Posts

অসামাজিক কার্যকলাপ

Image
মনোজ দাসঃ কামারহাটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আড়িয়াদহ অঞ্চলে কিছুদিন ধরে অসামাজিক কার্যকলাপ বেড়ে যায় সাধারণ মানুষের উপরে অত্যাচার জুয়া বেআইনি মদ বিক্রি সাটা পুকুর বোঝানো এবং জয়ন্ত সিংহ আজ সংবাদের শিরোনামে উঠে এসেছে সে যেইভাবে মানুষের উপরে অত্যাচার করছে যেখানে বেআইনিভাবে তিন তালা বাড়ি নির্মাণ করছে। জয়ন্ত সিংহের নতুন বাড়িতে সংবাদমাধ্যমের কর্মীরা খবর করতে গেলে তাদের উপরে আক্রমশানিত হয় সার্বিক বিষয় নিয়ে কামারহাটি বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস ও সি পি আই এম এল এর পক্ষ থেকে বেলঘারিয়া থানার ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে তিনটে মিছিল আসে বেলঘড়িয়া থানায় একটি দল এরিয়া কমিটির অফিস থেকে ফিডার রোড ধরে বিটি রোড হয়ে বেলঘড়িয়া থানায় একটি নীলগঞ্জ রোড ইন্ডিয়া পটারি সামনে থেকে মিছিল করে নীলগঞ্জ রোড বিটি রোড ধরে বেলঘড়িয়া থানার সামনে এসে সমবেত হয়। এবং আরেকটি মিছিল বেলঘড়িয়া উড়ালপুল থেকে শুরু হয়ে ফিডার রোড হয়ে নীলগঞ্জ রোড হয়ে বিটি রোড হয়ে বেলঘড়িয়া থানার সামনে এসে জমায়েত হয় এই বিক্ষোভ অবস্থায় উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম ...

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

Image
শুভ ঘোষ   “তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র”, গ্রাম-গেঁটেগোড়ী, পোষ্ট-পলাশী, থানা-ধনিয়াখালি, জেলা-হুগলী, পিন-৭১২৩০৩ (পঃ বঃ) সংস্থার কর্মীদের বহু প্রতীক্ষার ফল বাস্তবায়িত হল।  এর ফলে সংস্থার সাথে যুক্ত কর্মীদের মনের আশা আকাঙ্ক্ষাও পূর্নতা পেল। সংস্থার সাথে যুক্ত প্রায় দশ হাজার (১০০০০) কর্মী যারা দীর্ঘদিন ধরে সংস্থার সাথে যুক্ত ছিলেন, বিভিন্ন প্রতিকূলতার শিকার হওয়ার পরেও নিজেদেরকে সংস্থার সাথে নিয়োজিত রেখে আজকের এই জায়গায় সংস্থাকে পৌঁছে দিয়েছেন এবং নিজেদের ভবিষ্যতেও তৈরি করে নিয়েছেন।  হয়তো প্রত্যেকে যেটা আশা করেছিলেন সেই সময়ের থেকে অবশ্যই কিছুটা বেশি সময় লেগেছে কিন্তু বাস্তবায়িত হয়েছে ভবিষ্যৎ । সংস্থার বর্তমান জায়গায় পৌঁছাতে সংস্থার সম্পাদক, মাননীয় সৌমেন কোলে মহাশয় যেভাবে সকলকে সাথে নিয়ে কাজটি সম্পন্ন করলেন সেটি অনেকাংশেই বিরল থেকে বিরলতর ঘটনা ।  যার ফলস্বরুপ সমস্তকিছু নিয়মনীতি মেনে ২০২৪ সালের মার্চ মাস থেকে তার সুফল কিছুজন হলেও পেতে শুরু করেছেন, ধাপে ধাপে গতিও বেড়েছে । আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় প্রত্যেকেই যারা সংস্থা...

