অসামাজিক কার্যকলাপ

মনোজ দাসঃ কামারহাটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আড়িয়াদহ অঞ্চলে কিছুদিন ধরে অসামাজিক কার্যকলাপ বেড়ে যায় সাধারণ মানুষের উপরে অত্যাচার জুয়া বেআইনি মদ বিক্রি সাটা পুকুর বোঝানো এবং জয়ন্ত সিংহ আজ সংবাদের শিরোনামে উঠে এসেছে সে যেইভাবে মানুষের উপরে অত্যাচার করছে যেখানে বেআইনিভাবে তিন তালা বাড়ি নির্মাণ করছে। জয়ন্ত সিংহের নতুন বাড়িতে সংবাদমাধ্যমের কর্মীরা খবর করতে গেলে তাদের উপরে আক্রমশানিত হয় সার্বিক বিষয় নিয়ে কামারহাটি বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস ও সি পি আই এম এল এর পক্ষ থেকে বেলঘারিয়া থানার ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে তিনটে মিছিল আসে বেলঘড়িয়া থানায় একটি দল এরিয়া কমিটির অফিস থেকে ফিডার রোড ধরে বিটি রোড হয়ে বেলঘড়িয়া থানায় একটি নীলগঞ্জ রোড ইন্ডিয়া পটারি সামনে থেকে মিছিল করে নীলগঞ্জ রোড বিটি রোড ধরে বেলঘড়িয়া থানার সামনে এসে সমবেত হয়। এবং আরেকটি মিছিল বেলঘড়িয়া উড়ালপুল থেকে শুরু হয়ে ফিডার রোড হয়ে নীলগঞ্জ রোড হয়ে বিটি রোড হয়ে বেলঘড়িয়া থানার সামনে এসে জমায়েত হয় এই বিক্ষোভ অবস্থায় উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম ...