক অনেক৷ দ্বিতীয় ও তৃতীয় লড়াইয়ে দুই জায়গায় বামেরা এগিয়ে গেছে। আসলে মানুষের আস্থা বেড়েছে। আগামী দিনে মানুষের ভরসা থাকুক এই ধারা অব্যাহত রাখার জন্য। ১০০% মানুষ উপকার পেয়েছেন। আমরা ৯০% ভোট পেয়েছি।

প্রতিবাদী মিছিল

Image
সঞ্জয় রায়চৌধুরীঃ কলকাতা , মধ্য কলকাতা র সেন্ট্রাল ডেপুটি কমিশনার এর অফিসের সামনে আর বিজেপির উত্তর কলকাতার বিজেপির পক্ষ থেকে ভোটের আইনশৃঙ্খলার অবনতি ও পুলিশের দল দাসে পরিণত হওয়ার  বিরুদ্ধে বিজেপির ডিসি সেন্ট্রাল অফিস ঘেরাও কল্যান চৌবে সজল ঘোষ সহ অন্যান্য নেতা নেতৃবৃন্দ এবং স্মারকলিপি জমা দিলেন সাত সদস্যের একটি দল।  কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অদূরে জমায়েত করে ওখান থেকে মিছিল নিয়ে উত্তর কলকাতার বিজেপি নেতৃত্ব কল্যান চৌবে বেশ কিছু সমর্থক নিয়ে হাজির হন সেন্ট্রাল ডেপুটি কমিশনার অফিসের সামনে পুলিশের বাধায় রাস্তায় দাঁড়িয়ে থাকে প্রতিবাদী মিছিল এরপর সাত সদস্যের দল কমিশনের অফিস এর কাছে স্মারকলিপি প্রদান করেন এরপর বিক্ষোভ মিছিল আরম্ভ হয়।

নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরছি এক লজ্জাজনক অধ্যায়।

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা , অপ্রিয় সত্যি হলেও অস্বীকার করার উপায় নেই, মানব সভ্যতার বিবর্তনে ভোগবাদী ব্যাক্তিসর্বস্ব মানসিকতার ফসল হিসেবে মানুষ নিজেদের মানবিক বোধ ক্রমশ হারিয়ে ফেলছে। ধর্মীয় বিশ্বাস আর রাজনৈতিক মতপার্থক্য দিয়ে গড়ে তুলছে এক বিভেদের প্রাচীর। নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরছি এক লজ্জাজনক অধ্যায়। সৃষ্টি হচ্ছে সামাজিক পরিবেশ দূষণ। পাশাপাশি প্রকৃতির আশীর্বাদকে আমরা এবং রাষ্ট্রের পরিচালনায় যাঁরা আছেন তাঁরা অনাদর করছি, কখনও অজ্ঞানতায় কখনও অবহেলায়। ব্যক্তিস্বার্থই হয়ে উঠছে প্রধান বিষয়। ফলে মানব সভ্যতার চরম সংকট ক্রমশই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। ধর্মের আধ্যাত্মিক গতিমুখ ও রাষ্ট্রের শাসন ক্ষমতায় থাকা মানুষদের দৃষ্টিভঙ্গির সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। তাই আমরা মনে করি রাষ্ট্রের বুদ্ধিজীবী সম্প্রদায় ও ধর্মীয় চিন্তকদের নিয়ে কিছু বিষয়ভিত্তিক কমিটি গড়ে তুলে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে। দেশের সংকট মুহূর্তে বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুরা রাষ্ট্রের হিত চিন্তায় শাসক ও দেশের মানুষের পাশে থেকেছেন। কিন্তু সাংগঠনিক ভাবে বিভিন্ন কমিটি গড়ে তোলা হলে সেখানে শুধু বুদ্ধ

পুলিশ কমিশনার

Image
সঞ্জয় রায়চৌধুরীঃ কলকাতা , কমিশন-মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ কমিশনার এর সাথে ১২ ঘণ্টার মধ্যে বৈঠক করে দেখবে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি না। থাকলে তাদের মোতায়েন করবে। তবে নির্বাচন শান্তপূর্ণ করতে দায় থাকবে নির্বাচন কমিশনের ওপর। প্রযোজনীয়তা থাকলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে। বিধাননগর নিয়ে ১২ ঘন্টার মদ্যে মিটিং করে সিদ্ধান্ত নেবে ডিজি, সিপি, হোম সেক্রেটারি, কমিশন। সুষ্ঠু ও অবাধ ভোট করতে সিদ্ধান্ত নেবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্ত নেবে। প্রদান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ যদি কেন্দ্রীয় বাহিনী না নেওয়া হয় তাহলে যেকোনও গোলমালের দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনারের। কমিশনের ওপরই ছাড়লো হাইকোর্ট প্রযোজনীয়তা থাকলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে। বিধাননগর নিয়ে ১২ ঘন্টার মদ্যে মিটিং করে সিদ্ধান্ত নেবে ডিজি, সিপি, হোম সেক্রেটারি, কমিশন। সুষ্ঠু ও অবাধ ভোট করতে সিদ্ধান্ত নেবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্ত নেবে। প্রদান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ যদি কেন্দ্রীয় বাহিনী না নেওয়া হয় তাহলে যেকোনও গোলমালের দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনারের। কমি

মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল-

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা , টেকনো ইন্ডিয়া গ্রুপ কলকাতায় মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল- রোটারি টেকনো গ্লোবাল হাসপাতাল তৈরি করতে ইস্টার্ন ইন্ডিয়া রোটারি ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে হাত মিলিয়েছে। টেকনো ইন্ডিয়া গ্রুপ বৃহত্তম এবং সর্বাধিক প্রশংসিত জ্ঞান ব্যবস্থাপনা গ্রুপগুলির মধ্যে একটি এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ও স্বাস্থ্যসেবার নেতৃবৃন্দ আজ ইস্টার্ন ইন্ডিয়া রোটারি ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে হাত মিলিয়ে একটি বেসরকারী মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে- রোটারি টেকনো গ্লোবাল হাসপাতাল , কলকাতায়। শ্রী সত্যম রায়চৌধুরী , প্রতিষ্ঠাতা , টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং শ্রী শেখর মেহতা , প্রেসিডেন্ট-রোটারি ইন্টারন্যাশনাল কলকাতার সল্টলেকে ৬৫০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সল্টলেক , সেক্টর V- এ এই মাল্টি সুপার স্পেশালিটি সুবিধাটি বর্তমানে ব্যারাকপুর এবং সল্টলেক , সেক্টর III এর বাইরে পরিচালিত টেকনো গ্লোবাল হসপিটাল চেইনের একটি সংযোজন হবে। সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্সের কেন্দ্রস্থলে অবস্থিত ৩ একর জমির উপর আসন্ন ৬৫০ শয্যার অত্যাধুনিক অবকাঠামোতে বিশ্বমানের স্বাস

৩৪ টি ওয়ার্ডের মধ্যে ৩০ টি ওয়ার্ড

Image
বলরাম বোসঃ  আগামী পৌরসভা নির্বাচনে বরাহনগর বামফ্রন্টের পক্ষ থেকে বামফ্রন্টের প্রার্থীদের নাম তালিকা ও ইশতেহার প্রকাশ হলো বরানগর রবীন্দ্রভবনে আগামী পৌরসভা নির্বাচনে বড়নগর বামফ্রন্টের পক্ষ থেকে ৩৪ টা ওয়ার্ডের নামের তালিকা প্রকাশ এবং প্রকাশক সভা এই সভায় সভাপতিত্ব করেন। সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য কিশোর গাঙ্গুলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রী দিপ ভট্টাচার্য প্রথমে লতা মঙ্গেশকরের মৃত্যু এবং এযাবতকালের যারা মারা গেছেন বিশিষ্ট চিত্রশিল্পী সহ বিভিন্ন স্তরের মানুষকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর অশোক ভট্টাচার্য প্রার্থীর নাম ঘোষণা করেন এবং তনময় ভট্টাচার্য বরানগর বামফ্রন্টের পক্ষ থেকে ইশতেহার তৈরি হবে তা ঘোষণা করেন আপনার দিনের বামফ্রন্টের পরিচালিত বরানগর পৌরসভা গঠিত হলে তারা কি কাজ করবে সেই কাজের বিবরণ দেন এবং প্রধান বক্তা হিসেবে শ্রী দিপ ভট্টাচার্য্য বক্তব্য রাখেন এবং এই সভায় উপস্থিত ছিলেন আর এস পি  নেতা মুজিবর রহমান সি পি আই নেতা নির্মল নাগ ৩৪ টি ওয়ার্ডের মধ্যে ৩০ টি ওয়ার্ডের নামের

