আগামীকাল ৪ টি কেন্দ্রে উপনির্বাচন চলছে জোর প্রস্তুতি:-
বেবি চক্রবর্ত্তী:- আগামীকাল ১০ জুলাই পশ্চিমবঙ্গের যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে তার অন্যতম কেন্দ্রটি হল উত্তরবঙ্গের রায়গঞ্জ। এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ২০২১ সালে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন রায়গঞ্জ কেন্দ্রে, কিন্তু পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। এই বছর ২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে লড়ার কারণে পদত্যাগ করেছিলেন বিধায়ক পদ থেকে, এই কারণেই এই অকাল উপনির্বাচন। লোকসভা নির্বাচনে বিজেপির কার্তিক পালের কাছে পরাজিত হন তিনি , তাই পুনরায় বিধায়ক পথ প্রার্থী হয়ে আবার নির্বাচনে লড়াই কৃষ্ণকল্যাণীর। কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে লড়াইয়ে আছেন বিজেপি প্রার্থী প্রাক্তন তৃণমূলী মানস ঘোষ, বাম-কংগ্রেস জোটের প্রার্থী প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত ও আরো কেউ কেউ। রায়গঞ্জের পৌরসভা সমেত পাঁচটি অঞ্চলের ২১২টি বুথে ২ লক্ষ ৬৯০০ ভোটার ভোট দিয়ে নির্ধারণ করবে কে বিধায়ক হবেন। প্রহরায় থাকবে ষোল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ বিকেল পর্যন্ত ২১২টি বুথেই ভোট কর্মীদের পাঠানো হয়ে গেছে। প্রতি বুথে চারজন ভোট কর্মী দুজন পুলিশ কর্মী আর কেন্দ্রীয় বাহিনী থাকবে বাইরে। তবুও ভোট কর্মীরা জানাচ্ছেন তারা আতঙ্কেই রয়েছেন ,ব্যবস্থা যা হয়েছে দুজন পুলিশ কর্মী দিয়ে কতটা সম্ভব শৃঙ্খলা রক্ষা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। এভাবেই আগামীকালের ভোট পর্ব হবে।
Comments
Post a Comment