কলকাতার গান এন্ড শেল ফ্যাক্টরি পরিদর্শনে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ  কলকাতার গান এন্ড শেল ফ্যাক্টরি পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ । বুধবার সন্ধ্যায় তিনি কারখানার কার্যপ্রণালী এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।  এরপর উৎপাদন বৃদ্ধি করতে  কারখানায় যেসব  অত্যাধুনিক সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে এবং পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে সেগুলিও পরিদর্শন করেন।   তিনি গান এন্ড শেল  ফ্যাক্টরীর উৎপাদন সক্ষমতা, আধুনিকীকরণের লক্ষ্যে বর্তমান প্রকল্প এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেন এবং কারখানার গুণগতমান ও দক্ষতার সর্বোচ্চ মান বজায় রাখার জন্য কারখানার আধিকারিক ও শ্রমিকদের ভুয়শী প্রশংসা করেন। এডভান্সড ওয়েপনস এন্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর রাজেশ চৌধুরী এডভান্সড ওয়েপনস এন্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের এবং রাজেশ কুমার পান্ডে, এক্সিকিউটিভ  ডিরেক্টর গান এন্ড শেল ফ্যাক্টরির সাম্প্রতিক সাফল্য  মন্ত্রীর সামনে তুলে ধরেন।

মায়াপুর শ্রীরামকৃষ্ণ চন্দ্রামনী সেবা সমিতি বেলুড় মঠের শাখা রূপে হল অন্তর্ভুক্ত

Image
বেবি চক্রবর্ত্তী: মঙ্গলবার:- মায়াপুর শ্রীরামকৃষ্ণ চন্দ্রমনী সেবা সমিতি বেলুড় মঠের শাখা রূপে অন্তর্ভুক্ত হয়। এই মঠের সহসম্পাদক স্বামী বোধসারানন্দজী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এটি চন্দ্রামনী দেবীর জন্মস্থান অর্থাৎ ঠাকুরের মাতুলালয়। জায়গাটা কোলকাতা থেকে আরামবাগ যাবার পথে পড়ে। ভবিষ্যতে জয়রামবাটি কামারপুকুর যাবার পথে এই মঠটি দেখে যেতে পারেন। ১৮৬৮ সালের কথা। সস্ত্রীক মথুরবাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তাঁর ভাগ্নে হৃদয় কে নিয়ে ট্রেনে চড়ে তীর্থে চলেছেন। ট্রেন ছুটেছে কাশীর উদ্দেশ্যে। একটা স্টেশনে ট্রেন থেমেছে। ঠাকুরের এতোক্ষণ কি আর ট্রেনের মধ্যে ভালো লাগে! তিনি তাই নেমে পড়েছেন স্টেশনে। সঙ্গে হৃদয়ও। ঠাকুর কে বুঝিয়ে সুঝিয়ে ফের ট্রেনে তুলতে। উদ্বিগ্ন মথুর বাবু। জনমানবহীন অপরিচিত স্টেশন।ঠাকুর তো আপন মনে প্ল্যাটফর্মের এক গাছের নিচে গিয়ে বসেছেন। এদিকে গাড়ির হুইসিল দিয়েছে। ঠাকুর নির্বিকার। ভাগ্নে হৃদয় চিলচিৎকার জুড়ে দিয়েছে। মথুরবাবু কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ট্রেন ছেড়ে দিলো। সত্যিই ছেড়ে দিলো। ঠাকুর পড়ে রইলেন প্ল্যাটফর্মে। সঙ্গে ঠাকুরের আচরণে প্রচন্ড ভেঙে পড়া ভাগ্নে হৃদয়। এবার কী হবে...

নিজের মৃত্যু কি আগেই বুঝতে পেরেছিলেন স্বামীজি

Image
বেবি চক্রবর্ত্তী:- ১৯০২ সালের ৯ জুলাই। স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস। সেদিন রাত ৯টার একটু পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন স্বামীজি।  অথচ সারা দিন ছিলেন অন্যদিনের মতোই কর্মব্যস্ত। ভক্তদের কারও মনে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও রকম আশঙ্কা ছিল না। কেমন ছিল তাঁর শেষ দিনটা? আর পাঁচটা দিনের মতোই সেদিন সকালেও খুব ভোরে ঘুম থেকে ওঠেন বিবেকানন্দ। আকাশ ছিল মেঘে ভরা। বৃষ্টি পড়ছিল। সেই ছায়াচ্ছন্ন সকালে মন্দিরে দীর্ঘ সময় উপাসনায় মগ্ন ছিলেন স্বামীজি। শরীরে অসুস্থতার কোনও লক্ষণই ছিল না। পরে প্রাতঃরাশে দুধ,ফল খেতে খেতে সকলের সঙ্গে হাসিঠাট্টাও করেন। চা- কফিও খান।  খানিক পরে গঙ্গা থেকে ইলিশও কেনেন। স্বামী প্রেমানন্দের সঙ্গে খানিকক্ষণ বেড়ান গঙ্গাপাড়ে। এর পর সাড়ে আটটা নাগাদ বসলেন ধ্যানে। তা চলল এগারোটা পর্যন্ত। গান গেয়ে উঠলেন, ‘শ্যামা মা কি আমার কালো…’ দুপুরের খাওয়ায় ছিল ইলিশের আধিক্য। ঝোল থেকে ভাজা, বছরের প্রথম ইলিশ মাছ বেশ তৃপ্তি করে খেলেন। এর পর দুপুর সাড়ে বষ্টা নাগাদ ঘুমিয়ে পড়েন স্বামীজি। অল্প সময় পরে জেগেও ওঠেন। সেই প্রথম সামান্য শরীর খারাপের কথা  জানালেন। মাথা ব্যথা করছিল তাঁর। কিন্...