সুন্দরবন ঝোড়খালি এলাকায়

Image
শুভ ঘোষঃ কলকাতা-  ৬ ফেব্রুয়ারি রোটারি ক্লাব অব ক্যালকাটা এবং তাজবেঙ্গল হোটেল এর যৌথ প্রয়াস সীড নামক সেচ্ছাসেবী সংগঠন  সহযোগিতায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন ঝোড়খালি এলাকায় মাতলা নদির চড়ে ১০০০ ম্যানগ্রোভ বৃক্ষ রোপন করা হয়। এছাড়া ঝড়খালির শহীদ নগরে  তাজবেঙ্গল হোটেল পুরনো চাঁদর এবং টায়েল ও বালিশের ওয়ার ৫০০জন গরীব মানুষের জন্য দেওয়া হয়।অনুষ্টানে উপস্থিত ছিলেন তাজবেঙ্গল হোটেল  ডাইরেক্টর প্রভাকর সিং,প্রিসিডেন্ট নব নির্বাচিত রাজকুমার আগারওয়াল, রোটারী ক্লাব অব ক্যালকাটার ইনভারমেন্ট চেয়ারম্যান চেয়ারম্যান পার্থ মুখার্জী, ডক্টর  সুকল্যান পুরকায়স্থ, ডঃ অজয় আগারওয়াল, সুমন চক্রবর্তী আরও অনেক বিশিষ্ট গুণীজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

বিশাল র‍্যালি ও রক্তদান শিবির

Image
  নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা , ৬ ফেব্রুয়ারি রবিবার পানিহাটিতে মিলন সংঘ আয়োজিত  সরস্বতীপুজো   উপলক্ষে সম্পন্ন হল মশাল প্রজ্জ্বলন সহযোগে বিশাল র‍্যালি ও রক্তদান শিবির।ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদরাও। মশাল প্রজ্জ্বলিত করেন পানিহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের   ওয়ার্ড কোঅর্ডিনেটর তাপস দে এবং পানিহাটি পুরসভার সহকারী প্রশাসক সোমনাথ দে।                                                   এদিন মোট ৫১   জন রক্তদাতা  রক্তদান করেন। এই রক্তদান শিবির উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন  দমদম লোকসভা  সাংসদ সৌগত রায়।  সাংসদ সৌগত রায় তার বক্তব্যে সদ্য প্রয়াত সংগীত শিল্পী লতা মংগেশকরের স্মৃতিচারণ করেন। নীরবতা পালনও করা হয়। তাছাড়া তিনি বলেন লতামঙ্গেসকার সবথেকে জনপ্রিয় শিল্পী ছিলেন , আমাদের আনেক বড়ো খতি হয়ে গেলো , লতা মঙ্গেশকরের চলে যাওয়া তার যায়গা আর পূরণ হবে না , আরেকটা লতা মঙ্গেশকর তৈরি হবে না। লতা মঙ্গেশকরের মেরে বাতান কি লোগো গানটি নেহেরু শুনে কেঁদে ফেলেছিলেন। তিনি আরও বলেন স্কুলের ছুটি কমিয়ে ক্লাস আরো বাড়াতে হবে এ ছাড়া আর কোন উপায় নেই স্কুলের করোনার পরিস্থিতির জন্য সবরকম বিধি-নিষেধ মেনে স্কুল খোলা হচ্ছে, সব

শিশুদের মুখে হাসি ফোটাল

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা , স্মাইল ওয়ার্ল্ড সেবা মিশন একটি সামাজিক সংস্থা। অতিমারির  সময় থেকে শুরু করে সারা বছরই কোনো না কোনো সামাজিক এবং মানবতার কাজে সদাব্যস্ত । 'স্মাইল ওয়ার্ল্ড সেবা মিশন ৬ ফেব্রুয়ারী, রবিবার দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে (কালীঘাট, যোধপুর গার্ডেন, বোড়াল জৈনপুর, প্রভৃতি) এলাকায় দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে প্রায় পাঁচ শতাধিক শিশুর হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে  ।  স্মাইল ওয়ার্ল্ডের তরফে জানানো হয়েছে কর্মকান্ডের  সূচনা হল দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী (রাসবিহারী এভিনিউ) ক্লাবের সামনে থেকে। যেখানে উপস্থিত ছিলেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার স্মাইল ওয়ার্ল্ড সেবা মিশনের সম্পাদক  পিনাকী চক্রবর্তী সহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।সংস্থার কর্ণধার পিনাকী চক্রবর্তীর কথায়, "কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায় স্মাইল ওয়ার্ল্ডের সেবামূলক কাজে আমরা খুশি ঠিকই। কিন্তু আগামীতে বৃহত্তর পরিসরে বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে আমরা মানুষের পাশে থাকতে চাইছি।"

