সংবাদপত্র বিক্রেতাদের করোনা যোদ্ধা সম্মান

 

সুপ্রকাশ চক্রবর্তীঃ পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য সংবাদ পত্র এই সময় ও টাইমস ওফ ইন্ডিয়ার উদ্যোগে  করোনা যোদ্ধা সংবাদপত্র বিক্রেতাদের সম্বর্ধনা দেওয়া হল  হল হুগলি জেলার একোয়া মেরিনা পার্কে। 

শনিবার সকাল সাড়ে ১১ টা থেকে দিনভোর চলে এই অনুষ্ঠান। সেখানে হাওড়া ও হুগলি জেলা থেকে  ৭০ জন সংবাদপত্র ডিলার অংশগ্রহন করেন। তারা কোভিড কালে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দিয়েছেন সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এর পাশাপাশি জেলায় সংবাদপত্রের বিক্রি বাড়াতে স্থানীয় সংবাদ বেশি করে প্রকাশের দাবী জানান।

এদিনের অনুষ্ঠানে সংবাদপত্র ডিলারদের করোনা যোদ্ধা হিসাবে মেডেল ও সংসাপত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয় এইসময় ও টাইমস অফ ইন্ডয়ার পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সময় সংবাদ পত্রের সম্পাদক হিরক বন্দোপাধ্যায়,ফুটবলার সত্যজিত চ্যাটার্জী, 

টাইমস অফ ইন্ডিয়ার পুর্বাঞ্চলিয় সাখার ব্রাঞ্চ হেড এবং টাইমস অফ ইন্ডিয়ার জোনাল হেড অর্নব চ্যাটার্জী, 

হিরক বন্দোপাধ্যায় বলেন, করোনা কালে সংবাদপত্র বিক্রেতারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তা খুবই প্রশংসার যোগ্য। 

অর্নব চাটার্জী বলেন, কোভিড কালে সব সংবাদপত্রেরই বিক্রি অনেকটা কমে গিয়েছিল।আবার ধিরে ধিরে সেই বিক্রি বাড়তে শুরু করেছে। আর এই কাজে সবথেকে বেশি কৃতিত্ব সংবাদপত্র বিক্রেতাদের যারা বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেন। তাই তাদের সম্বর্ধনা জানাতে পেরে তারা খুবই খুশি।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....