প্রসব যন্ত্রণা থেকে মুক্তির উপায় '"নির্বানায়
কলকাতা- শনিবার- 30/08/2025, নিউ গড়িয়া। বন্ধ্যাত্ব কোন অভিশাপ নয়,এটি একটি দেহের অভ্যন্তরের একটি সাধারণ নিয়মের অব্যবস্থা।সেটা পুরুষ বা নারির উভয়ের শরীরের হরমোন সহ নানান গঠনমুলক অনিয়মিত সরবরাহ থেকে হতে পারে।যার পরিণামে বহু সংসারে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় যার থেকে আসে গভীর ডিপ্রেশন আর সঙ্গ নেয় অনেক দিনের পুরানো কুসংস্কার।
আর সেইজন্যেই সব ধরনের অর্থনীতির মানুষ কে বন্ধ্যাত্ব থেকে মাতৃত্ব এর সাধ জোগাতে, সাধ ও সাধ্যের সন্নিবেশ ঘটাতে শুরু হল এক অভূতপূর্ব পথ চলা, নির্বানা আই ভি এফ ও উর্বরতা ক্লিনিক এর হাত ধরে। সহজলভ্য চিকিৎসার নতুন ঠিকানা "আই ভি এফ নির্বানা" উর্বরতা ক্লিনিক।।
ডাঃ মীনা নারায়ণ, নির্বাণ আইভিএফ এবং ফার্টিলিটি ক্লিনিকের পরিচালকের কথায় "সাশ্রয়ী মূল্যের, উচ্চ-সফল হারে , খুব কম খরচের আইভিএফ চিকিৎসা চালু করার ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।
নির্বাণ আইভিএফ-এ, বিশ্বমানের প্রযুক্তি, প্রমাণ-ভিত্তিক প্রোটোকল এবং ব্যক্তিগতকৃত যত্ন একত্রিত করি যাতে উর্বরতা চিকিৎসা সহজলভ্য এবং কার্যকর উভয়ই হয়। এখানে রয়েছে সর্বোত্তম ডিম্বাণুর গুণমান,
উন্নত ভ্রূণ সংস্কৃতি এবং নির্ভুল ভ্রূণবিদ্যা যা রোগীর সুস্থতা ও সন্তানের নিরাপত্তার দিকটি মাথায় রেখেই পরিচালনা করা হয়।
উন্নত ইমপ্লান্টেশন এবং উচ্চ জন্মহারের জন্য নির্বানা আই ভি এফ কোনও লুকানো খরচ প্রদান করে না।। বরং এখানে সন্তানধারণের সফলতার হার ৯০থেকে ৯৭ শতাংশে । ব্লাস্টোসিস্ট কালচার হয় বিনামূল্যে, কোনও ফ্রিজিং খরচ নেই।" অর্থাৎ খুব স্বল্প প্যাকেজের মাধ্যমেই নিম্ন আয়ের মানুষ আই ভি এফ সহজেই করাতে পারবেন জানালেন ডাঃ মীনা নারায়ণ ,
তিনি আরো বলেনঃ যে
আর্থিক বাধা দম্পতিদের পিতৃত্ব অর্জনে বাধা হতে পারে না।
এদিন উপস্থিত অভিনেত্রী অহনা দত্ত ও প্রেরণা দাস মনে করেন এখানকার চিকিৎসা সহজতর এবং অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে উর্বরতা যত্নকে নীতিগত অথচ সাশ্রয়ী মূল্যের প্রতিটি সফল গর্ভাবস্থার রক্ষা চিকিৎসা ব্যবস্থার একটা সমাজের উজ্জ্বল দিক।
Comments
Post a Comment