শিবপুর কেন্দ্রে

শুভ ঘোষ- ২৬শে জানুয়ারি ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাওড়া জেলার শিবপুর কেন্দ্রে বিলিয়ার্স  রোড ২১নং ওয়ার্ড তৃণমূল কর্মী সন্তোষী সান্তালিয়া উদ্যোগে ২০০ জন গরীব অসহায় মানুষদের কম্বল বিতরণ ও ছোট শিশুদের চকলেট বিতরণ করা হয় ছোট শিশুদের দিয়ে পতাকা উত্তোলন করেন  ত্রিনমুল কমি সন্তোষি সান্তালিয়া বিগত ১০ বৎসরের ধরে গরিব মানুষের পাশে দাঁড়ান।উনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া শিবপুর অঞ্চলে ২১ নং ওয়ার্ড সভাপতি স্বপন মণ্ডল,ত্রিনমুল নেত্রী সন্তোষী সান্তালিয়া, সাহিত্যিক দিলিপ কুমার দে, সমাজসেবী বাবলু সান্তালিয়া,তৃণমূল কর্মী বৈদ্যনাথ নন্দী,প্রদিব মাঝি, বুদ্ধদেব সামন্ত, আরও অনেক বিশিষ্ট গুণীজন ব্যক্তি।

১৯৯৪ সাল থেকে রেলওয়ে

শুভ ঘোষঃ  ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘ ১৯৯৪ সাল থেকে রেলওয়ে পণ্য গুদামে কর্মরত শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করে আসছে! এর জন্য দুবার ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল, ২৪ অক্টোবর ২০০৩ সালে তৎকালীন শ্রমমন্ত্রী প্রয়াত ড. সাহেব সিং ভার্মা, যাতে ইউনিয়ন সরকারকে প্রস্তাব দেয় যে শ্রম আইন সংশোধন করে রেলওয়ে পণ্য গুদামের শ্রমিকদের অধিকারের জন্য বিশেষ বিধান করতে হবে, এই বৈঠকে প্রথমবারের মতো 4টি মৌলিক প্রয়োজনীয় সুবিধা (পানীয় জল, টয়লেট, বাথরুম এবং রেস্ট হাউস) রেলওয়ে পণ্য গুদামের শ্রমিকদের কাছে পৌঁছে দিয়েছে।  দ্বিতীয় ত্রিপাক্ষিক বৈঠক ২৩ মার্চ 2২০২১ তারিখে, মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শ্রী সন্তোষ কুমার গাংওয়ার জি-এর সভাপতিত্বে, রেল মন্ত্রক, শ্রম মন্ত্রক এবং শ্রমিক ইউনিয়নের মধ্যে ডাকা হয়েছিল, যেখানে শ্রমিক ইউনিয়নের দ্বারা সংগঠিত হয়েছিল রেলের পণ্য গুদামের শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সঙ্ঘ ১৩ দফা দাবি পেশ করা হয়, শ্রম মন্ত্রণালয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে পেশ করা ১৩টি দাবিকে ন্যায্যতা দিয়ে তা অনুমোদন করে এবং রেলওয়ে মন্ত্রকের কাছে শ্রমিক সংগঠন এর দাবি বাস্তব

পিছিয়ে পড়ছে

Image
বলরাম বোসঃ-  করোনা অতিমারীর সময়কাল থেকেই বন্ধ রাজ্যের সমস্ত স্কুল কলেজের পঠন পাঠন । ধীরে ধীরে সমস্ত ব্যবস্থা শিথিল হলেও এখনো বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলি । ফলে পিছিয়ে পড়ছে আগামী প্রজন্মের সমস্ত ছাত্র-ছাত্রীরা । এই দাবিতে আজ সোদপুর ট্রাফিক মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের কর্মীরা । দীর্ঘ প্রায় 30 মিনিট পরে তারা অবরোধ চালায় । এরপর খড়দহ থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নিলেও পানিহাটি পৌরসভার সামনে বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন । অবরোধকারীদের দাবি, রাজ্যের সমস্ত কিছুই শর্তসাপেক্ষে খোলার নির্দেশ দিয়েছে সরকার , সেখানে দাঁড়িয়ে স্কুল-কলেজ খুলতে হবে । শীঘ্রই তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন । জানালেন ভারতের গণতান্ত্রিক ছাত্রকরোনা অতিমারীর সময়কাল থেকেই বন্ধ রাজ্যের সমস্ত স্কুল কলেজের পঠন পাঠন। ধীরে ধীরে সমস্ত ব্যবস্থা শিথিল হলেও এখনো বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। ফলে পিছিয়ে পড়ছে আগামী প্রজন্মের সমস্ত ছাত্র-ছাত্রীরা। এই দাবিতে আজ সোদপুর ট্রাফিক মোড়ে পথ অবরোধ ক