শিয়ালদহ বিভাগ যাত্রীদের সময়মতো উপস্থিত থাকার আহ্বান জানাল – অ্যালার্ম চেইন টানার প্রবণতা এড়াতে অনুরোধ

কোলকাতা, 25.08.2025 ভিড়ের চাপ ও আসন্ন উৎসব উপলক্ষে শিয়ালদহ বিভাগ সমস্ত যাত্রীদের কাছে আহ্বান জানাচ্ছে যে, তারা যেন যথাসময়ে স্টেশনে এসে নির্দিষ্ট প্ল্যাটফর্মে উপস্থিত হন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো মসৃণভাবে সকলের ট্রেনে আরোহন নিশ্চিত করা এবং অযথা বিঘ্ন এড়ানো। 

শিয়ালদহ বিভাগ যাত্রীদের উদ্দেশ্যে জানাচ্ছে—

যাত্রার পরিকল্পনা আগে থেকেই করুন এবং ট্রেন ছাড়ার সময়ের অনেকটা আগেই স্টেশনে পৌঁছান।

শেষ মুহূর্তের বিভ্রান্তি এড়াতে প্ল্যাটফর্ম নম্বর আগে থেকে জেনে নিন।

ঘোষণাগুলোর প্রতি মনোযোগ দিন যাতে কোনো পরিবর্তন বা আপডেট জানা যায়।

ভিড়ের মধ্যে সহজে চলাচলের জন্য সম্ভব হলে কম লাগেজ বহন করুন।

জরুরি পরিস্থিতি ছাড়া কখনোই অ্যালার্ম চেন টানবেন না, কারণ এতে ট্রেনের সময়সূচি ব্যাহত হয় এবং বহু যাত্রীর জন্য অসুবিধা সৃষ্টি হয়। এটি আইনত শাস্তিযোগ্য অপরাধ।

যাত্রী ভিড় সামলাতে শিয়ালদহ বিভাগ অতিরিক্ত কর্মী মোতায়েনসহ নানা ব্যবস্থা গ্রহণ করছে। তবে যাত্রীদের সক্রিয় সহযোগিতাই ট্রেন পরিষেবা সময়মতো ও নির্বিঘ্নে পরিচালনার জন্য অত্যন্ত জরুরি।

শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা যাত্রীদের এই সহযোগিতা ও সমঝোতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন— আমরা বুঝি, ট্রেনে উঠতে সবারই তাড়াহুড়ো থাকে। কিন্তু আমরা আপনাদের সহযোগিতা কামনা করি, যাতে প্রত্যেকে নিরাপদে ও সময়মতো ট্রেনে আরোহন করতে পারেন।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়