Posts

Showing posts from January, 2022

ছোট ছোট বাচ্চাদের

Image
২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস এর ১২৫ তম জন্মদিন উপলক্ষে খিদিরপুর ডক এরিয়ার (মৃত্যু মোহাম্মদ আইয়ুব স্মরণে)মাননীয় আজগর হোসেন মহাশয় এর নেতৃত্বে  ছোট ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা ও কিছু খাবারের ব্যবস্থা করেন। খিদিরপুরে নেতাজি স্পোর্টিং ক্লাবে শুধু আঁকা প্রতিযোগিতা নয় ম্যাজিক শো , নিত্য কলা আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসমত হাকিম, ইয়াসমিন বেগম। এছাড়া উপস্থিত ছিলেন ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা দাস ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাম পিয়ারে রাম, পুনাম বেগম আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন।

হাওড়া জেলার শিবপুর অঞ্চলে

Image
শুভ ঘোষঃ কলকাতা-  ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৫ তম জন্মদিন উপলক্ষে হাওড়া জেলার শিবপুর অঞ্চলে ক্ষীরদতলা গলির ২১নং ওয়ার্ড তৃণমূল কর্মী সন্তোষী সান্তালিয়া উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয় ২০০  জন গরীব অসহায় মানুষদের। বিগত ১০বৎসর ধরে গরিব  অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প করেছেন তৃণমূল নেত্রী সন্তোষী সান্তালিয়া ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর ব্লক সভাপতি স্বপন মণ্ডল মহাশয় , প্রধান অতিথি সুজয় চক্রবর্ত্তী ও চন্দকান্তি চক্রবর্তী ,সমাজসেবী বাবলু সান্তালিয়া ,হাওড়া জেলার তৃণমূল সাধারণ সম্পাদক মহেন্দ্র শর্মা,আরো অনেকে বিশিষ্ট গুণীজন ব্যাক্তি সংবর্ধনা প্রদান করা হয়।

আমাদের এই বাংলায় বেশিরভাগ

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা , উইলসন ক্রডেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের পণ্যের লোগো প্রকাশ করল কলকাতা প্রেস ক্লাবে। লোগো প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার গ্রুপ সিইও সুন্দরম চৌধুরী ও অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য, এই সংস্থার ৬০টিরও বেশি পণ্য ইতিমধ্যেই সমৃদ্ধি লাভ করেছে। ফ্লোর এবং ওয়াল টাইলস, স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, ওয়ালপেপার, বাড়ির আসবাবপত্র সহ নানা দ্রব্য তৈরিতে সিদ্ধহস্ত এই সংস্থা। এই সংস্থার তৈরি পণ্য সারা বিশ্বেই পরিচিতি লাভ করেছে। আমাদের এই বাংলায় বেশিরভাগ টাইলস, বাথরুম ফিটিংস কোম্পানিগুলি উত্তর এবং পশ্চিম ভারতে তৈরি হয়। অর্থাৎ মুম্বই, দিল্লি, গুজরাটেই এই উৎপাদনকারী সংস্থাগুলির অবস্থান। সেখানকার তৈরি এই সমস্ত পণ্য সারা দেশে বিক্রি হয়। পূর্ব ভারতের দু-চারটি সংস্থা উৎপাদন করলেও প্রতিযোগিতার বাজারে তাদের অবস্থান খুবই সীমিত। উইলসন ক্রডেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি এই বাংলার মাটি থেকেই এই সমস্ত দ্রব্যের উৎপাদন ও বিক্রির ব্যবস্থা করেছে। বর্তমানে এই সংস্থা সারা দেশের বিভিন্ন রাজ্যে এই দ্রব্যের পরিবেশনের কাজ শুরু করেছে। দেশের গণ্ডি ছাড়িয়ে প্রতিবেশী ...

