পুষ্পেন্দু সেন স্মারক রক্তদান শিবির

ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন (ITEF), বেঙ্গল সার্কেলের উদ্যোগে ৩০তম কমরেড পুষ্পেন্দু সেন স্মারক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠীত হল কলকাতার ধর্মতলায় আয়কর ভবনে।
বুধবার শিবিরে ৫০০-র বেশি রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছেন, যা নিঃসন্দেহে একটি বড় সাফল্যের নজির। শিবির শুরুর আগেই ২৮৪ জন রক্তদাতা রক্তদান করেছিলেন। দিনের শেষে সংখ্যাটি ছাড়িয়ে যায় ৫০০-র গণ্ডি। উল্লেখযোগ্যভাবে, মহিলা রক্তদাতাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা সমাজের সচেতনতার ইতিবাচক দিক তুলে ধরে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়কর দফতরের বিশিষ্ট আধিকারিকরা, ITEF-এর নেতৃত্ব, এবং অন্যান্য কর্মীবৃন্দ। তাঁদের সক্রিয় সহযোগিতায় ও আন্তরিক প্রচেষ্টায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
ITEF শুধু কলকাতা নয়, সারা বাংলার বিভিন্ন মফঃস্বল অফিসেও এই ধরনের স্বেচ্ছা রক্তদান শিবির প্রতিবছরই আয়োজন করে থাকে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ITEF বরাবরই এই ধরনের মানবিক উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।
বর্তমান সময়ে, যখন রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক এবং হাসপাতালগুলিতে রক্তের অভাব প্রকট আকার ধারণ করছে, তখন এই ধরনের স্বেচ্ছামূলক রক্তদান শিবির সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আয়কর দপ্তরের পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিয়নের প্রিন্সিপ্যাল কমিশনার সুরভি বর্মা গর্গ। 
উপস্থিত ছিলেন কমিশনার(এডমিনিস্ট্রেশন) এ কে সিং

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়