সমাধি মন্দির প্রতিষ্ঠা সমারোহ

Image
বেবি চক্রবর্ত্তী: ১০জুলাই :- রথের দড়িতে টান পড়া মানে ঢাকের কাঠির শব্দ- কাশফুলের দোল দূর্গা পূজার আগমনী। মা শব্দে যেন মন শুদ্ধ হয়। মা যেন সবার। আর ধরাধামে আসার কয়েক মাস বাকি এই চিরাচরিত রথযাত্রার পর।  ৮ জুলাই নদীয়া মায়াপুরে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে সমাধি মন্দির সহ কলশ এবং শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহামহোৎসব। এখানে প্রায় ১৬০ বছরের পূর্বের অতীত দুর্লভ চিত্র প্রদর্শনী হয়েছিল ৩রা জুলাই থেকে ৮ জুলাই পূর্বাহ্ন ৮ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত। জগদগুরু শ্রীমৎ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী এবং পরম গুরু ‌শ্রীমৎ ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ এর সমাধি মন্দিরের উদ্বোধন ও তাদের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা সমারোহ। ৭ ই জুলাই রথের দিন ছিল শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা। এছাড়াও মাঠের পাশেই সুবিশাল প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে হয়েছিল বিভিন্ন ধর্মকথা ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। এই উপলক্ষে প্রায় কুড়ি হাজার ভক্ত প্রতিদিন মঠ প্রাঙ্গনে ভিড় জমান এবং প্রত্যেকের জন্য ছিল দুবেলা প্রসাদের আয়োজন। বর্তমান মঠের অন্যতম প্রচারক ত্রিদন্ডী স্বামী ভক্তি বিবুদ্ধ মুনি মহারাজ বলেন যে পদ্ম আকৃতির এই মন্দির কোনো বিশেষ ...

আগামীকাল ৪ টি কেন্দ্রে উপনির্বাচন চলছে জোর প্রস্তুতি:-

Image
বেবি চক্রবর্ত্তী:- আগামীকাল ১০ জুলাই পশ্চিমবঙ্গের যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে তার অন্যতম কেন্দ্রটি হল উত্তরবঙ্গের রায়গঞ্জ। এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ২০২১ সালে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন রায়গঞ্জ কেন্দ্রে, কিন্তু পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। এই বছর ২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে লড়ার কারণে পদত্যাগ করেছিলেন বিধায়ক পদ থেকে, এই কারণেই এই অকাল উপনির্বাচন। লোকসভা নির্বাচনে বিজেপির কার্তিক পালের কাছে পরাজিত হন তিনি , তাই পুনরায় বিধায়ক পথ প্রার্থী হয়ে আবার নির্বাচনে লড়াই কৃষ্ণকল্যাণীর। কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে লড়াইয়ে আছেন বিজেপি প্রার্থী প্রাক্তন তৃণমূলী মানস ঘোষ, বাম-কংগ্রেস জোটের প্রার্থী প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত ও আরো কেউ কেউ। রায়গঞ্জের পৌরসভা সমেত পাঁচটি অঞ্চলের ২১২টি বুথে ২ লক্ষ ৬৯০০ ভোটার ভোট দিয়ে নির্ধারণ করবে কে বিধায়ক হবেন। প্রহরায় থাকবে ষোল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ বিকেল পর্যন্ত ২১২টি বুথেই ভোট কর্মীদের পাঠানো হয়ে গেছে। প্রতি বুথে চারজন ভোট কর্মী দুজন পু...