সাধারণ মানুষ ও সরকারের কাছে আবেদন

Image
নিজস্ব   প্রতিনিধিঃ   কলকাতা ,করোনা কালে সেলুন ও বিউটি পার্লার শিল্প ব‍্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। বর্তমানে বিধিনিষেধ মেনে সেলুন ও বিউটি পার্লার খুললেও গত দু বছরের আর্থিক ক্ষতি সামলাতে না পেরে বন্ধ হয়েছে বহু সেলুন ও বিউটি পার্লার। কর্মহীন হয়েছেন বহু কর্মী। এই অবস্থায় এই শিল্পের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে  সাধারণ মানুষ ও সরকারের কাছে আবেদন জানালেন পার্লার ও সেলুনের মালিকরা। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন পার্লার ও সেলুনের কর্ণধাররা। 'ওনার ফর এভার' নামে এক ছাতার তলায় মিলিত হলেন তাঁরা। বিধিনিষেধ মেনে পার্লার ও সেলুন খোলার অনুমতি দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তাঁরা। এই শিল্পের সঙ্গে যুক্ত বেশিরভাগই মহিলাদের দ্বারা পরিচালিত। এই শিল্পের যুক্ত রয়েছেন কয়েক লক্ষ মানুষ। করোনা পরিস্থিতিতে এই শিল্পের সঙ্গে জড়িত সকলকেই অস্তিত্ব রক্ষার যুদ্ধে নামতে হয়েছে। দুজন মানুষের মধ্যে দূরত্ব বিধি বা Close Proximity-র কথা বলে সবার শেষে পার্লার-সেলুন খোলার অনুমতি দেওয়া হয়েছে।  বিধিনিষেধ মেনে পার্লার ও সেলুনে সবরকম সতর্কতা অবলম্বন করে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হয়েছে।...

ভারত সেবাশ্রম সঙ্ঘে নেতাজির জন্মদিন পালন

Image
  সুপ্রকাশ চক্রবর্তীঃ ভারতের স্বাধিনতা সংগ্রামে সরাসরি অংশ নিয়েছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা। সঙ্ঘের প্রতিষ্টাতা স্বামী প্রনবানন্দ মহারাজ ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রেরনা৷ স্বাধিনতা আন্দলনের সুতিকাগৃহ ভারত সেবাশ্রম সঙ্ঘে পালিত হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস। এ উপলক্ষে কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে পতাকা উত্তলন করে নেতাজি মুর্তিতে মাল্যদান করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। নেতাজির নানা কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন সঙ্ঘের অন্যান্য সন্নাসীরা।  সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্টাতা স্বামী প্রনবানন্দ মহারাজ উদ্বুদ্ধ করেছিলেন ততকালীন বিপ্লবিদের স্বাধিনতা সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে। সঙ্ঘের বেশ কয়েকজন সন্নাসী সরাসরি বিপ্লবে অংশ নেন।সকলের প্রচেষ্টায় ও নেতাজির নেত্রিত্বে দেশ স্বাধিনতা পায়।

খেটে খাওয়া মানুষের পেট চলে

Image
 শুভ ঘোষ- ১৮ই জানুয়ারি ২০২২ কোলকাতা প্রেসক্লাবে ইস্টান ইন্ডিয়া হোটেলাস এন্ড ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন পক্ষ থেকে সভা আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক দিব্যেন্দু চক্রবর্তী, সম্পাদক দেব কুমার চৌধুরী, সহ-সভাপতি সৌমেন সরকার ,সহ সম্পাদক নির্মাল্য চক্রবর্তী আরও অনেক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ।এই অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা ১০০ জন। মুর্শিদাবাদ সুন্দরবন মালদা দার্জিলিং জেলার থেকে এসেছিলেন বিভিন্ন ট্যুরিজিম সংস্থার পক্ষ থেকে এই সভায় উপস্থিত ছিলেন। বিগত দুবছর ধরে করোনা মহামারীতে অসংখ্য খেটে খাওয়া গরিব মানুষের প্রতি রোজগার চলে এই ট্যুরিজিম থেকে তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে আর্জি জানান তাদের ট্যুরিজিম সংস্থাকে কিছুটা ছাড় দেওয়া হোক এই বন্ধন থেকে। ট্যুরিজম সংস্থা  দ্বারাই বহু অসঙ্খ্য মানুষের খেটে খাওয়া মানুষের পেট চলে।

২০০৩ খ্রিস্টাব্দ মেদিনীপুর

Image
  শুভ ঘোষ- মানুষের কল্যাণের জন্য বিভিন্ন রকম কাজের কারনই হয়তো ছিল রামপুর বিবেকানন্দ মিশন, হলদিয়া, যেখান থেকে শৈশব জীবনের পড়াশুনো শুরু হয়েছিল ডঃ সোমনাথ দাস মেদিনীপুর রামকৃষ্ণ মিশন এবং এখান থেকে ২০০৩ খ্রিস্টাব্দ মেদিনীপুর কলেজিয়েট বিদ্যালয়ে। নিয়ে বড়ো হয়ে ওঠা ২০১২ খ্রিস্টাব্দে স্নাতকোত্তর করার জন্য ভর্তি  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তার সাথে সহকারী অধ্যাপক হিসেবে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন। ২০১৮ খ্রিস্টাব্দে প্রোডাকশন  ইঞ্জিনিয়ারিং -এর উপর ডক্টরেট উপাধি অর্জন করা। পর শুরু কিভাবে গ্রামাঞ্চলের মেধাবি শিক্ষার্থীদের অত্যাধুনিক জ্ঞান প্রদান করা যায় তার গবেষণা। ঠিক সেই সময়েই কোভিড-১৯ এর মহামারীর প্রকোপে আমার কর্মরত কলেজের কিছু শিক্ষার্থী যখন আর্থিক ভাবে পিছিয়ে পড়ার কারনে কলেজের অধিকর্তা ডঃ নন্দন গুপ্ত মহাশয়ের তৎপরতায় তাদের যথাযথ ভাবে সাহায্য করে তাদের পড়াশুনো চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা। এখান থেকেই জীবনের নতুন অধ্যায়। এইভাবেই ডঃ নন্দন গুপ্ত মহাশয়ের চিন্তাধারা ও মিশনের  ভাবধারাকে অবলম্বন করে ২০২১ খ্রি...

মহিলা শিক্ষার্থীদের জন্য

Image
নিজস্ব প্রতিনিধি:-বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে দক্ষ ব্যবস্থাপনা কর্মীদের জন্য সময়ের প্রয়োজনে সাড়া দিয়ে, রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন (আরকেএসএমভিভি) ও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (এসএনইউ) যৌথ প্রচেষ্টায়  মহিলা শিক্ষার্থীদের জন্য হাসপাতাল ব্যবস্থাপনায় একটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম চালু করেছে। অনলাইন লঞ্চ ইভেন্টটি আজ SNU-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক (ডঃ) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এবং RKSMVV-এর প্রিন্সিপাল প্রব্রাজিকা বেদরূপাপ্রাণা দ্বারা উদ্বোধন করেন৷  কোর্সে নথিভুক্ত শিক্ষার্থীরা এবং অন্যান্য বিশিষ্ট জনেরা  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুই সেমিস্টারে ছড়িয়ে পড়া কোর্সের পাঠ্যক্রমটি ক্ষেত্রের সেরা তত্ত্ব এবং অনুশীলনগুলিকে অন্তর্ভুক্ত করবে।  ক্লাস পরিচালনার জন্য নিযুক্ত ডোমেন বিশেষজ্ঞদের শিল্প এবং একাডেমিয়ায় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা রয়েছে।  RKSMVV এবং SNU শীঘ্রই PR এবং বিজ্ঞাপনের উপর আরেকটি বিশেষায়িত পেশাদার কোর্স চালু করবে।

ছবির মধ্যে দিয়ে এই অপদার্থ

Image
  বলরাম বোসঃ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসের আক্রমণ বাড়ার জন্য যে বিধি - নিষেধ আরোপ করেছে সেই বিধি - নিষেধ আরোপ করার আগে রাজ্য সরকার এবং বিভিন্ন স্তরের প্রশাসনের ভাবা উচিত ছিল দুর্গাপুজো কালীপুজো , জগদ্ধাত্রী পুজো , কার্তিক পুজো , ২৫  শে ডিসেম্বর , ৩১  শে ডিসেম্বর , ইংরেজি নতুন বছরের প্রথম দিন এবং মেলা , খেলা , আনন্দ , উৎসব , অনুষ্ঠান হচ্ছিল সেই সময় তাদের মাথায় ছিল না । এর ফলে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ প্রচন্ড পরিমানে বেড়ে যেতে পারে আর এর ফলেই নতুন বছরের তৃতীয় ঢেউ   আক্রমণ যখন বেড়ে চলছে, তখন   করোনা ভাইরাসের   আক্রমণ কে পূর্ব বর্ধমানের বর্ধমান দুটো জেলা সহ আশেপাশের জেলার মানুষ পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চিকিৎসার জন্য প্রতিদিন কয়েক হাজার মানুষ আসেন এবং তার পাশে কয়েকশো মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি রয়েছে হাসপাতালে উল্টোদিকে যে সমস্ত দোকান আছে তার উপরে   নির্ভর করে ...

বেলঘড়িয়া থানা ও কামারহাটি পৌরসভার

Image
  বলরাম বোসঃ  করোনার সংক্রমণ রুখতে বেলঘড়িয়া থানা ও কামারহাটি পৌরসভার উদ্যোগে মাস্ক অভিযান। যে সকল অসচেতন মানুষ মাস্ক ছাড়া বেরিয়েছেন তাদের আটক করা হচ্ছে। ৫ জনকে মাস্ক ছাড়া বাইরে বেরোনোর অপরাধে আটক করেছে বেলঘড়িয়া থানা।

দক্ষিণ দমদম পৌরসভা

  নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা , বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল থেকে দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চলে এলাকায় সপ্তাহে তিন দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।   প্রত্যহ পৌরসভা এলাকায় যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সপ্তাহের মঙ্গল , বৃহস্পতি ও শনিবার বাজার বন্ধ থাকবে। শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে ওষুধের দোকান ও জরুরি পরিষেবার ক্ষেত্রে। শুক্রবার এই মর্মে একটি নোটিশ জারি করা হয়েছে দক্ষিণ দমদম পুরসভার তরফে। মাক্স পরা বাধ্যতামূলক। এই ধরনের আদেশের কোনো লঙ্ঘন আইনের অধীনে অনুমোদিত অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নিতে পারে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে, সংশ্লিষ্ট সকলকে এতদ্বারা সেই অনুযায়ী অবহিত করা হচ্ছে। গঙ্গাসাগর মেলায় করোনা থাবা। সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১১২ জনের টেস্ট হয়েছে। তার মধ্যে ৪ জন করোনা পজিটিভ ধরা পড়েছে। তাদের কে আইসোলেশণে রাখা হয়েছে।

সকল নাগরিককে জানানো যাইতেছে

বলরাম বোসঃ  কামারহাটি পৌরসভা অঞ্চলে সকল নাগরিককে জানানো যাইতেছে যে করোনা ভাইরাস ( কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনা করে বিষয়ে সতর্কতার জন্য আগামী ১০ই জানুয়ারি ২০২২ থেকে কামারহাটি পৌরসভার ১ থেকে ১৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ কামারহাটি এবং দক্ষিণেশ্বর অঞ্চল এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান যেমন বাজার , বাজার , শপিং মল , মুদি দোকান , রেস্তোরাঁ , অন্যান্য বিভিন্ন ও প্রতি সোমবার , বুধবার ও শুক্রবার বন্ধ থাকিবে এবং কামারহাটি পৌরসভা ১৭ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড অর্থাৎ বেলঘড়িয়া দেশপ্রিয় নগর, যতীন দাস নগর অঞ্চলে এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান যেমন বাজার , বাজার , মুদি দোকান , রেস্তোরাঁ , অন্যান্য বিভিন্ন দোকানের প্রতি মঙ্গলবার বন্ধ থাকিবে, একমাত্র ঔষধের দোকান, দুধের দোকান, এবং মিষ্টির দোকান খোলা থাকিবে।  এক্সক্লুসিভ ওষুধের দোকান এবং মিষ্টির দোকান। মাক্স পরা বাধ্যতামূলক।

তিনদিন বন্ধ থাকবে।

Image
নিজস্ব প্রতিনিধিঃ  সাউথ ২৪ পরগনা মহেশতলা পুরসভার তরফ থেকে আজকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মহেশতলা পৌরসভার অন্তর্গত সমস্ত বাজারগুলি সপ্তাহের তিনদিন বন্ধ থাকবে। আর্থ মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার। কারন মানুষের সব থেকে বেশি জমায়েত যেখানে হয় অর্থাৎ বাজারে। সেই জন্য এই পদক্ষেপ নিল মহেশতলা পৌরসভা। এ রাজ্যে করোনা পরিস্থিতি জোরালো তাই এই বিধি নিষেধ জারি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকার তার সাথে পুলিশের পক্ষ  থেকেও করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে। এছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা আধিকারিক এবং স্বাস্থ্য আধিকারিকদের উপদেশে ৮ টি কনটেন্টমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে মহেশতলা পৌরসভায়।  

Omicron

Image
https://youtu.be/3IpbRNae1WY